জাতীয়তাবাদী ওলামা দল ঢাকা মহানগর উত্তরের ১০১ সদস্যের এবং দক্ষিণের ৮১ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
ওলামা দলের কেন্দ্রীয় আহ্বায়ক মাওলানা কাজী মো. সেলিম রেজা এবং সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা মোহাম্মদ আবুল হোসেন এই কমিটি অনুমোদন দেন।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে ওলামা দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, উভয় কমিটিকে আগামী তিন মাসের মধ্যে অধীন সব থানা কমিটি গঠন করে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।
এর আগে গত ৫ জুলাই হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম চৌধুরীকে আহ্বায়ক ও হাফেজ মাওলানা মো. সাইফুল ইসলামকে সদস্য সচিব করে ওলামা দল ঢাকা মহানগর উত্তর এবং মাওলানা মো. আলমগীর হোসেন খলিলীকে আহ্বায়ক ও মাওলানা মো. ফারুক হোসাইনকে (রুদ্র) সদস্য সচিব করে মহানগর দক্ষিণের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। উভয় কমিটি ছিল ১১ সদস্যবিশিষ্ট।
জাতীয়তাবাদী ওলামা দল ঢাকা মহানগর উত্তরের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।
জাতীয়তাবাদী ওলামা দল ঢাকা মহানগর দক্ষিণের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।
মন্তব্য করুন