কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪, ১১:৩৬ পিএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ১১:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনবে বিএনপি : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার বিষয়ে গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, রাজনৈতিক মুক্তির জন্য জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এজন্য স্বাধীন ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে। আর বিএনপি যে কোনো মূল্যে দেশে ভোটাধিকার ফিরিয়ে আনবে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট (ডিইআইবি) মিলনায়তনে বিএনপি আয়োজিত এক কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি তার নিজের নামের আগে ‘দেশনায়ক’ ও ‘রাষ্ট্রনায়ক’ উপাধি ব্যবহার না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়ে বলেন, আমার নামের আগে দেশনায়ক ও রাষ্ট্রনায়ক সম্বোধন করবেন না। এ বিষয়ে বিএনপি নেতাকর্মীদের সতর্কতা অবলম্বন করতে হবে।

দেশে কোথাও একটা ষড়যন্ত্র চলছে’ উল্লেখ করে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘জনগণকে এ বিষয়টি সম্পর্কে সচেতন করতে হবে। তাদের সঙ্গে থেকেই তাদেরকে এ বিষয়ে সতর্ক করতে বিএনপি নেতা-কর্মীদের কাজ করতে হবে। এজন্য জনগণকে সব সময় সঙ্গে রাখতে দলের নেতা-কর্মীদের উদাত্ত আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, আওয়ামী লীগের জবাবদিহি না থাকায় তারা স্বৈরাচারী হয়ে উঠেছিল। বিএনপি জনগণের জন্য রাজনীতি করে বিধায় ‘নির্বাচনের জবাবদিহি এবং নির্বাচিত প্রতিনিধির জবাবদিহি নিশ্চিত করাই হবে তাদের (বিএনপি) মূল কাজ।

তিনি আরও বলেন, রাজনীতি রুগ্ন হলে অর্থনীতিরও একই অবস্থা হয়। রাজনীতি ও অর্থনীতির এ অবস্থা হলে স্বাস্থ্য, শিক্ষা এবং নিরাপত্তা সব ব্যবস্থাই রুগ্নতায় রূপ নেবে। তাই জবাবদিহি নিশ্চিত করতে হবে জনপ্রতিনিধিদের মধ্যে।

এ সময় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, বিএনপি’র ৩১ দফার বাইরে ভালো কোনো প্রস্তাব পেলে তা গ্রহণ করা হবে। ক্ষমতায় গেলে তা নিয়ে কাজও করা হবে।

দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, উঠান বৈঠক সংস্কৃতি ফিরয়ে এনে ৩১ দফা সংস্কার প্রস্তাব সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এর ফলে দেশের সংস্কার করাও সম্ভব হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালকে হারিয়ে জয়ের পথে ফিরল বাংলাদেশের মেয়েরা

ফ্যামিলি মেডিসিনের পথপ্রদর্শক প্রাভা হেলথের ৮ বছর পূর্তি উদযাপন

কক্সবাজারে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আইনজীবীসহ নিহত ২

কেজিএফ নয়, আয়ের রেকর্ড তৈরি করেছিল অন্য এক সিনেমা

ভ্রান্ত তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করবেন না : ধর্ম উপদেষ্টা

এবার নিজ জেলায় ফজলুর রহমানকে অবাঞ্ছিত ঘোষণা

চাকসুর তফসিল ঘোষণার সময় জানাল প্রশাসন

ফজলুর রহমানকে নিয়ে ৯৭ সংগঠনের যৌথ বিবৃতি

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া বিপ্লব হবে অপূর্ণ : ডা. তাহের

স্মরণসভায় সাংবাদিকরা / গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে কোনো আপস করেননি আবদুস শহিদ

১০

পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর

১১

নেইমারের জন্য আবার দুঃসংবাদ

১২

পাচারের সময় সীমান্তে অস্ত্র উদ্ধার

১৩

যেভাবে বুঝবেন আপনার শরীরে কোলেস্টেরল বাড়ছে

১৪

‘রিট করার মাধ্যমে ডাকসু নির্বাচনকে বানচালের পাঁয়তারা চালাচ্ছে শিবির’

১৫

কুমিল্লায় একই পরিবারের চারজন নিহতের ঘটনায় সেই বাসটি জব্দ

১৬

অভিনেত্রীর বাড়ি থেকে কোটি টাকার গহনা উধাও

১৭

বাংলাদেশের এলডিসি উত্তরণে আরও সময় প্রয়োজন : ডিসিসিআই সভাপতি

১৮

‘অলৌকিকভাবে’ ঘরবাড়িতে ধরছে আগুন, আতঙ্কে গ্রামবাসী

১৯

দুবাইয়ে ওমান প্রবাসীর হাতে বাংলাদেশি যুবক খুন

২০
X