কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫২ পিএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

জিএম কাদেরকে অবিলম্বে আটক করতে হবে : আবু হানিফ

জি এম কাদের এবং মুজিবুল হক চুন্নুকে অবিলম্বে আটক করার দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। ছবি : কালবেলা
জি এম কাদের এবং মুজিবুল হক চুন্নুকে অবিলম্বে আটক করার দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। ছবি : কালবেলা

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং মহাসচিব মুজিবুল হক চুন্নুকে অবিলম্বে আটক করার দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। তার দাবি, আওয়ামী ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করার জন্য জাতীয় পার্টি সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কদমতলীতে এক শুভেচ্ছা মিছিলপরবর্তী সংক্ষিপ্ত পথসভায় এ কথা বলেন হানিফ।

গণঅধিকার পরিষদ নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধন পাওয়ায় দলের কদমতলী থানা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। রায়েরবাগ বাসস্টেশন থেকে মিছিলটি শুরু হয়ে কদমতলী থানার বিভিন্ন এলাকা পদক্ষিণ করে।

মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় আবু হানিফ বলেন, ছাত্র-জনতার আন্দোলনে কদমতলী এলাকার মানুষ যে সাহসী ভূমিকা পালন করেছে তা স্মরণীয় হয়ে থাকবে। আজকে বিপ্লবের মধ্যদিয়ে নতুন বাংলাদেশে এক নতুন চাঁদাবাজ ও দখলদারের উৎপত্তি হয়েছে। আপনারা সাবধান হয়ে যান, তা না হলে শেখ হাসিনার চেয়েও ভয়ংকর পরিণতি আপনাদের হবে।

তিনি আরও বলেন, আওয়ামী ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করার জন্য জাতীয় পার্টি সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে। যাত্রাবাড়ী থানায় জিএম কাদেরের নামে হত্যা মামলা হলেও তাকে আটক করা হচ্ছে না। তিনি প্রতিদিনই মিডিয়াতে কথা বলছেন। অবিলম্বে জিএম কাদেরকে আটক করতে হবে। এ ছাড়া শেখ হাসিনার দোসর মুজিবুল হক চুন্নুকেও আটক করতে হবে।

আবু হানিফ বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য জেলা পর্যায়ে সেনাবাহিনীকে যে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে তা ইতিবাচক হিসেবে দেখছে গণঅধিকার পরিষদ। আমরা মনে করি, এখনকার পরিস্থিতি উন্নতি করার জন্য এর বিকল্প ছিল না। দেশপ্রেমিক সেনাবাহিনী দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক করবে, এটা আমাদের প্রত্যাশা। নির্বাচনের জন্য যারা অস্থির হয়ে গেছেন তাদের বলবো- আপনারা গত ১৫ বছর অনেক জুলুম-অত্যাচারের শিকার হয়েছেন, আর একটু ধৈর্য ধরুন।

দলের উচ্চতর পরিষদের সদস্য আব্দুজ জাহের বলেন, আওয়ামী লীগের পতন হলেও এখনো রাষ্ট্রের প্রতিটি সেক্টরে ফ্যাসিবাদি ব্যবস্থা রয়ে গেছে। এ দেশ থেকে ফ্যাসিবাদি ব্যবস্থার মূলোৎপাটন না করা পর্যন্ত গণঅধিকার পরিষদের আন্দোলন চলমান থাকবে।

গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি অ্যাড. নাজিম উদ্দিন বলেন, গণঅধিকার পরিষদের দরজা সকলের জন্য খোলা। তবে এক শ্রেণির লোকের জন্য গণঅধিকার পরিষদ নিষিদ্ধ। তারা হলেন দখলবাজ, চাঁদাবাজ, খুন-রাহাজানির সঙ্গে যারা জড়িত এবং বিগত ফ্যাসিস্টের সঙ্গে যারা সরাসরি ২০২৪ সালের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।

গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিলের সঞ্চালনায় পথসভায় দলের নেতাকর্মীরা বক্তব্য দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব বলে দেওয়ার হুমকি দিলেন ঢাবি ভিসি

পাওনা ৭০০ টাকায় কাল হলো রিকশাচালকের

যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, ২ বন্ধু আটক

 অমর্ত্য সেনকে কি বাংলাদেশে বের করে দেবে ভারত?

রাজধানীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ , যান চলাচল বন্ধ

ডিভোর্সের গুঞ্জন, মুম্বাই বিমানবন্দরে গোবিন্দ

যমুনা ব্যাংকে চাকরি, আবেদন করুন আজই

উপদেষ্টারা অসহায়, সবকিছু নির্ধারণ করে আমলারাই : ফখরুল

ড. ইউনূসের কারণে বিশেষ সুবিধা পেয়েছে বাংলাদেশ : প্রেস সচিব

নির্বাচন নিয়ে অনৈতিক চাপ দিলে পদত্যাগ করব : সিইসি

১০

যাতায়াত সুবিধাসহ আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১১

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানের সেনাপ্রধানের হুংকার

১২

বাজার স্থিতিশীলতার লক্ষ্যে ইরানের অনুকরণে ব্যবস্থার ঘোষণা সিরিয়ার

১৩

সকালে সময় বাঁচাতে রোজ পাউরুটি খাচ্ছেন? চিকিৎসকদের স্পষ্ট সতর্কবার্তা

১৪

ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে সন্ধ্যায়

১৫

নির্বাচনের আগেই লুট হওয়া সব অস্ত্র উদ্ধার করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

১৬

সন্ধ্যা হলেই যে ১৯ জায়গা বেশি ‘বিপজ্জনক’

১৭

কেশবপুর সংসদীয় আসন অপরিবর্তিত রাখার দাবিতে প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন

১৮

‘বেশি সময় লাগেনি, ৮-১০ সেকেন্ডে কাজ সেরেছি’

১৯

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজ নিয়ে মিলল বড় সুখবর

২০
X