বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জয়পুরহাটের কালাই ও ক্ষেতলাল উপজেলায় শহীদ ও আহত আরও দুজন শিক্ষার্থীর পরিবারের পাশে দাঁড়িয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদের কবর জিয়ারত এবং শহীদ পরিবারের সদস্যদের হাতে আর্থিক অনুদান তুলে দিয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)।
রোববার (২৫ আগস্ট) দুপুরে জয়পুরহাটে পৃথকভাবে জেডআরএফ ও স্থানীয় নেতাকর্মীরা এই অনুদান তুলে দেন এবং শহীদের কবর জিয়ারত করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেডআরএফ’র সদস্য এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ মো. সোহরাব হোসেন সুজন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের অন্যতম সদস্য ও সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার আমিনুর ইসলামসহ কালাই উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কালাই উপজেলাধীন পুনট ইউনিয়নের তালখুর গ্রামের নিবাসী শিক্ষার্থী রিতা আক্তার শহীদ হন। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী-ছাত্রলীগের সন্ত্রাসী হামলায় মারাত্মকভাবে আহত ক্ষেতলাল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দেওয়ান হাসানের শারীরিক খোঁজখবর নিতে যান উক্ত নেতৃবৃন্দ।
মন্তব্য করুন