কসবা (ব্রাক্ষণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ১০:০৫ পিএম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ১০:০৮ পিএম
অনলাইন সংস্করণ

পিটিয়ে মানুষ হত্যাকারীদের কাছে বাংলাদেশ নিরাপদ নয় : গোলাম পরওয়ার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন মিয়া গোলাম পরওয়ার। ছবি : কালবেলা
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন মিয়া গোলাম পরওয়ার। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ভয়ভীতি, সন্ত্রাস আর চাঁদাবাজির রাজনীতি দিয়ে এ দেশের জান-মালের কোনো নিরাপত্তা নিশ্চিত করা যায় না। যারা ক্ষমতায় যাওয়ার আগেই মানুষকে পিটিয়ে হত্যা করে, চাঁদার জন্য পাথর দিয়ে মানুষ হত্যা করে— তাদের হাতে দেশ ও জনগণের নিরাপত্তা নেই।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার তফজ্জল আলী কলেজ মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি অভিযোগ করে বলেন, কিছু মহল হিন্দু সম্প্রদায়ের মানুষদের ভয় দেখিয়ে বলছে— দাঁড়িপাল্লায় ভোট দিলে তাদের ঘরছাড়া হতে হবে, ধর্মীয় পরিচয় বিপন্ন হবে। এসব অভিযোগ, সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ইসলাম ধর্মে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান— সব ধর্মের মানুষের পূর্ণ স্বাধীনতা ও নিরাপত্তার নিশ্চয়তা রয়েছে।

তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছরে যারা রাষ্ট্র ক্ষমতায় এসেছে, তারা প্রত্যেকেই দুর্নীতি, দলীয়করণ ও দমন-পীড়নের রাজনীতি করেছে। বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হামলা চালানো হয়েছে। কোটি কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে এবং ইসলামি আন্দোলনকারীদের বহু নেতাকর্মীকে নির্যাতন ও হত্যা করা হয়েছে।

তিনি বলেন, দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাস ও বিচারব্যবস্থা ধ্বংসকারীদের হাত থেকে দেশকে মুক্ত করে একটি মানবিক, সমৃদ্ধ ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা হবে। সে লক্ষ্যেই জামায়াতে ইসলামীসহ ছয়টি ইসলামী দল ও জুলাই যোদ্ধাদের এনসিপি ও মুক্তিযোদ্ধা কর্নেল (অ.) অলি আহমেদ বীর বিক্রমের এলডিপি নিয়ে মোট ১১টি দল ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিয়েছে। আমাদের প্রিয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ইসলাম, মুক্তিযুদ্ধ ও জুলাই যোদ্ধাদের চেতনায় সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। জনগণের ভালোবাসা নিয়ে ইনশাল্লাহ আমরা সরকার গঠন করব।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে নানা অপপ্রচার ও মিথ্যা অভিযোগের পরও ছাত্রশিবির বিজয়ী হয়েছে। এই বিজয় প্রমাণ করে দিয়েছে, দাঁড়িপাল্লাই পরিবর্তনের প্রতীক। ফ্যাসিবাদ, চাঁদাবাজমুক্ত রাজনীতি ও রাষ্ট্রীয় সংস্কার চাইলে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে হবে।

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী আতাউর রহমান সরকারকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে ব্রাক্ষণবাড়িয়ার উন্নয়নে কাজ করা হবে।

১১ দলীয় জোটের নির্বাচনী পরিচালনা কমিটির সভাপতি কাজী সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের নায়েবে আমির শিবলী নোমানী ও সেক্রেটারি গোলাম সারোয়ারের সঞ্চালনায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. আতাউর রহমান সরকার, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল সাত্তার, জেলা জামায়াতের আমির মোবারক হোসেন আখন্দ, সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম, এনসিপি কেন্দ্রীয় নেতা মো. আতাউল্লাহসহ জোটভুক্ত দলের নেতারা।

সমাবেশকে কেন্দ্র করে কলেজ মাঠে দুপুর থেকেই হাজার হাজার ভোটার, কর্মী ও সমর্থকের উপস্থিতিতে এটি মহাসমাবেশে পরিণত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামীর জন্য বিনিয়োগ : সিঙ্গার বাংলাদেশের নতুন যুগ

মদিনায় ২১ লাখ বৃক্ষরোপণ করল সৌদি সরকার

এবার নিশিরাতে নির্বাচন করতে দেব না : তারেক রহমান

ফ্ল্যাট থেকে জনপ্রিয় অভিনেত্রীর মরদেহ উদ্ধার, গৃহকর্মী পলাতক

গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে ১২ ফেব্রুয়ারির নির্বাচন গুরুত্বপূর্ণ : হাবিব

যুক্তরাষ্ট্রে আঘাত হানতে যাচ্ছে শক্তিশালী ‘বোম্ব সাইক্লোন’

পিটিয়ে মানুষ হত্যাকারীদের কাছে বাংলাদেশ নিরাপদ নয় : গোলাম পরওয়ার

প্রেমিক বিবাহিত, সন্তানও আছে! গোপন তথ্য ফাঁস করল চ্যাটজিপিটি

টেলিগ্রামে গুজব ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচারকারী গ্রেপ্তার

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের

১০

নেদারল্যান্ডসে প্রযুক্তি খাতে বছরে ৪০ হাজার কর্মীর চাহিদা, সম্ভাবনায় বাংলাদেশ

১১

ইরানে হামলায় নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আজারবাইজান

১২

‘বি’ ইউনিটের মাধ্যমে শেষ জবির ভর্তি পরীক্ষা

১৩

ক্ষমতার রাজনীতি করতে আসিনি : মান্নান

১৪

ঘুম থেকে উঠে মানুষ নাম নেয় আল্লাহর, একজন নেন আমার : মির্জা আব্বাস

১৫

প্যারাডাইস ল্যান্ডের ‘আশুলিয়া আরবান সিটি’র শুভ উদ্বোধন

১৬

নিজের ছাড়া অন্যের ভোটের দিকে হাত বাড়াবেন না : জামায়াত আমির

১৭

নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই সরকারি বাসা ছেড়েছি : আসিফ মাহমুদ

১৮

ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমির ১৪তম ব্যাচের পাসিং আউট অনুষ্ঠিত

১৯

কোনো ট্রিটমেন্ট ছাড়াই ত্বক উজ্জ্বল রাখতে যা খাবেন

২০
X