দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার চলমান লড়াইয়ে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব ভেদাভেদ ভুলে দেশের এই ক্রান্তিলগ্নে সবাইকে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছে জাতীয়তাবাদী যুবদল।
মঙ্গলবার (৩০ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।
একইসঙ্গে দেশীয় এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন, দেশি-বিদেশি গণমাধ্যম, বিশ্বের মানবিক ও বিবেকবান মানুষ, দেশের সর্বস্তরের জনগণকে সরকারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
তারা বলেন, ছাত্রসমাজের ন্যায্য দাবি ও অধিকারহারা জনগণের সব অধিকার কেবল জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠিত হলেই পাওয়া যাবে। গণতন্ত্র, সাম্য এবং সুস্থ বাংলাদেশের জন্য আমদের এই সংগ্রামের বিজয় অনিবার্য।
বিবৃতিতে এই দুই নেতা বলেন, চলমান কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যৌক্তিক, ন্যায়, শান্তিপূর্ণ ও অরাজনৈতিক আন্দোলন। সরকারের উসকানিমূলক বক্তব্য, সিদ্ধান্ত ও নির্দেশে পুলিশ, র্যাব, বিজিবিসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ছাত্রলীগ-যুবলীগ কর্তৃক সরাসরি নিরীহ নিরস্ত্র শান্তিপূর্ণ আন্দোলনকারী ছাত্রসমাজ ও জনগণের ওপর হামলার মধ্য দিয়ে সারা দেশকে বধ্যভূমিতে পরিণত করা হয়েছে।
তারা বলেন, সরকার আন্দোলনরত শত শত কোমলমতি শিক্ষার্থীসহ সাধারণ জনগনের প্রাণহানি ঘটিয়েই ক্ষান্ত হয়নি হাজারও শিক্ষার্থী- সাধারণ জনতা অন্ধ, পঙ্গু হয়ে বিভিন্ন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে সাজানো মামলা দায়েরের মাধ্যমে মধ্যরাতে বিদ্যুৎ, ইন্টারনেট বন্ধ করে দিয়ে ব্লক রেইডের নামে সাধারণ ছাত্রসহ ভিন্নমতের জনসাধারণকে গণগ্রেপ্তার করে চলছে। ইতোমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের শত শত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। আদালতে উঠানোর আগেই নির্যাতন করে তাদের পঙ্গু করা হচ্ছে এবং রিমান্ডে নিয়ে নির্যাতন চালিয়ে কল্পকাহিনি রচনা করা হচ্ছে।
যুবদলের এই দুই নেতা আরও বলেন, জনগণ বিশ্বাস করে শত শত শিক্ষার্থী নিহতের ঘটনা, গুম, ঔদ্ধত্য, অসহিষ্ণুতা ও মহাদুর্নীতিকে পর্দার আড়ালে রাখতে এটা পরিকল্পিত অপপ্রচার। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে তারেক রহমানকে নিয়ে সরকারের উদ্দেশ্যপ্রণোদিত সব চক্রান্তের তীব্র নিন্দা, ধিক্কার এবং প্রতিবাদ জানাই।
মন্তব্য করুন