সরকার পতনের একদফা আন্দোলনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
বৃহস্পতিবার (২৫ জুলাই) এক বিবৃতিতে সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ আহ্বান জানিয়েছেন।
ছাত্রদলের শীর্ষ নেতৃদ্বয় অভিযোগ করে বলেন, যৌক্তিক দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনরত ছাত্র-জনতাকে দেখামাত্র গুলি করা হয়েছে। ইন্টারনেট বন্ধ করে সারা বিশ্বের কাছ থেকে এই সংঘর্ষে হতাহতের ঘটনা আড়াল করা হচ্ছে। ছাত্রদল এই হতাহতের ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে।
বিবৃতিতে চলমান গণআন্দোলনে সংহতি প্রকাশ করে ছাত্র-জনতার জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দেশের জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা। নেতৃদ্বয় আশা প্রকাশ করেন, ছাত্র-জনতার চলমান গণআন্দোলন সফল হবে এবং অচিরেই হত্যাকারীদের বিচারের মুখোমুখি করা হবে।
মন্তব্য করুন