কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের কর্মপরিকল্পনায় তারুণ্যের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে : প্রিন্স

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার পূর্ব গোবড়াকূড়া বল খেলার মাঠে পূর্ব গোবড়াকূড়া বারো দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি : কালবেলা
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার পূর্ব গোবড়াকূড়া বল খেলার মাঠে পূর্ব গোবড়াকূড়া বারো দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি : কালবেলা

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, রাষ্ট্র মেরামতে তারেক রহমানের কর্মপরিকল্পনা নতুন বাংলাদেশ গড়ায় তারুণ্যের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে এবং একই সাথে রাষ্ট্র ও রাজনীতিতে পরিবর্তন আনবে।

রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার পূর্ব গোবড়াকূড়া বল খেলার মাঠে পূর্ব গোবড়াকূড়া বারো দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি সব সময় পরিবর্তনকে স্বাগত জানায়। ছাত্র-জনতার গণবিপ্লবের চেতনাকে ধারণ করে বিএনপি নতুন বাংলাদেশ গড়তে অঙ্গীকারাবদ্ধ। ছাত্র-যুবকদের তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থাশীল থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইনশাআল্লাহ তারেক রহমান ফ্যসিবাদ ও স্বৈরাচারমুক্ত, বৈষম্যহীন ও ন্যায়নীতির নতুন বাংলাদেশ গড়ে তুলবেন; আধিপত্যবাদের কবল থেকে দেশকে রক্ষা করবেন।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এবং বেগম খালেদা জিয়ার কথা উল্লেখ করে প্রিন্স বলেন, তারা হতাশা এবং অবক্ষয়ে নিমজ্জিত যুবসমাজকে জাতীয় উন্নয়নে সম্পৃক্ত করে দেশ গঠনে অগ্রণী ভূমিকায় অবতীর্ণ করেছিলেন। তাদের পদাঙ্ক অনুসরণ করে তারেক রহমান যুব সমাজের মেধা, শ্রমে জনগণের কাঙ্ক্ষিত বৈষম্যহীন স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে চান। সকলের জন্য শিক্ষা, চিকিৎসা, যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থান এবং ধর্মীয় মূল্যবোধ, দেশীয় সংস্কৃতি ও ক্রীড়া চর্চায় কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা বিএনপির রাষ্ট্র মেরামতের অন্যতম উপাদান।

তিনি বলেন, বিএনপির রাজনীতিতে দখলবাজি, চাঁদাবাজি, দুর্নীতি ও লুটপাটের স্থান নেই। দলের কেউ এসব অপরাধ ও অনৈতিক কাজের সাথে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তারেক রহমানের কাছে এসব অপকর্মকারীরা প্রশ্রয় পাচ্ছে না, ভবিষ্যতেও পাবে না। বিএনপির এই নেতা বলেন, এসব বিষয়ে বিএনপি আপস না করার নীতিতে অটল আছে। এ কথা জানার পরও কেউ কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে কতিপয় বিপথগামী নেতাকর্মীর জন্য অতিরঞ্জিত কথা বলে গোটা বিএনপিকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছেন। তাদের উদ্দেশ্য ভালো নয়।

পূর্ব গোবড়াকূড়া ১২ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় মাজড়াকূড়া একাদশ ও এফসি হালুয়াঘাট অংশ নেয়। খেলা ১-১ গোলে ড্র হলে পরবর্তীতে ট্রাইবেকারে জড়াকূড়া একাদশ ৫-৪ গোলে এফসি হালুয়াঘাটকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এমরান সালেহ প্রিন্স চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি বিতরণ করেন।

এ সময় বিএনপি নেতা অধ্যাপক মেহেবুবুর রহমান মুকুল, রফিকুল ইসলাম, মোরশেদ আলম, তাজুল ইসলাম, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আসাদুজ্জামান আসিফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলিমুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান দুলাল, সদস্য সচিব আসাদুজ্জামান সুজন, জেলা যুবদলের সহ সভাপতি তারিকুল ইসলাম চঞ্চল, বিভাগীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা সভাপতি আব্দুল গণি, সাধারণ সম্পাদক মশিউজ্জামান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুর আরেফীন পাপন, পৌর ছাত্রদলের আহ্বায়ক নুরে আলম জনি, সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮ মামলায় ইমরান খানের জামিন

মাদ্রাসাপ্রধানদের জন্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা, না মানলে ব্যবস্থা

বরাদ্দ পেল বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

স্থিতিশীল অর্থনীতির জন্য গ্যাস উৎপাদন বাড়ানোর দাবি ব্যবসায়ীদের

একদিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা

যে বয়সের আগেই শিশুকে ৮ শিক্ষা দেওয়া জরুরি

দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ‘চাঁদাবাজ’ আখ্যা প্রধান শিক্ষকের, তদন্তে কমিটি

চট্টগ্রাম-৩ আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী মিল্টন ভুঁইয়া

বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা নিয়ে ‘সুখবর’ পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা

ফেসবুক পেজ জনপ্রিয় করার ৮ কৌশল

১০

বাড়ির আঙিনায় বিষধর পদ্মগোখরা, অতঃপর...

১১

মোবাইল দিয়েই ডিএসএলআর ক্যামেরার মতো ছবি তোলার ৫ কৌশল

১২

বরইতলা নদীর ‘বাঁধ’ এখন মৃত্যু যন্ত্রণায় কাতর

১৩

ইস্পাত খাতে বিশেষ তহবিল চান ব্যবসায়ীরা

১৪

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধিতে আগ্রহী পাকিস্তান

১৫

উপকূলজুড়ে টানা বৃষ্টিপাত, জনজীবনে দুর্ভোগ

১৬

উমামা-সাদীর নেতৃত্বে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেল ঘোষণা

১৭

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১১ জন

১৮

ডাকসু নির্বাচন / ডাকসু ভোটারদের মির্যা গালিবের ৩ পরামর্শ

১৯

বাংলাদেশি সন্দেহে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মারধর

২০
X