শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪, ১২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

গুলিতে চোখের সঙ্গে সংসারের আলোও নিভে গেছে মিঠুর

আন্দোলনে গুলিতে দৃষ্টি হারানো আব্দুল্লাহ আল বাকী মিঠু। ছবি : কালবেলা
আন্দোলনে গুলিতে দৃষ্টি হারানো আব্দুল্লাহ আল বাকী মিঠু। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ আগস্ট সিরাজগঞ্জে গুলিবিদ্ধ হন নাটোরের বাগাতিপাড়ার আব্দুল্লাহ আল বাকী মিঠু (৩২)। সংঘর্ষের সময় পুলিশের ছররা গুলি এসে লাগে মিঠুর শরীরের বিভিন্ন স্থানে। শুধু চোখ-মুখ ও কপালেই আটটি গুলি লাগে মিঠুর। গুলিতে বাঁ চোখের দৃষ্টি হারিয়েছেন তিনি। ডান চোখেও ঝাপসা দেখছেন।

শরীরের অন্যান্য স্থানের কয়েকটি গুলি বের করা গেলেও চোখ-মুখ ও কপালে থাকা আটটি ছররা গুলি এখনো বের করা সম্ভব হয়নি। আন্দোলনে অংশ নিয়ে চোখের দৃষ্টি হারিয়ে মিঠুর সংসারজুড়ে নেমেছে অন্ধকার।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে সরেজমিনে নাটোরের বাগাতিপাড়া উপজেলার হাটগোবিন্দপুর গামে আব্দুল্লাহ আল বাকী মিঠুর বাড়িতে গিয়ে দেখা যায়, আন্দোলনে চোখের দৃষ্টির সঙ্গে নিজের চাকরি হারিয়ে অসহায় অবস্থায় দিন পার করছে তার পরিবার। মাস দুয়েক আগেও পরিবারের একমাত্র উপার্জনক্ষম মিঠুই পাঁচ সদস্যের সংসারের ভার সামলেছেন। আন্দোলনের আগে সিরাজগঞ্জের একটি বেসরকারি হাসপাতালের সিটিস্ক্যান অপারেটর হিসেবে কর্মরত ছিলেন মিঠু। আন্দোলনে চোখের দৃষ্টি হারিয়ে হারিয়েছেন চাকরি।

আব্দুল্লাহ আল বাকী মিঠু কালবেলাকে বলেন, চোখের দৃষ্টি আর চাকরি হারিয়ে আমি একদম নিঃস্ব। আমার সংসারটা শেষ হয়ে গেছে। পরিবারের সামান্য যা কিছু ছিলো সেগুলো বিক্রি করে চিকিৎসা করেছি। বর্তমানে সংসারের ব্যয় ও চিকিৎসার খরচ সবটাই ধারদেনা করে চলছে। চোখের চিকিৎসার জন্য কিছুদিন পর পরই যেতে হচ্ছে ঢাকায় জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে। বেশ কয়েকবার ধারদেনা করে ঢাকায় গেলেও এখন আর সেটিও সম্ভব না। জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে তার এক চোখে অস্ত্রোপচার করা হলেও তাতে কোনো লাভ হয়নি।

মিঠুর বাবা আব্দুল খালেক বলেন, আন্দোলনে চোখের দৃষ্টি হারিয়ে আমার ছেলের চাকরিটা চলে গেছে । চাকরি না থাকায় ২ মাস ধরে সংসারে কোনো আয় রোজগার নেই। আমি নিজেও দীর্ঘদিন থেকে অসুস্থ হয়ে ঘরে পড়ে আছি। এই অবস্থায় ছেলের চিকিৎসা চালানো আমাদের জন্য অসম্ভব হয়ে পড়েছে।

বাগাতিপাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি মোনায়েম ইসলাম রুমি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে গঠিত স্বাস্থ্য বিষয়ক উপকমিটির কাছে প্রায় ৪ সপ্তাহ আগে মিঠুর চিকিৎসার সব রিপোর্টসহ তার তথ্য পাঠানো হয়েছে। আমরা চেষ্টা করেছি আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে আবার হাসপাতালে গেলেন জুবাইদা রহমান

যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার পরিধি বাড়ছে, তালিকায় ৩০টির বেশি দেশ

খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন, বন্ধ হয়েছে রক্তক্ষরণ

‘বাঁধের মাটি বড় বড় খণ্ড হয়ে ঝুপঝাপ শব্দে ভেঙে পড়ে’

রাজমিস্ত্রির বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার

দেড় হাজার দৌড়বিদের অংশগ্রহণে হাফ ম্যারাথন

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফ্রি যাত্রীসেবা

বিদেশি কোম্পানিকে ইজারা, প্রতিবাদে বিক্ষোভ 

যুবদল নেতা সুমনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দুই গ্রুপের সংঘর্ষ, একজন গুলিবিদ্ধসহ আহত ১০

১০

গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়ক সাইফুল হক

১১

পুরোনো রাজনীতি পরিহার করে নতুন রাজনীতি করতে চাই : মঞ্জু

১২

খালেদা জিয়ার জনপ্রিয়তা দেখার জন্য শেখ হাসিনা বেঁচে আছেন : স্বপন

১৩

ভুয়া ফটোকার্ড ও অপপ্রচারের অভিযোগে জিডি করলেন ছাত্রদলের আবিদ-মায়েদ

১৪

তারেক রহমান বাংলাদেশের ভোটার কি না এ প্রশ্ন অবান্তর : অ্যাটর্নি জেনারেল

১৫

দেশের ক্রান্তিলগ্নে খালেদা জিয়াকে খুবই প্রয়োজন : লুৎফুজ্জামান বাবর

১৬

খালেদা জিয়া কোটি মানুষের হৃদয়ের স্পন্দন : মান্নান

১৭

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে কিছু দল : আমিনুল হক

১৮

ছাত্রশক্তির নেত্রীকে বিয়ে করলেন হান্নান মাসউদ

১৯

বাংলাদেশে নতুন রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই : শিশির মনির

২০
X