কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪, ০৮:১০ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার বিরুদ্ধে আরও চারটি হত্যা মামলা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে আরও চারটি হত্যা মামলা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এসব মামলা হয়েছে। আদালত শুনানি শেষে ঢাকার মহানগরের চারটি থানাকে এজাহার হিসেবে মামলার আবেদন গ্রহণ করতে নির্দেশ দেন।

এর মধ্যে রাজধানীর মিরপুর-১০ নম্বরে মিরপুরের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. নাহিদুল ইসলাম নিহতের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা এবং ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ৪১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের আদালতে নাহিদুলের ভাই মো. সবুজ এ আবেদন করেন। আদালত মামলার জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি মিরপুর থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

এ মামলার অপর আসামিদের মধ্যে রয়েছেন- ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, শেখ ফজলে নূর তাপস, তার ভাই শেখ ফজলে শামস পরশ, ইলিয়াস উদ্দিন মোল্লা, মাইনুল ইসলাম খান নিখিল, সাদ্দাম হোসেন, শেখ ওয়ালী আসিফ ইনান, রিয়াজ মাহমুদ, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, হাবিবুর রহমান, হারুন অর রশীদ, বিপ্লব কুমার।

শেখ হাসিনা-শামীম ওসমানসহ ৪১ জনের নামে হত্যা মামলা : যাত্রাবাড়ীর কাজলায় গুলিতে ঠিকানা পরিবহনের হেলপার দুলাল ওরফে সেলিম নিহতের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালতে দুলালের ভাই মোস্তফা কামাল এ মামলা করেন। আদালত মামলার জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি যাত্রাবাড়ী থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

এ মামলার অপর আসামিদের মধ্যে রয়েছেন- ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, রমেশ চন্দ্র সেন, শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, আসাদুজ্জামান নুর, মশিউর রহমান মোল্লা সজল, সাদ্দাম হোসেন শেখ ওয়ালী আসিফ ইনান, সজল কুন্ড।

শেখ হাসিনাসহ ১১৪ জনের বিরুদ্ধে দুই হত্যা মামলা : রাজধানীর ডেমরার সানারপাড়ে মিরাজ হোসেন ও মোহাম্মদপুরের বছিলায় বুড়িগঙ্গা ফিলিং স্টেশনের মেশিন অপারেটর মনসুর মিয়া নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৪ জনের বিরুদ্ধে দুটি হত্যা মামলা করা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালতে মিরাজ হোসেনকে হত্যার অভিযোগে ৯২ জনকে আসামি করে খোরশেদ আলম মিয়া মামলাটি দায়ের করেন। আদালত ডেমরা থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

এছাড়া ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে মনসুর মিয়া নিহতের ঘটনায় ২২ জনকে আসামি করে তার ভাই আয়নাল হক মামলাটি করেন। আদালত এই অভিযোগটি মোহাম্মদপুর থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। দুই মামলায় প্রধান আসামি করা হয়েছে শেখ হাসিনাকে।

এ মামলায় উল্লেখযোগ্য অপর আসামিদের মধ্যে রয়েছেন- ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, তাজুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, হাসান মাহমুদ, মোহাম্মদ আলী আরাফাত, সালমান এফ রহমান, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ

এই একটি ভুলেই খরচ হচ্ছে অতিরিক্ত গ্যাস, সহজ সমাধান জেনে নিন

শাকসুর দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

আগে দেশের অর্থনীতি আইসিইউতে ছিল, এখন কেবিনে স্থানান্তর হয়েছে : সালেহউদ্দিন

মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

মুনাফার পথে না হেঁটে কৃষকের পাশে, আব্দুল আওয়াল মিন্টুর কৃষিযাত্রা

রাউজানে মহিলা সমাবেশে বিএনপি প্রার্থী গোলাম আকবর খোন্দকার

‘চীনের সম্মতি পেলে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে’

তৈরি হচ্ছে সাত কলেজের ‘অধ্যাদেশ মঞ্চ’

‘গোল্ডেন টয়লেটে’ সেলফি তুললেন বিজয়

১০

মুন্সীগঞ্জে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, যা জানাল পুলিশ 

১১

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির বিদ্রোহী প্রার্থী

১২

শাকসু নির্বাচন স্থগিত

১৩

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে পারবে না : ধর্ম উপদেষ্টা 

১৪

শাকসু নির্বাচন কমিশন থেকে ৮ শিক্ষকের পদত্যাগ 

১৫

জাতীয় নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ

১৬

ফের ইসির সামনে অবস্থান ছাত্রদলের

১৭

শেষ মুহূর্তে বিএনপির মনোনয়ন পেলেন যিনি

১৮

মানিকগঞ্জে চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা

১৯

বাংলাদেশ ইস্যুতে বিশ্বকাপ প্রস্তুতি থামাল পাকিস্তান

২০
X