

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব ও শরীয়তপুর-৩ (ডামুড্যা-গোসাইরহাট-ভেদরগঞ্জ) আসনে দলের মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর ধানের শীষ প্রতীকের প্রতি সমর্থন জানিয়েছেন প্রায় তিন শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মী।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় গোসাইরহাট উপজেলার নলমুড়ি ইউনিয়নের হাঁটুরিয়া বাজারে অনুষ্ঠিত এক বৈঠকে নলমুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজহার হোসেন সরদারের নেতৃত্বে নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে অপুর প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেন।
সমর্থন প্রকাশকালে নলমুড়ি ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা বলেন, আমরা মানুষ ও এলাকার কল্যাণকামী রাজনৈতিক নেতার পাশে থাকব। নুরুদ্দিন আহাম্মেদ অপু আমাদের প্রত্যাশা অনুযায়ী একটি উন্নত, শান্তিপূর্ণ ও মানুষকেন্দ্রিক রাজনীতি করবেন। একজন সৎ ও সচেতন নেতা হিসেবে তিনি জনগণের আশা পূরণে নিরলসভাবে কাজ করবেন।
মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, ক্ষমতার লড়াই নয়, মানুষের অধিকার ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করাই আমার রাজনীতির মূল লক্ষ্য। সবাইকে সঙ্গে নিয়ে একটি অহিংস, শান্তিপূর্ণ ও উন্নত শরীয়তপুর গড়তে চাই। এই ঐক্যের মধ্য দিয়ে আমরা জনগণের আশা পূরণে আরও দৃঢ়ভাবে কাজ করতে পারব।
তিনি আরও বলেন, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নয়, সাধারণ মানুষের কল্যাণ ও শান্তি প্রতিষ্ঠা আমার রাজনীতির কেন্দ্রীয় উদ্দেশ্য। এই ঐক্য শরীয়তপুর-৩ আসনের জনগণের আশা পূরণে নতুন দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।
সমর্থন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নলমুড়ি ইউনিয়ন আ.লীগের সভাপতি আ. রহমান মুন্সি, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি রহমান গাজী, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, সাবেক ছাত্রলীগ সভাপতি হুমায়ুন আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ছালাম উকিল, বাবুল হাওলাদার, প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম এবং সকল ইউপি সদস্য। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রায় তিন শতাধিক নেতাকর্মী।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শরীয়তপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক টি আই এম মহিতুল গনী মিন্টু সরদার, উপজেলা বিএনপির আহ্বায়ক কে এম সিদ্দিক আহমেদ, আহ্বায়ক কমিটি সদস্য তারিক আজিজ মোবারক ঢালী, এবং পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলাউদ্দিন সরদারসহ অন্যান্য নেতারা।
মন্তব্য করুন