কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪, ০৯:১৩ পিএম
অনলাইন সংস্করণ

কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে : নাছির উদ্দীন 

জাতীয়তাবাদী ছাত্রদলের জনসংযোগ। ছবি : কালবেলা
জাতীয়তাবাদী ছাত্রদলের জনসংযোগ। ছবি : কালবেলা

জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, খুনি আওয়ামী লীগ সরকার কওমি সনদকে স্বীকৃতি দিলেও কওমি সনদের কার্যকারিতা নেই। কওমি শিক্ষক-শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি সনদের স্বীকৃতির কার্যকারিতা এখনো বাস্তবে দেখা যায় না। অর্থাৎ এই সনদধারী কেউ এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো সরকারি চাকরিতে সুযোগ পাননি। কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে।

শনিবার (২৩ নভেম্বর) দেশের কওমি শিক্ষা বোর্ডের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান শিবচরের জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসায় শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

সেখানে মাদ্রাসা শিক্ষার্থীদের উদ্দেশে নাছির উদ্দীন নাছির বলেন, আলেম-ওলামাদের সবচেয়ে সম্মান দিয়েছে জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপির সঙ্গে আলেম সমাজের ঐতিহাসিক সুসম্পর্ক রয়েছে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা শাপলা চত্বরে আলেমদের হত্যা করেছে। তখন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এর প্রতিবাদ জানিয়েছিল।

তিনি বলেন, বেগম জিয়া একাধিকবার আলেম-ওলামাদের হত্যা এবং হয়রানির প্রতিবাদ জানিয়েছিল। বিএনপি ক্ষমতায় এলে মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকে আরও এগিয়ে নিয়ে যাবে। সবখানে গুরুত্ব দেওয়া হবে মাদ্রাসা শিক্ষার্থীদের। এ ছাড়া দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য মাদ্রাসা শিক্ষার্থী এবং আলেম-ওলামার কাছে দোয়া চান তিনি।

এর আগে সকালে মাদারীপুরের শিবচর উপজেলার শিবচর বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফার বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে জনসংযোগ করেন।

জনসংযোগকালে তিনি বলেন, মানুষজনের সবচেয়ে বড় অভিযোগ দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি। মানুষের সবচেয়ে কষ্ট হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে। অনেক ব্যবসায়ী ফ্যাসিবাদের দোসর ছিল। তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলার জন্য দ্রব্যমূল্যেরর ঊর্ধ্বগতিকে চড়াও করছে। আমাদের দল বর্তমান সরকারকে সহযোগিতা করছে। তবে এসবের সমাধান করতে পারে একটি নির্বাচিত জনগণের সরকার।

এ ছাড়া তিনি বলেন, আমরা এ সরকারকে উদাত্ত আহ্বান জানাব একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য। যে ধরনের পরিবেশ তৈরি করতে হয় সেটুকু সংস্কার করে সুষ্ঠু নির্বাচন কাঠামো গঠন করে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করবে বলে আমরা প্রত্যাশা করছি।

সরকারের আইনশৃঙ্খলা বাহিনী, বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট প্রশাসনকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমাতে বাজার মনিটরিং করার অনুরোধ জানিয়ে ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, খুনি হাসিনার দোসর ব্যবসায়ী যারা বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে তাদের ধরে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।

নাছির উদ্দীন নাছির জানান, গত সাড়ে ১৫ বছর যারা খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছে, জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন, ১৪-এর গণতান্ত্রিক আন্দোলন, ১৮-এর আন্দোলন, ২৪-এর ডামি নির্বাচনের আগের আন্দোলনসহ সবে আন্দোলনে ভূমিকা রেখে শিক্ষার্থীদের জন্য কাজ করেছে এবং ভবিষ্যতে কাজ করার সক্ষমতা রয়েছে তাদেরই ছাত্রদলের সাংগঠনিক কাঠামোতে অন্তর্ভুক্ত করা হবে। কোনো অনুপ্রবেশকারী এবং খুনি সংগঠন ছাত্রলীগের কেউ ছাত্রদলে স্থান পাবে না।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ধানের শীষের ছবি সংযুক্ত শুভেচ্ছা স্মারক উপহার দেন তিনি। তখন সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের মতামত প্রদান করার আহ্বান জানান। তিনি বলেন, প্রয়োজনে আমাদের বিরুদ্ধে মতামত দেন তাও নিজেদের মতপ্রকাশের স্বাধীনতা প্রকাশ করুন।

জনসংযোগকালে উপস্থিত ছিলেন ছাত্রদলের সহ-সভাপতি সোহেল রানা, সহ-সামাজিক যোগাযোগ ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক মোস্তাছিম বিল্লাহ অপু, মাদারীপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান জাকির, সদস্য সচিব কামরুল হাসান এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাপলা প্রতীক না পাওয়ার প্রশ্নে যা বললেন সারজিস আলম

দুই গোলে এগিয়ে থেকেও জাপানের কাছে ব্রাজিলের হার

ভারত থেকে উদ্ধার দুই বাংলাদেশি তরুণী

শিক্ষা উপদেষ্টাকে আইনি নোটিশ

বরিশাল সদর উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা

সরিয়ে দেওয়া হলো শিক্ষার ডিজিকে 

ভিকারুননিসার ছাত্রীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

গাজাকে নতুন করে নির্মাণ নিয়ে কী বলছেন ট্রাম্প

সিজেএফবি বিশেষ সম্মাননা পাচ্ছেন  / বেবী নাজনীন, পূর্ণিমা এবং কাজী জেসিন

শিশুশ্রম নিরসনে জনসচেতনতা সৃষ্টিতে গণমাধ্যমকে এগিয়ে আসতে হবে

১০

টিকটক বানাতে গিয়ে প্রাণ গেল হৃদয়ের

১১

সেপ্টেম্বরে সড়কে ঝড়ল ৫০২ প্রাণ

১২

ধবলধোলাই এড়ানোর ম্যাচে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে চার পরিবর্তন

১৩

ট্রেনে টিকিট ছাড়া ভ্রমণ  / সাত দিনে জরিমানাসহ ১৭ লাখ টাকা আদায় 

১৪

ভারতে বিশাল বিনিয়োগের পথে গুগল

১৫

বিদেশি কর্মী নিয়োগে যে সুবিধা দেবে মালয়েশিয়া

১৬

টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

১৭

আরও ৩৮ মিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

১৮

অন্তঃসত্ত্বা শ্রমিকের মৃত্যুতে ৩ কারখানায় অসন্তোষ

১৯

ইতালির প্রধানমন্ত্রীকে ধূমপান ছাড়তে বললেন এরদোয়ান, অতঃপর...

২০
X