কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪, ১০:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ওয়ালীউল্লাহ-মোকাদ্দাসসহ গুম কর্মীদের খোঁজে র‌্যাব কার্যালয়ে ছাত্রশিবির

র‌্যাব হেড কোয়ার্টারে ছাত্রশিবিরের প্রতিনিধি দল। ছবি : কালবেলা
র‌্যাব হেড কোয়ার্টারে ছাত্রশিবিরের প্রতিনিধি দল। ছবি : কালবেলা

দীর্ঘ ১১ বছর ধরে গুম হয়ে থাকা পাঁচ জনশক্তির খোঁজ নিতে র‌্যাব হেড কোয়ার্টারে গেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রতিনিধি দল। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর ২টায় র‌্যাব সদর দপ্তরে প্রবেশ করেন তারা।

জানা গেছে, কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ৫ সদস্যের এক প্রতিনিধি র‌্যাবের ডিজি মো. শহীদুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে গুম হওয়া ব্যক্তিদের খোঁজ জানতে চান।

র‌্যাব কার্যালয় থেকে বের হয়ে ছাত্রকল্যাণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেন, আওয়ামী শাসনামলে এই পর্যন্ত আমাদের অনেক নেতাকর্মী গুম হয়েছেন। এরমধ্যে ২০১৩ থেকে ২০১৬ পর্যন্ত গুম হওয়া আমাদের পাঁচজন মেধাবী শিক্ষার্থীদের খোঁজ আমরা এখনো পাইনি। আমরা তাদের সন্ধানের জন্য র‌্যাবের হেড কোয়ার্টারে এসেছি। আমরা তাদের ফিরে পেতে চাই, তাদের জীবিত অবস্থায় পরিবারের কাছে পৌঁছে দিতে চাই।

তিনি বলেন, র‌্যাবের ডিজি আমাদের সব কথা শুনেছেন। তারা দ্রুত সময়ে তদন্ত করে আমাদের জানানোর আশ্বাস দিয়েছেন।

গুম হওয়া শিক্ষার্থীদের মাঝে রয়েছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহ মো. ওয়ালীউল্লাহ ও মো. মোকাদ্দেস আলী। ২০১২ সালের ৪ ফেব্রুয়ারি ঢাকা থেকে ক্যাম্পাসে যাওয়ার পথে আশুলিয়ার নবীনগরে হানিফ পরিবহনের একটি গাড়ি থেকে তাদের গুম করা হয়।

গুম হওয়া অপর কর্মীরা হলেন হাফেজ জাকির হোসেন, মো. জয়নাল আবদেীন এবং রেজোয়ান হোসাইন। তাদের মধ্যে জাকির ঢাকা ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজির ডেন্টাল শেষ পর্বের শিক্ষার্থী ছিলেন। ২০১৩ সালের ৪ ফেব্রুয়ারি শ্যামলী রিং রোডের বাসা থেকে ‍তিনি গুম হন। গুম হওয়া জয়নাল বান্দরবান ডিগ্রি কলেজের শিক্ষার্থী। তিনি ২০১৭ সালের ১৮ জুন বান্দরবান সদর শহরতলির লেমুঝিরি গর্জনিয়াপাড়া মসজিদের কক্ষ থেকে গুম হন।

এ ছাড়া রোজোয়ান যশোরের বেনাপোল থানার বাগাছড়া কলেজ ডিগ্রি কলেজের শিক্ষার্থী। তিনি ২০১৬ সালের ৪ আগস্ট বেনাপোল পোর্ট সংলগ্ন দুর্গাপুর বাজার থেকে গুম হন।

আব্দুল্লাহ আল মামুন বলেন, আমাদের যেসব ভাইকে তুলে নিয়ে যাওয়া হয়েছে প্রত্যক্ষদর্শীদের মতে তাদের র‌্যাব নিয়ে গেছে। তবে র‌্যাবের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে পরিবারের কাছে উঠিয়ে নেওয়ার বিষয়টি অস্বীকার করা হয়েছে। এখনো পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। আমরা গুম হওয়া ব্যক্তিদের নিয়ে খুবই উদ্বিগ্ন! আমরা তাদের দ্রুত সন্ধান চাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘প্রেমে ব্যর্থ হলে বাথরুম পরিষ্কার করি’

মেয়ের জন্য চিপস আনতে গিয়ে প্রাণ হারান মোবারক

১৯৭৩ সালের পর সবচেয়ে বড় সংকটে মার্কিন ডলার

তারেক রহমান জুলাই বিপ্লবের মূল নেতৃত্বে ছিলেন : অধ্যাপক মোর্শেদ

তারা ভেবেছে, নারীঘটিত বিষয় নিয়ে প্রচারে আমার ভোট কমে যাবে : আমির হামজা

পিআর পদ্ধতি নিয়ে বিএনপিকে চরমোনাই পীরের কড়া বার্তা

নির্বাচন নিয়ে মানুষের মধ্যে হতাশা বিরাজ করছে : মান্না

ইরানের পরমাণু বিজ্ঞানীদের যুগান্তকারী আবিষ্কার

৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করল পূর্বাচল আর্মি ক্যাম্পের সেনারা

চুক্তি নবায়নের পর মোনাকোয় ধারে গেলেন বার্সা তারকা ফাতি

১০

উড্ডয়নের ৭ মিনিটেই মাটিতে আছড়ে পড়ল বিমান, সব আরোহী নিহত

১১

গণতান্ত্রিক ব্যবস্থাকে দ্রুত প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : খালেদা জিয়া

১২

ঘরে ঝুলছিল বিচারকের স্ত্রীর লাশ

১৩

বুমরাহকে নিয়ে ঝুঁকির মুখে ভারত: খেলালে সব শেষ?

১৪

জবি শিক্ষকের নামে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ

১৫

ইস্টার্ন ইউনিভার্সিটি ও ড্যাফোডিল রেসপন্স সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক সই

১৬

পাথর কোয়ারি বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের কোনো ক্ষতি করতে পারেনি ইসরায়েল’

১৮

বিইউবিটিতে বিগ ব্যাং তত্ত্ব নিয়ে সেমিনার

১৯

নতুন ভূমিকায় মিরাজ, ব্যাটিং অর্ডারেও আনছেন পরিবর্তন

২০
X