কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪০ পিএম
অনলাইন সংস্করণ

‘যে কোনো পরিস্থিতিতে জামায়াত জনগণের পাশে থাকবে’

বাংলাদেশ জামায়াতে ইসলামী নিউমার্কেট থানার উদ্যোগে সুধী সমাবেশ। ছবি : সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামী নিউমার্কেট থানার উদ্যোগে সুধী সমাবেশ। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, যে কোনো পরিস্থিতিতে আওয়ামী দোসরদের অন্যায়, অপশাসন, চাঁদাবাজি, দখলদারিত্ব প্রতিরোধে বাংলাদেশ জামায়াতে ইসলামী সর্বশক্তি প্রয়োগ করে জনগণের পাশে থাকবে।

নিউমার্কেট থানা আমির মাওলানা মহিব্বুল হক ফরিদের সভাপতিত্বে শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিউমার্কেট থানার উদ্যোগে স্থানীয় এক কনভেশন হলে আইটি ব্যবসায়ীদের সম্মানে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কোনো চাঁদাবাজ, দখলদারদের ছাড় দেওয়া হবে না জানিয়ে শফিকুল ইসলাম মাসুদ বলেন, অতীতে যারা অন্যায়, অপশাসন, চাঁদাবাজি ও দখলদারিত্ব করেছে তাদের বিচার বাংলার মাটিতে হবেই হবে।

আজ বা আগামীতে যারাই একই পথে হাঁটবে তাদের প্রতি তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বাংলার মানুষ আর কোনো অপশক্তিকে ছাড় দিবে না। এতদিন জামায়াতে ইসলামী দেশ সংস্কারের কথা বলেছে, এখন প্রতিটি মানুষ দেশ সংস্কারের পক্ষে। শোষিত মানুষ আজ প্রতিবাদী এবং বিদ্রোহী উল্লেখ করে তিনি বলেন, সাধু সাবধান! জনগণ আর কোনো স্বৈরতন্ত্রকে ছাড় দিবে না। জনগণের স্বার্থে, দেশের স্বার্থে জামায়াতে ইসলামী সর্বশক্তি প্রয়োগ করতে প্রস্তুত রয়েছে।

এ সময় তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর রাজনীতি হচ্ছে জনগণের জন্য। জনগণের ভালোবাসা আর সমর্থন নিয়ে জামায়াতে ইসলামী বাংলার জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে আসছে। সে আন্দোলনের সুফল অচিরেই বাংলার মানুষ পাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আগে নিজের মধ্যে ইসলামি শিক্ষার আদর্শ লালন করতে হবে। জামায়াতে ইসলামী সেই শিক্ষার আলোকে নিজ কর্মীদের তৈরি করেছে।

জামায়াতের কর্মীরা কেবল মসজিদে ইমামতি করার ক্ষমতা রাখে না উল্লেখ করে তিনি বলেন, জামায়াত কর্মী সরকার, সচিবালয়, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ পরিচালনার ক্ষমতা রাখে। সেই যোগ্যতা ও দক্ষতা জামায়াতে ইসলামীর কর্মীদের রয়েছে। আগামীতে জনগণের সামনে সেটি পরিস্কার হয়ে যাবে। সূধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ড. মোবারক হোসেন ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ধানমন্ডি-নিউমার্কেট জোন পরিচালক প্রকৌশলী শেখ আল আমিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্যবৃন্দ, আইটি ব্যবসায়ী ইঞ্জিনিয়ার আমান উল্লাহ, চিটাগাং কম্পিউটারের স্বত্বাধিকারী নাজিম উদ্দিন, হাজারী গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম হাজারী, শফিকুল ইসলাম রমজানসহ এলিফ্যান্ট রোড আইটি ব্যবসায়ী নেতৃবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মারা গেলেন সেই বিএনপি নেতার আরেক মেয়ে

সিলেট থেকে ঢাকার পথে তারেক রহমান

বিমানবন্দরে লাল-সবুজের বুলেটপ্রুফ বাস 

কেটি পেরির প্রাক্তন স্বামীর বিরুদ্ধে আরও ২ ধর্ষণের অভিযোগ

দেশে ফিরে ইতিহাস গড়া চার বিশ্বনেতা

শাহজালাল বিমানবন্দরে মির্জা ফখরুলসহ স্থায়ী কমিটির সদস্যরা

তারেক রহমানের সংবর্ধনায় আসার পথে দুর্ঘটনায় আহত ৩২

তীব্র শীত উপেক্ষা করে জনসমুদ্রে পরিণত ৩০০ ফিট এলাকা

দেশের ৫৫ বছরের ইতিহাসে আজ অবিস্মরণীয় ঘটনা ঘটতে যাচ্ছে : সালাহউদ্দিন

যুদ্ধবিরতি সত্ত্বেও আলেপ্পোতে টানটান পরিস্থিতি

১০

দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে তারেক রহমান

১১

রাজধানীর মোহাম্মদপুরে আবাসিক ভবনে আগুন

১২

সিলেট পৌঁছালেন তারেক রহমান

১৩

ন্যান্সির কণ্ঠে গান ‘নেতা আসছে’

১৪

বাংলাদেশের আকাশসীমায় ঢুকে তারেক রহমানের স্ট্যাটাস 

১৫

দেশের আকাশ সীমানায় ঢুকল তারেক রহমানকে বহনকারী বিমান

১৬

বিমানবন্দরে পৌঁছেছে তারেক রহমানের জন্য বুলেটপ্রুফ গাড়ি

১৭

নাইজেরিয়ায় মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত ৭

১৮

রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন

১৯

অভিযানে ৪০ লাখ লিটার তেল জব্দ

২০
X