বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪, ১২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

গুলিতে চোখের সঙ্গে সংসারের আলোও নিভে গেছে মিঠুর

আন্দোলনে গুলিতে দৃষ্টি হারানো আব্দুল্লাহ আল বাকী মিঠু। ছবি : কালবেলা
আন্দোলনে গুলিতে দৃষ্টি হারানো আব্দুল্লাহ আল বাকী মিঠু। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ আগস্ট সিরাজগঞ্জে গুলিবিদ্ধ হন নাটোরের বাগাতিপাড়ার আব্দুল্লাহ আল বাকী মিঠু (৩২)। সংঘর্ষের সময় পুলিশের ছররা গুলি এসে লাগে মিঠুর শরীরের বিভিন্ন স্থানে। শুধু চোখ-মুখ ও কপালেই আটটি গুলি লাগে মিঠুর। গুলিতে বাঁ চোখের দৃষ্টি হারিয়েছেন তিনি। ডান চোখেও ঝাপসা দেখছেন।

শরীরের অন্যান্য স্থানের কয়েকটি গুলি বের করা গেলেও চোখ-মুখ ও কপালে থাকা আটটি ছররা গুলি এখনো বের করা সম্ভব হয়নি। আন্দোলনে অংশ নিয়ে চোখের দৃষ্টি হারিয়ে মিঠুর সংসারজুড়ে নেমেছে অন্ধকার।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে সরেজমিনে নাটোরের বাগাতিপাড়া উপজেলার হাটগোবিন্দপুর গামে আব্দুল্লাহ আল বাকী মিঠুর বাড়িতে গিয়ে দেখা যায়, আন্দোলনে চোখের দৃষ্টির সঙ্গে নিজের চাকরি হারিয়ে অসহায় অবস্থায় দিন পার করছে তার পরিবার। মাস দুয়েক আগেও পরিবারের একমাত্র উপার্জনক্ষম মিঠুই পাঁচ সদস্যের সংসারের ভার সামলেছেন। আন্দোলনের আগে সিরাজগঞ্জের একটি বেসরকারি হাসপাতালের সিটিস্ক্যান অপারেটর হিসেবে কর্মরত ছিলেন মিঠু। আন্দোলনে চোখের দৃষ্টি হারিয়ে হারিয়েছেন চাকরি।

আব্দুল্লাহ আল বাকী মিঠু কালবেলাকে বলেন, চোখের দৃষ্টি আর চাকরি হারিয়ে আমি একদম নিঃস্ব। আমার সংসারটা শেষ হয়ে গেছে। পরিবারের সামান্য যা কিছু ছিলো সেগুলো বিক্রি করে চিকিৎসা করেছি। বর্তমানে সংসারের ব্যয় ও চিকিৎসার খরচ সবটাই ধারদেনা করে চলছে। চোখের চিকিৎসার জন্য কিছুদিন পর পরই যেতে হচ্ছে ঢাকায় জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে। বেশ কয়েকবার ধারদেনা করে ঢাকায় গেলেও এখন আর সেটিও সম্ভব না। জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে তার এক চোখে অস্ত্রোপচার করা হলেও তাতে কোনো লাভ হয়নি।

মিঠুর বাবা আব্দুল খালেক বলেন, আন্দোলনে চোখের দৃষ্টি হারিয়ে আমার ছেলের চাকরিটা চলে গেছে । চাকরি না থাকায় ২ মাস ধরে সংসারে কোনো আয় রোজগার নেই। আমি নিজেও দীর্ঘদিন থেকে অসুস্থ হয়ে ঘরে পড়ে আছি। এই অবস্থায় ছেলের চিকিৎসা চালানো আমাদের জন্য অসম্ভব হয়ে পড়েছে।

বাগাতিপাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি মোনায়েম ইসলাম রুমি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে গঠিত স্বাস্থ্য বিষয়ক উপকমিটির কাছে প্রায় ৪ সপ্তাহ আগে মিঠুর চিকিৎসার সব রিপোর্টসহ তার তথ্য পাঠানো হয়েছে। আমরা চেষ্টা করেছি আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মের নামে দেশে বিভাজনের চেষ্টা চলছে : মির্জা ফখরুল

কাজি পদে আবেদন করতে পারবেন কওমি সনদধারীরা

চুম্বন দৃশ্য নিয়ে মুখ খুললেন ঐশী

হামজাকে দলে ভেড়াতে উঠেপড়ে লেগেছে বার্সেলোনা

প্রাণ গেল স্বেচ্ছাসেবক দল নেতার

পোস্টাল ভোট বিডি অ্যাপ / ২ লাখ ২৪ হাজার প্রবাসীর নিবন্ধন সম্পন্ন

সারজিসকে ‘অবাঞ্ছিত’ ঘোষণার পর দুঃখ প্রকাশ

সকালে হাঁটতে বেরিয়ে প্রাণ গেল স্কুলশিক্ষকের

তিন দাবিতে মোবাইল ব্যবসায়ীদের বিটিআরসি ভবন ঘেরাও

রক্তাক্ত অবস্থায় দৌড়ে এসে সড়কে পড়ে যান তানভীর, অতঃপর...

১০

ঘরে মিলল স্ত্রীসহ মুক্তিযোদ্ধার গলা কাটা মরদেহ

১১

আন্তর্জাতিক প্রটোকল মেনেই অভ্যুত্থানে নিহতদের মরদেহ উত্তোলন : সিআইডি প্রধান

১২

এবার দক্ষিণ কোরিয়াকে হারাল বাংলাদেশ

১৩

কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১৪

সরকার খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করছে: শফিকুল আলম

১৫

বিশ্বকাপ ২০২৬: গ্রুপ পর্বে ৬ ‘হাইভোল্টেজ’ ম্যাচ, কবে কখন

১৬

ফের রাস্তায় নামছেন সাত কলেজের শিক্ষার্থীরা

১৭

গভীর রাতে প্রাণ গেল ৩ জনের

১৮

সুদানে কিন্ডারগার্টেনসহ বিভিন্ন স্থানে হামলা, ৪৬ শিশুসহ নিহত ১১৪

১৯

আমনের ভালো ফলনে কৃষকের মুখে হাসি

২০
X