কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪, ১০:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের দুঃসময়ে তাজউদ্দীন আহমদ হাল ধরেছিলেন : সোহেল তাজ

‘শতাব্দীর কণ্ঠস্বর তাজউদ্দীন আহমদ : কন্যার চোখে, পুত্রের চোখে’ স্মরণানুষ্ঠানে সোহেল তাজ ও অন্যরা। ছবি : কালবেলা
‘শতাব্দীর কণ্ঠস্বর তাজউদ্দীন আহমদ : কন্যার চোখে, পুত্রের চোখে’ স্মরণানুষ্ঠানে সোহেল তাজ ও অন্যরা। ছবি : কালবেলা

বাবাকে নিয়ে সোহেল তাজ বলেন, একাত্তরে আওয়ামী লীগের দুঃসময়ে যেমন তাজউদ্দীন আহমদ হাল ধরেছিলেন, তেমনি পঁচাত্তরের মুজিব হত্যাকাণ্ডের পরেও বেগম জোহরা তাজউদ্দীন দলটির হাল ধরেছিলেন।

আজকের আওয়ামী লীগের প্রতিকূল রাজনীতিতে সোহেল তাজ দলটির হাল ধরবেন কি না সঞ্চালকের এই প্রশ্নে তিনি বলেন, আওয়ামী লীগ যদি তাদের আত্মসমালোচনা করে, অতীতের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে রাজনীতিতে আসেন এবং আমাকে প্রয়োজন মনে করেন তাহলে বিষয়টি অবশ্যই গুরুত্বের সঙ্গে ভেবে দেখা হবে। সঙ্গে সঙ্গে সোহেল তাজ এ কথাও মনে করিয়ে দেন, ন্যায় ও ইনসাফের প্রশ্নে এবং গুড গভর্নেন্সের জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। এই ব্যাপারে তিনি কখনো আপস করবেন না। যেমনটা তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকা অবস্থায় করেননি, পদত্যাগ করে দৃষ্টান্ত তৈরি করেন। শনিবার ( ৯ নভেম্বর) বিকেলে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ‘ঐতিহ্য’ প্রকাশনা আয়োজিত ‘শতাব্দীর কণ্ঠস্বর তাজউদ্দীন আহমদ : কন্যার চোখে, পুত্রের চোখে’ স্মরণানুষ্ঠানে সোহেল তাজ এ কথা বলেন। সোহেল তাজ আরও বলেন, ক্ষমতার প্রতি আমার মোহ নাই, আমাদের পরিবার সবসময় গণমানুষের সেবায় বিশ্বাসী। আমার বাবার একটা গুণাবলী ছিল ভালো জিনিস শেখা, আর সেটা প্রয়োজন হলে শত্রুর কাছ থেকে হলেও শেখা। নীতি ও আদর্শ যাই থাকুক উনি সবার কাছ থেকে ভালো কিছু শেখার চেষ্টা করতেন। তিনি যে মাপের নেতা ছিলেন সেটা আর কারো মধ্যে খুব একটা লক্ষ্য করা যায়নি। তার নেতৃত্বের অনেক গুণাবলি ছিল, তিনি বিচক্ষণ ছিলেন। মানুষকে আপন করে নেওয়া, মানুষের সঙ্গে যোগাযোগের দূরদর্শিতা তার মধ্যে অনেক বেশি ছিল।

বঙ্গবন্ধু গ্রেপ্তার হওয়ার পর তাকে জিজ্ঞেস করা হয়েছিল, সবাই আন্ডারগ্রাউন্ডে চলে গিয়েছিল তুমি কেন যাওনি? তখন তিনি বলেছিলেন আমি পাকিস্তানকে বাঁচানোর জন্যই আন্ডারগ্রাউন্ডে যাইনি।

অনুষ্ঠানের শুরুতেই তাজউদ্দীন আহমদের জীবন ও রাজনীতি নিয়ে লেখা শারমিন আহমদের বহুল আলোচিত ও সমালোচিত ‘তাজউদ্দীন আহমদ : নেতা ও পিতা’ বইয়ের ‘স্টুডেন্ট এডিশন’-এর মোড়ক উন্মোচন করেন শারমিন আহমদ এবং সোহেল তাজ। উপস্থিত ছিলেন ঐতিহ্যের প্রধান নির্বাহী ও স্বত্বাধিকারী আরিফুর রহমান নাইম এবং কথাসাহিত্যিক আহমাদ মোস্তফা কামাল।

স্মৃতিচারণায় কন্যা ও পুত্রের আবেগঘন কথায় উঠে আসে পিতা, নেতা ও ব্যক্তি হিসেবে তাজউদ্দীন আহমদ কেমন ছিলেন, সে সবের অনেক অজানা দিক।

শারমিন আহমদ বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের প্রাক্কালে তাজউদ্দীন আহমদ কত গুরুত্বপূর্ণ ছিলেন তা উপলব্ধি করা যায় শত্রুপক্ষ পাকিস্তানের নেতৃপর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব ও লেখকদের বক্তৃতা ও লেখায়। তারা স্পষ্টভাবে বলেছেন, পাকিস্তান ভেঙে স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়ের অন্যতম নেপথ্য কারিগর তাজউদ্দীন আহমদ। আমরা মুজিবকে নিয়ে চিন্তিত না, আমাদের চিন্তা তাজউদ্দীনকে নিয়ে। শত্রুপক্ষের এইরকম স্বীকৃতি থেকেই দেশপ্রেমিক ও নিষ্ঠাবান তাজউদ্দীন আহমদের গুরুত্ব বোঝা যায়।

এ ছাড়াও জাতির কাছে প্রশ্ন রেখে তাজউদ্দীন কন্যা শারমিন আহমদ বলেন, আমার বাবা তাজউদ্দীন আহমদকে স্বাধীনতা আন্দোলনের নির্দেশনার বিষয়ে বঙ্গবন্ধু মানা করলেন, তবে তিনি কোথায় স্বাধীনতার ঘোষণা দিলেন? ২৫ মার্চ যখন ইয়াহিয়ার সঙ্গে বঙ্গবন্ধু আলোচনা করছিলেন, তখন আম্মা জিজ্ঞেস করছিল দেশের পরিস্থিতি কী হবে? তখন আব্বা বলেছিলেন আমরা আন্ডারগ্রাউন্ডে চলে যাব এবং স্বাধীনতার ঘোষণা দিব। সবাই বঙ্গবন্ধুর উপর ভর করে আছে, কিন্তু স্বাধীনতার ঘোষণা তিনি দিলেন না। স্বাধীনতার ভাগিদারও তিনি একা না। সর্বত্রই এটিকে এক ব্যক্তির যুদ্ধ হিসেবে দেখানো হয়েছে। বিগত আমলেও বারবার প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছে মুক্তিযুদ্ধ যেন একটা দলের, একটা পরিবারের বিষয় শুধু। অথচ মুক্তিযুদ্ধ ছিল একটা জনযুদ্ধ। কিন্তু জনযুদ্ধের প্রকৃত ইতিহাস যেনো নিগৃহীত হয়ে আসছিল দিনের পর দিন। আজ সময় এসেছে, জনযুদ্ধের ইতিহাস নতুন করে লেখার, বলার এবং চর্চার। এই জনযুদ্ধে স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায়ের সকল শ্রেণিপেশার মানুষের সংগ্রামকে, তাদের ত্যাগ-তিতিক্ষাকে তুলে ধরার দাবি করেন শারমিন আহমদ। পাঠ্যপুস্তকে স্বাধীনতার ইতিহাস নতুন করে অন্তর্ভুক্তির কথাও বলেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্যারা যুব এশিয়ান গেমসে চৈতি ও শহিদউল্লাহর স্বর্ণ জয়

সীমান্তে বিশেষ সতর্কতা

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, বেরিয়ে এলো আসল ঘটনা

ফ্রান্সে নিয়ে জানলেন স্ত্রী অন্যের

রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ

আজ শহীদ বুদ্ধিজীবী দিবস

শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

বিরল রোগ ফুসফুসে পাথর

গুপ্ত হত্যায় নেমেছে পতিত ফ্যাসিস্ট ও আধিপত্যবাদী শক্তি : হেফাজতে ইসলাম

শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় তারেক রহমানের শোক

১০

অবিলম্বে অবৈধ ও লুট করা অস্ত্র উদ্ধারের আহ্বান বিপিপির

১১

ময়মনসিংহে হেলে পড়েছে ৫ তলা ভবন

১২

শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ প্রধান উপদেষ্টার

১৩

ইস্টার্ন ইউনিভার্সিটিতে ইসলামিক ফাইন্যান্স, ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিষয়ক গোল টেবিল বৈঠক

১৪

বিদেশগামী বাংলাদেশিদের জন্য ‘বিশেষ সতর্কবার্তা’

১৫

ঢাকা–আরিচা মহাসড়কে বাসে আগুন

১৬

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান

১৭

হাদিকে বারবার সাবধানে থাকার অনুরোধ করেন সাদ্দাম

১৮

স্বর্ণের দামে বড় লাফ, রোববার থেকে কার্যকর

১৯

ইনজুরির দুঃসংবাদে জর্জরিত রিয়াল, অনুপস্থিত থাকতে পারেন এমবাপ্পেসহ ১২ জন

২০
X