বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পূর্বঘোষিত রাজধানীতে প্রবেশপথে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও আনসার বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। গাবতলী, আমিনবাজার, সিদ্ধিরগঞ্জ, সাইনবোর্ড, বুড়িগঙ্গা সেতুর দক্ষিণপ্রান্ত, কেরানীগঞ্জ, উত্তরাসহ বিভিন্ন প্রবেশমুখে সাজোয়া যান, জলকামান ও প্রিজনভ্যান নিয়ে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ।
শনিবার (২৯ জুলাই) রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশপথ আমিন বাজার-গাবতলী এলাকায় সকাল থেকেই পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।
নয়াবাজারে পুলিশের পাশাপাশি বাংলাদেশ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সদস্যরা মোতায়েন রয়েছেন। এছাড়া প্রস্তুত রাখা হয়েছে এপিসি ও জলকামান। এছাড়া গাবতলী ও উত্তরায় বিপুল সংখ্যক পুলিশ ও আনসার বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রবাড়ি এলাকায় পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন। সড়কের একপাশে পুলিশের এপিসি গাড়ি, জলকামান ও প্রিজন ভ্যান রাখা হয়েছে। পুলিশ সদস্যদের কয়েকজনকে এ সময় রাস্তায় অবস্থান করতেও দেখা যায়।
পুলিশ বলছে, যদিও কোনো দলকে ঢাকার প্রবেশমুখে অবস্থানের অনুমতি দেওয়া হয়নি। তারপরও বিএনপির ঘোষিত অবস্থান কর্মসূচি ঘিরে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে গাবতলীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
অপরদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছে। অবস্থানের জন্য তৈরি করা হচ্ছে অস্থায়ী মঞ্চ।
আরও পড়ুন : ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষ, আহত ১৫
উল্লেখ্য, সরকারের পদত্যাগের একদফা দাবি আদায়ের শনিবার ঢাকার প্রতিটি প্রবেশপথে পাঁচ ঘণ্টার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিকে বিএনপির পাশাপাশি দলটির যুগপৎ আন্দোলনের সঙ্গী ৩৬টি দল ঢাকার প্রবেশমুখে কর্মসূচি পালন করার ঘোষণা দেয়।
সরকারের পদত্যাগের দাবিতে যুগপৎ আন্দোলনে থাকা ৬-দলীয় জোট গণতন্ত্র মঞ্চ, ১২-দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, গণফোরামসহ মোট ৩৬ টি দলও আজ রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করবে। এ ছাড়া গণঅধিকার পরিষদের দুই অংশ ও এবি পার্টি একই কর্মসূচি পালন করবে।
মন্তব্য করুন