কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪, ১১:২২ পিএম
অনলাইন সংস্করণ

‘জামায়াত বাংলাদেশের রাজনীতিতে ব্যতিক্রমী আন্দোলন ও সংগ্রামের নাম’

রাজধানীর বনানীর কাঁচাবাজার সড়কে এক কর্মী ও সুধী সমাবেশে কথা বলেন জামায়াতে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন। ছবি : কালবেলা
রাজধানীর বনানীর কাঁচাবাজার সড়কে এক কর্মী ও সুধী সমাবেশে কথা বলেন জামায়াতে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন। ছবি : কালবেলা

জামায়াত বাংলাদেশের রাজনীতিতে ব্যতিক্রমী আন্দোলন ও সংগ্রামের নাম বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।

রোববার (০৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনানীর কাঁচাবাজার সড়কে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের গুলশান পশ্চিম থানা আয়োজিত এক কর্মী ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, জামায়াত গণমানুষের কল্যাণ, আদর্শ জাতি গঠন, সুন্দর ও প্রগতিশীল বাংলাদেশ প্রতিষ্ঠা এবং দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্র পরিণত করে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

গুলশান পশ্চিম থানা আমীর মাহমুদুর রহমান আজাদের সভাপতিত্বে ও থানা কর্মপরিষদ সদস্য আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড.মুহাম্মদ রেজাউল করিম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ইয়াসিন আরাফাত, বক্তব্য রাখেন বনানী থানা আমীর মিজানুর রহমান খান, গুলশান পূর্ব থানা আমীর জিল্লুর রহমান প্রমুখ।

সেলিম উদ্দিন বলেন, জামায়াতে ইসলামী কোনো গতানুগতিক রাজনৈতিক দল নয় বরং জামায়াত বাংলাদেশের রাজনীতিতে ব্যতিক্রমী আন্দোলন ও সংগ্রামের নাম। এ জন্যই আমরা ব্যতিক্রম যে, আমরা যে কাজই করি তা আমাদের মনগড়া কোনো কাজ নয়। মূলত আমরা যেসব কাজ করছি সকল ক্ষেত্রে আমরা গাইড লাইন ও দিকনির্দেশনা গ্রহণ করছি পবিত্র কালামে হাকিম ও রাসূল (সা.) সুন্নাহ তথা জীবনাদর্শ থেকে। আল্লাহ রাব্বুল আলামীন পবিত্র কালামে হাকিমের সূরা আল ইমরানের ১০৪ নং আয়াতে ইরশাদ করেছেন, ‘তোমাদের মধ্যে অবশ্যই এমন একটি দল থাকবে; যারা মানুষকে সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজের নিষেধ করবে। আর এরাই হবে প্রকৃত সফলকাম’। জামায়াত আল্লাহ রাব্বুল আলামীনের সেই নির্দেশনা মোতাবেকই দেশকে একটি আদর্শ কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চায়।

তিনি বলেন, জামায়াত আল্লাহ তায়ালার নির্দেশ অনুসারে একটি আদর্শিক রাজনৈতিক দল ও ইসলামী আন্দোলন গড়ে তুলেছে। আর আমাদের উদ্দেশ্য সাময়িক নয়। যেনতেনভাবে ক্ষমতায় যাওয়া বা ক্ষমতায় গিয়ে দেশের মানুষের সম্পদ লুট করে নিজেদের আখের গুছিয়ে রাজনৈতিক প্রতিষ্ঠানকে ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করাও আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য নয়। রাজনীতিকে নিজেদের জীবন- জীবিকার অনুসঙ্গও আমরা মনে করি না বরং গণমানুষের কল্যাণ ও আর্ত-মানবতার মুক্তিই আমাদের রাজনীতির কাঙিক্ষত গন্তব্য। তিনি সেই শান্তির সমাজ বিনির্মাণে সকলকে জামায়াতের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, বাংলাদেশের মানুষ বিগত ৫৩ বছর বিভিন্ন দলকে বাংলাদেশের ক্ষমতায় এনেছে। কিন্তু বাংলাদেশের মানুষ দুর্নীতি, অন্যায়, অবিচার থেকে মুক্তি পায়নি। তিনি মাত্র পাঁচ বছরের জন্য জামায়াতকে ক্ষমতায় আনার আহ্বান জানিয়ে বলেন, জামায়াত যদি ক্ষমতায় আসে বাংলাদেশের সকল দলকে সঙ্গে নিয়ে একটি অংশগ্রহণমূলক জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। জামায়াত নেতা সেলিম উদ্দিন আরও বলেন, বাংলাদেশ থেকে স্বৈরশাসক বিতাড়িত হয়েছে। আর কোনো স্বৈরশাসক, দুর্নীতিবাজ চাঁদাবাজদের বাংলাদেশে কোনো ঠাঁই হবে না।

মহানগরী আমীর বলেন, গোটা দেশেই জামায়াতের বিশাল জনশক্তি রয়েছে। আমরা চাকরি-বাকরি, ব্যবসা-বাণিজ্য করে নিজের পকেট থেকে পার্টিকে চাঁদা দিই। আমরা এটা এয়ানত বলে থাকি। আর সে অর্থ দিয়েই আমাদের সংগঠন চলে। আমরা দল চালাতে বা নিজের ব্যক্তিগত স্বার্থে চাঁদাবাজি, সম্পদ লুণ্ঠন ও দখলবাজি করি না। জামায়াতের কোনো সমর্থক হোটেলে খেয়ে বিল দেয়নি বা কারো কাছে জোর করে টাকা আদায় করেছে এমন একটি নজিরও কেউ দেখাতে পারবে না। মূলত, জামায়াত একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। সকল শ্রেণি-পেশা ও বয়সের মানুষ জামায়াত নামক শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। শিশুসহ বয়সভিত্তিক আমাদের কর্মসূচি রয়েছে। আমরা ব্যক্তির আত্মগঠন ও নৈতিক মূল্যবোধ সৃষ্টিতে নানাবিধ কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি। দেশ ও জাতি গঠনে আমাদের এসব কর্মসূচি আগামী দিনেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তিনি দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রাণান্তকর প্রচেষ্টা চালানোর আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছবিতে প্রথমে কী দেখতে পাচ্ছেন, উত্তরই বলে দেবে কেমন মানুষ

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার খবর কী 

চুরির শাস্তি শীতের রাতে পুকুরে কান ধরে ২০ ডুব

মধ্যপ্রাচ্যে মুসলিম ব্রাদারহুডের তিন শাখায় যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

এবার ইরান ছাড়তে জরুরি সতর্কতা দিল ফ্রান্স ও কানাডা

ইরানের সঙ্গে বাণিজ্যে মার্কিন শুল্ক নিয়ে চীনের প্রতিক্রিয়া

ইরান / বিক্ষোভ চালিয়ে যেতে বললেন ট্রাম্প, পাশে থাকার আশ্বাস

১৪ জানুয়ারি : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে 

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

যে ৫ খাবারের সঙ্গে ভুলেও দুধ খাবেন না

১০

মানবিক ও সাম্যের ভিত্তিতে দেশ গড়বেন তারেক রহমান : মুন্না

১১

রাজধানীতে আজ কোথায় কী

১২

নদীতে ভেসে উঠল কুমির, আতঙ্কে এলাকাবাসী

১৩

এসিআই মটরসে চাকরির সুযোগ

১৪

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘অ্যাডমিশন ফেস্ট, স্প্রিং-০২০২৬’-এর উদ্বোধন

১৫

বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৬

গভীর রাতে উত্তাল খুলনা বিশ্ববিদ্যালয়

১৭

ঘুম থেকে উঠে এই ৫ কাজে দ্রুত কমবে ওজন

১৮

১৪ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৯

হাদি হত্যার বিচার হতেই হবে : মির্জা ফখরুল

২০
X