শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৩, ০৯:০৫ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৩, ১০:১১ পিএম
অনলাইন সংস্করণ

এবার নয়াপল্টনে বিএনপির দুই গ্রুপের মারামারি

নয়াপল্টনে বিএনপির দুগ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। ছবি: কালবেলা
নয়াপল্টনে বিএনপির দুগ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। ছবি: কালবেলা

রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে আসা জামালপুর মাদারগঞ্জ উপজেলা বিএনপির দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৮ জুলাই) বিকেলে নয়াপল্টনে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালের সামনে ঘটে এই ঘটনা।

জামালপুর মাদারগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মঞ্জুরুল ইসলাম মঞ্জু জানান, এ ঘটনায় ৪-৫ জন আহত হয়েছেন। ঘটনার পর আহতরা ইসলামী ব্যাংক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।

প্রাথমিক চিকিৎসা নেওয়া শেষে মঞ্জুরুল ইসলাম বলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল খানের নেতৃত্বে তার অনুসারীরা আমাদের ওপর হামলা চালায়। আমরা বসে ছিলাম। ১৫-২০ জন লাঠি নিয়ে এসে আমাদের ওপর হামলা করে। এই হামলায় আমাদের ৪-৫ জন কর্মী আহত হয়েছেন। লাঠির আঘাতে আমার দুই হাত কেটে গেছে।

তিনি বলেন, আগে থেকেই আমাদের বনিবনা ছিল না। কর্মীদের রক্ষা করতে গেলে তারা আমার ওপর হামলা করে।

এদিকে আওয়ামী লীগের শান্তি সমাবেশ শেষে বের হওয়ার পর রাজধানীর গুলিস্তানের গোলাপশাহ মাজার এলাকায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৮ জুলাই) সন্ধ্যায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়। এ ঘটনায় এক ব্যক্তি নিহত এবং ৪ জন আহত হয়েছেন।

আহতরা হলেন- মো. আরিফুল (১৮), মো. জোবায়ের (১৮), মো. রনি (৩২), মো. মোবাশ্বের (১৮)। নিহতের পরিচয় এখনো জানা যায়নি।

মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান কালবেলাকে বলেন, গোলাপশাহ মাজার এলাকায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে আহত একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

এ ঘটনায় অন্য যারা আহত আছেন তারা হাসপাতালে চিকিৎসাধীন। সেখানে পুলিশ সদস্যরা আহতদের সঙ্গে কথা বলার পর ঘটনার বিস্তারিত বলা যাবে বলেও জানান তিনি।

এদিন দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অস্থায়ী মঞ্চে আনুষ্ঠানিকভাবে মহাসমাবেশের কার্যক্রম শুরু হয়। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশে প্রধান অতিথি ছিলেন।

ভোর থেকেও খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকার বিভিন্ন জায়গা থেকে আসেন নেতাকর্মীরা। ঢাকার বাইরে থেকেও নেতাকর্মীরা আসেন।

একইভাবে দুপুর ২টার দিকে আওয়ামী লীগের শান্তি সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়।

সমাবেশ উপলক্ষে ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন। জুমার নামাজের পরে যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের ঢল নামে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো লোক বিনা চিকিৎসায় মারা যাবে না : মোস্তফা জামান

সদস্য ফরম পূরণ করে আ.লীগ নেতার জামায়াতে যোগদান

ববি ছাত্র সংসদ নির্বাচনের গঠনতন্ত্রের খসড়া প্রকাশ

অদৃশ্য শক্তিকে পরাজিত করেই গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে : মুরাদ

জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যই বিএনপির রাজনীতি : কফিল উদ্দিন

আফ্রিকার এক দেশে ব্যাপক সহিংসতা, নিহত ৭০০

টগি ফান ওয়ার্ল্ডে উদযাপিত হলো হ্যালোইন উৎসব

সরকারি কলেজের প্যাডে বিয়ের দাওয়াতপত্র

মোবাইল ফোন চুরি বা হারালে ব্লক করার প্রক্রিয়া

গণভোট নয়, জনগণ সরকার গঠন করবে ব্যালটে : জুয়েল

১০

হাওরে জাল ফেলে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

১১

বিক্ষোভে উত্তাল ইসরায়েল

১২

প্যান্টের পকেটে লুকানো ছিল স্বর্ণের ৬ বার

১৩

জাতীয় নির্বাচনের তপশিল কবে, জানালেন ইসি আনোয়ারুল

১৪

ক্যাটরিনার ছবি নিয়ে বিতর্ক তুঙ্গে    

১৫

ক্যানসারের কাছে হার মানলেন হাইমচর থানার ওসি সুমন

১৬

দুই ব্যক্তি খুন করেছিল সুশান্তকে, দাবি বোনের 

১৭

শেষ সিনেমায় জুবিনকে বিশেষ শ্রদ্ধা আসামবাসীর 

১৮

ওমরাহ ভিসার মেয়াদ নিয়ে নতুন সিদ্ধান্ত নিল সৌদি

১৯

ইসলামী ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিতের দাবি চাকরিচ্যুত কর্মকর্তাদের

২০
X