কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫২ পিএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

জিএম কাদেরকে অবিলম্বে আটক করতে হবে : আবু হানিফ

জি এম কাদের এবং মুজিবুল হক চুন্নুকে অবিলম্বে আটক করার দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। ছবি : কালবেলা
জি এম কাদের এবং মুজিবুল হক চুন্নুকে অবিলম্বে আটক করার দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। ছবি : কালবেলা

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং মহাসচিব মুজিবুল হক চুন্নুকে অবিলম্বে আটক করার দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। তার দাবি, আওয়ামী ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করার জন্য জাতীয় পার্টি সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কদমতলীতে এক শুভেচ্ছা মিছিলপরবর্তী সংক্ষিপ্ত পথসভায় এ কথা বলেন হানিফ।

গণঅধিকার পরিষদ নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধন পাওয়ায় দলের কদমতলী থানা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। রায়েরবাগ বাসস্টেশন থেকে মিছিলটি শুরু হয়ে কদমতলী থানার বিভিন্ন এলাকা পদক্ষিণ করে।

মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় আবু হানিফ বলেন, ছাত্র-জনতার আন্দোলনে কদমতলী এলাকার মানুষ যে সাহসী ভূমিকা পালন করেছে তা স্মরণীয় হয়ে থাকবে। আজকে বিপ্লবের মধ্যদিয়ে নতুন বাংলাদেশে এক নতুন চাঁদাবাজ ও দখলদারের উৎপত্তি হয়েছে। আপনারা সাবধান হয়ে যান, তা না হলে শেখ হাসিনার চেয়েও ভয়ংকর পরিণতি আপনাদের হবে।

তিনি আরও বলেন, আওয়ামী ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করার জন্য জাতীয় পার্টি সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে। যাত্রাবাড়ী থানায় জিএম কাদেরের নামে হত্যা মামলা হলেও তাকে আটক করা হচ্ছে না। তিনি প্রতিদিনই মিডিয়াতে কথা বলছেন। অবিলম্বে জিএম কাদেরকে আটক করতে হবে। এ ছাড়া শেখ হাসিনার দোসর মুজিবুল হক চুন্নুকেও আটক করতে হবে।

আবু হানিফ বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য জেলা পর্যায়ে সেনাবাহিনীকে যে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে তা ইতিবাচক হিসেবে দেখছে গণঅধিকার পরিষদ। আমরা মনে করি, এখনকার পরিস্থিতি উন্নতি করার জন্য এর বিকল্প ছিল না। দেশপ্রেমিক সেনাবাহিনী দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক করবে, এটা আমাদের প্রত্যাশা। নির্বাচনের জন্য যারা অস্থির হয়ে গেছেন তাদের বলবো- আপনারা গত ১৫ বছর অনেক জুলুম-অত্যাচারের শিকার হয়েছেন, আর একটু ধৈর্য ধরুন।

দলের উচ্চতর পরিষদের সদস্য আব্দুজ জাহের বলেন, আওয়ামী লীগের পতন হলেও এখনো রাষ্ট্রের প্রতিটি সেক্টরে ফ্যাসিবাদি ব্যবস্থা রয়ে গেছে। এ দেশ থেকে ফ্যাসিবাদি ব্যবস্থার মূলোৎপাটন না করা পর্যন্ত গণঅধিকার পরিষদের আন্দোলন চলমান থাকবে।

গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি অ্যাড. নাজিম উদ্দিন বলেন, গণঅধিকার পরিষদের দরজা সকলের জন্য খোলা। তবে এক শ্রেণির লোকের জন্য গণঅধিকার পরিষদ নিষিদ্ধ। তারা হলেন দখলবাজ, চাঁদাবাজ, খুন-রাহাজানির সঙ্গে যারা জড়িত এবং বিগত ফ্যাসিস্টের সঙ্গে যারা সরাসরি ২০২৪ সালের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।

গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিলের সঞ্চালনায় পথসভায় দলের নেতাকর্মীরা বক্তব্য দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমীর দাসের পরিবারের পাশে থাকবে বিএনপি : মিন্টু

জাতীয় পার্টি ও ১৪ দলের প্রার্থীদের মনোনয়ন স্থগিত চায় জুলাই ঐক্য

ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

ব্রিটেনে তরুণীকে ধর্ষণ করলেন রাজনৈতিক আশ্রয়প্রার্থী যুবক

রাজনীতি হবে মানুষের সেবা ও দেশের উন্নয়নের জন্য : হাবিব

অভিবাসন দমনে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করল মিনেসোটা

‘নারী অবমাননার’ বিতর্কে যশের ‘টক্সিক’

মাথার খুলি খুলে রাখা হয়েছে হুজাইফার

তীব্র উত্তেজনার মধ্যে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করল ইরান

জিয়া পরিষদ টেলিটক শাখার দোয়া মাহফিল / খালেদা জিয়ার আদর্শ অনুপ্রেরণা হয়ে থাকবে

১০

আগামী নির্বাচন হবে বাংলাদেশের অগ্রযাত্রা নির্ধারণের নির্বাচন : সালাহউদ্দিন 

১১

আমদানিতে শুল্ক কমাল, কত কমতে পারে মোবাইলের দাম?

১২

ইরানে বাড়ি বাড়ি তল্লাশিতে মিলল মার্কিন অস্ত্র ও বিস্ফোরক

১৩

গুলিবিদ্ধ শিশু হুজাইফাকে পাঠানো হচ্ছে ঢাকায়

১৪

লিভার সুস্থ রাখতে যে সবজি হতে পারে আপনার দৈনন্দিন বন্ধু

১৫

শাকসু নির্বাচন নিয়ে সর্বশেষ যা জানা গেল

১৬

অবিলম্বে মার্কিন নাগরিকদের ইরান ছাড়ার সতর্কবার্তা

১৭

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৩ কর্মকর্তা চাকরিচ্যুত

১৮

প্রেম করছেন নোরা ফাতেহি, প্রেমিক কে?

১৯

অতীতে কারা দায়মুক্তি দিয়েছিলেন? জুলাই যোদ্ধাদের কী হবে

২০
X