

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান জুয়েল বলেছেন, এবার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে ইনশাল্লাহ। সে নির্বাচনে মানুষের ভোট আমাদের ধানের শীষের পক্ষে যাবে, না বাইরে যাবে এটা নির্ধারণ করবে আমাদের ওপর। নির্বাচনটা আমাদের প্রত্যেক নেতাকর্মীর ওপর নির্ভর করে।
তিনি বলেন, তারেক রহমান কী বলেছেন— ‘ভয় দেখিয়ে নয়, উদারতা দিয়ে মানুষের মন জয় করতে হবে। জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন।’
শুক্রবার (২৮ নভেম্বর) সকালে সাতক্ষীরা মোজাফফর গার্ডেন অ্যান্ড রিসোর্টের হলরুমে জেলা যুবদলের উদ্যোগে ‘ধানের শীষের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে জাতীয়তাবাদী যুবদলের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় জুয়েল বলেন, আমাদের লক্ষ্য-উদ্দেশ্য ছিল মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন করেছি ভোটের অধিকারের জন্য। পুলিশের গুলির সামনে দাঁড়ানো সহজ না। তারেক রহমানের নির্দেশে জীবনের মায়া ত্যাগ করে, পরিবারের মায়া ত্যাগ করে যেমন দলের নির্দেশে সব কর্মসূচি বাস্তবায়ন করেছি, এখন কর্মসূচি একটাই— ধানের শীষের বিজয় নিশ্চিত করা।
তিনি আরও বলেন, বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর সংগঠন যুবদল, কোনো সন্দেহ নাই। তাহলে যুবদলের নেতাকর্মীদেরই তো কাজ করতে হবে, নাকি অন্য কেউ করে দেবে? ধানের শীষের বিজয় নিশ্চিত করা নির্ভর করে কাদের ওপর? তাহলে এটা নিয়েই আজকের মতবিনিময় সভা। আমরা আপনাদের কথা শুনবো এবং আমাদের মতামত আপনাদের দেব।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক মো. আইনুল ইসলাম নান্টা এবং সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান মুকুল। এ ছাড়াও সাতক্ষীরা জেলার সব উপজেলা ও থানা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন