কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৩১ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমান ১৭ বছর জনগণকে নিয়ে আন্দোলন করেছেন : আজাদ

বিজয় মেলা উদ্বোধনকালে নজরুল ইসলাম আজাদ। ছবি : কালবেলা
বিজয় মেলা উদ্বোধনকালে নজরুল ইসলাম আজাদ। ছবি : কালবেলা

একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বীরমুক্তিযোদ্ধা এবং বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিএনপির ঢাকা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, একাত্তরে স্বাধীনতা অর্জন করলেও আমরা সেটি ২০০৭ সালে হারিয়ে ফেলি। স্বৈরাচার মঈনউদ্দিন-ফখরুদ্দিন সরকার সম্ভাবনাময় বাংলাদেশের ১৭টি বছর কেড়ে নিয়েছে। তবে এই ১৭ বছরে কিন্তু বিএনপি থেমে ছিল না। এ দেশের জনগণও থেমে ছিল না। জনগণকে সঙ্গে নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আন্দোলন করেছেন।

সোমবার (১৬ ডিসেম্বর) নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা প্রশাসন আয়োজিত বিজয় মেলায় উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী মেম্বার, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, শিল্পপতি রাকিবুল ইসলাম রাকিবসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া উপজেলা বিএনপির উদ্যোগে একটি বিজয় র‌্যালিতে নেতৃত্ব দেন নজরুল ইসলাম আজাদ।

নজরুল ইসলাম আজাদ বলেন, লাখো মানুষের শহীদের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। যেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। যে স্বাধীনতা যুদ্ধে সর্বোচ্চ ভূমিকা রেখেছিলেন তিনি। ১৯৭১ সালে আমরা স্বাধীনতা পেয়েছি। ওই সময় কারা রাজাকারের ভূমিকায় ছিল সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক আন্দোলনের ফলে আমরা নতুন করে বাংলাদেশের স্বাধীনতা পেয়েছি। এই অভিনব স্বাধীনতা কিন্তু তারেক রহমানের নেতৃত্বেই সম্পন্ন হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি তারেক রহমানের নেতৃত্বেই আন্দোলন সংগ্রামের মাধ্যমেই বাংলার মানুষ নতুন বাংলাদেশ পেয়েছে। আর উল্লাসিতভাবে বিজয় দিবস উদযাপন করতে পারছি।

তিনি আরও বলেন, তাদের (মুক্তিযোদ্ধা) অক্লান্ত পরিশ্রম এ দেশের স্বাধীনতাকে এগিয়ে নিতে সর্বোচ্চ ভূমিকা রেখেছে। অনেকেই পা হারিয়েছেন, অনেকেই পরিবার হারিয়েছেন কিন্তু দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে পিছপা হননি। হানাদার বাহিনীর সঙ্গে যুদ্ধ করেছিলেন। যার বিনিময়ে বাংলার জনগণ পেয়েছিল স্বাধীন বাংলাদেশ। এই স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। যা আমরা বিগত বছরে দেখেছি। নতুনভাবে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগেও কিন্তু অনেক বিএনপিসহ দেশের ছাত্রজনতা অনেকেই প্রাণ হারিয়েছেন। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বের বিনিময়ে এই স্বাধীনতা পেয়েছি। আমাদের যে কোনো মূল্যে ঐক্যবদ্ধভাবে স্বাধীনতাকে রক্ষা করতে হবে। যাতে কোনো হায়েনা আবারও থাবা দিতে না পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৮ লাখ টাকা রেটে চুক্তি, প্রশ্নফাঁস চক্রের হোতাসহ আটক ১৮ 

বিক্ষোভে উত্তাল ইরানে নিহত অর্ধশতাধিক

গাজীপুরে তিতাসের গ্যাস লিকেজ, ৩০০ ফুট এলাকাজুড়ে আগুন

ভেনেজুয়েলা থেকে আসা তেলবাহী জাহাজ আটক করল যুক্তরাষ্ট্র

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

খালেদা জিয়ার মতো নেত্রী এ দেশে আর আসবেন না : শামা ওবায়েদ

যুবদল নেতাকে বহিষ্কার

সংকটকালে রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ শক্তির প্রয়োজন : রবিউল

আমি খালেদা জিয়ার একজন ভক্ত : উপদেষ্টা আসিফ নজরুল

১০

চায়ের দোকানের জন্য বিএনপি নেতাকে হত্যা করে ‘শুটার মিশুক’!

১১

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপির সংঘর্ষ

১২

পাবনা-১ ও ২ আসনের ভোট স্থগিতের সংবাদ সঠিক নয় : ইসি

১৩

কিশোরগঞ্জে আবাসিক হোটেলের লিফটে বরসহ আটকা ১০, ফায়ার সার্ভিসের উদ্ধার

১৪

বিএনপি ও জামায়াত সমর্থিত নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ!

১৫

শরীয়তপুরে বিভিন্ন দল থেকে তিন শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১৬

নুরকে বহিষ্কারের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল

১৭

পরীক্ষার্থীর কান থেকে বের করা হলো ইলেকট্রনিক ডিভাইস, আটক ৫১

১৮

যে কারণে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

১৯

১২০ বছর বয়সি বৃদ্ধার সঙ্গে নুরুদ্দিন আহাম্মেদ অপুর কুশল বিনিময়

২০
X