কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৪, ০৫:২২ পিএম
অনলাইন সংস্করণ

এখনো কাঙ্ক্ষিত পরিবর্তন দেখা যাচ্ছে না : মান্না

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাগরিক ঐক্য আয়োজিত এক যোগদান সভা। ছবি : সংগৃহীত
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাগরিক ঐক্য আয়োজিত এক যোগদান সভা। ছবি : সংগৃহীত

গণঅভ্যুত্থানের পর বিভিন্ন ক্ষেত্রে জনগণ পরিবর্তন আশা করলেও কাঙ্ক্ষিত সেই পরিবর্তন এখনো দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, জনগণের রায়ের সঙ্গে যদি না যান, তাহলে কোনো আপস না। চাঁদাবাজি-দখলবাজি যারা শুরু করেছেন, তাদের বিরুদ্ধে কথা বলতেই হবে। বানানো মামলা দেওয়া শুরু হয়ে গেছে, এগুলো বন্ধ করতে হবে। গায়ের জোরে গুণ্ডামি করে রাজনীতি হয় না, এটাই জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শিক্ষা।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাগরিক ঐক্য আয়োজিত এক যোগদান সভায় মান্না এসব কথা বলেন।

সংস্কার প্রস্তাবনা ও কমিশনের কাজ প্রসঙ্গে তিনি বলেন, আমরা বলেছি, সবার সঙ্গে কথা বলেই সংস্কার প্রস্তাবগুলো করতে হবে। আপনারা প্রস্তাব দেবেন। সবার আলোচনা, ঐকমত্যের ভিত্তিতে সংস্কার প্রস্তাব হবে। আপনি কমিশনের প্রধান নিজের মতো নিজে প্রস্তাব দেবেন, তা হবে না। যেসব বিষয়ে ঐকমত্য হবে না, তা নির্বাচিত সরকারের জন্য রেখে দেওয়া হবে। অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূস নির্বাচন আয়োজন ও সংস্কারের জন্য যৌক্তিক সময়ের বেশি নেবেন না উল্লেখ করে মান্না বলেন, ‘আমরা বিশ্বাস করি, উনি যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে চলে যাবেন। অন্যদের মতো ক্ষমতা আঁকড়ে ধরে রাখবেন না।’ তবে সরকারকে সংস্কার প্রশ্নে যৌক্তিক সময় দিতে হবে জানিয়ে নাগরিক ঐক্যের এই সভাপতি বলেন, ‘এখন বলছি, যে সময়টা লাগবে তা দিতে হবে। আমরা কী জানতাম এত বড় একটা অভ্যুত্থান হবে? পুলিশ সংস্কার ছাড়া কীভাবে নির্বাচন করবেন? নির্বাচন কমিশন সংস্কার মানে কী, পুরো নির্বাচন ব্যবস্থারই সংস্কার! তাই এই সরকারকে সময় দিতে হবে। এই সরকার যদি ব্যর্থ হয়, তাহলে দেশ ব্যর্থ হবে।’ এ সময় তিনি দ্রব্যমূল্য কমানোর আহ্বান জানিয়ে বলেন, ‘জিনিসের দাম কমেনি। এখন কি সিন্ডিকেট আছে? সমন্বয়কেরাও এখন সরকারকে দ্রব্যমূল্য নিয়ে প্রশ্ন করছে। এখনো কেন কমছে না?’

যোগদান অনুষ্ঠানে বরিশাল, যশোর ও পটুয়াখালীর বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ এবং কামরাঙ্গীরচরসহ ঢাকা মহানগরের বিভিন্ন রাজনৈতিক সংগঠক নাগরিক ঐক্যে যোগ দিয়েছেন। যোগদান করা নতুন নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে দলে স্বাগত জানান সভাপতি মাহমুদুর রহমান মান্না।

অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, কেন্দ্রীয় সদস্য জিন্নুর আহমেদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সহিংসতার প্রতীক হিসেবে পতাকা ব্যবহারে নিষেধাজ্ঞা ব্রিটেনের

দোকান থেকে বাড়ি ফিরছিলেন মানিক, পথে কুপিয়ে হত্যা

ডিজিটাল লেনদেনে কমবে দুর্নীতি ও অর্থ পাচার : গভর্নর

বাংলাদেশ হোন্ডায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

করপোরেট অ্যামেচার প্রিমিয়ার লিগে মার্কেন্টাইল ব্যাংকের জয়

বিজনেস ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে সূর্যের হাসি ক্লিনিক

ভাঙ্গায় ৩ দিনের অবরোধ, যান চলাচল স্বাভাবিক

ভারত থেকে ২০০ কোচ কিনছে রেলওয়ে

ল্যাবএইড ক্যানসার হাসপাতালের কাস্টমার অ্যান্ড বিলিং বিভাগে নিয়োগ চলছে

ঝুঁকির মুখে অস্ট্রেলিয়ার ১৫ লাখ মানুষ

১০

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, খোলা হয়েছে ৪৪ জলকপাট

১১

শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন মাহমুদুর রহমান

১২

আফগান বধের পর টাইগারদের তাকিয়ে থাকতে হবে এই ম্যাচের দিকে

১৩

জামায়াত আমিরের সঙ্গে শিল্প মালিক প্রতিনিধিদের সাক্ষাৎ

১৪

এমি অ্যাওয়ার্ডস ২০২৫ / যাদের হাতে উঠল টেলিভিশনের সর্বোচ্চ মর্যাদার পুরস্কার

১৫

কাতারে ইসরায়েলি হামলা নিয়ে প্রতিক্রিয়া জানালেন ট্রাম্প 

১৬

স্ত্রীর পক্ষে নির্বাচনী প্রচার, বাধ্যতামূলক অবসরে ডিআইজি

১৭

রাকসু হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩৯ জন জয়ী

১৮

হংকংকে হারিয়ে সুপার ফোরে চোখ শ্রীলঙ্কার

১৯

বায়ুদূষণের শীর্ষে কায়রো, ঢাকার পরিস্থিতি কী

২০
X