কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫, ১২:০১ এএম
অনলাইন সংস্করণ

সরকার আন্তরিক হলে মানুষের অধিকার প্রতিষ্ঠা সম্ভব : বুলবুল

রাজধানীর জুরাইনে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র ও বই উপহার দেয় জামায়াতে ইসলামী। ছবি : কালবেলা
রাজধানীর জুরাইনে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র ও বই উপহার দেয় জামায়াতে ইসলামী। ছবি : কালবেলা

আজকের শিশুরা আগামী দিনে দেশ ও জাতির কর্ণধার উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, এই শিশুদের আওয়ামী ফ্যাসিবাদী সরকার বিপদগামীর পথে ঠেলে দিয়েছিল। পথশিশুদের হাতে বই-কলম তুলে না দিয়ে তাদেরকে দিয়ে আওয়ামী লীগের নেতারা মাদক বিক্রি ও সেবন করিয়েছে। জামায়াতে ইসলামী পথশিশুদের জন্য ঢাকা শহরে বস্তিভিত্তিক স্কুল প্রতিষ্ঠা করে তাদেরকে শিক্ষার আলোয় আলোকিত করার কাজ করছে।

সোমবার (২৭ জানুয়ারি) সকালে রাজধানীর জুরাইন এলাকায় জামায়াতে ইসলামীর পরিচালিত ৫টি বস্তিভিত্তিক স্কুলের সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র উপহার ও বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, কোনো জনপদের শিশুদের অবহেলা করা যাবে না। মনে রাখতে হবে, কয়লা পুড়িয়ে সোনা তৈরি হয়। তাই সব ধর্ম-বর্ণ, জাতি-গোষ্ঠীর শিশুদের সমান অধিকার দিয়ে আগামী দিনে দেশ ও জাতির কর্ণধার হিসেবে তাদেরকে তৈরি করতে হবে।

মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, সরকার আন্তরিক হলে মানুষের সব অধিকার প্রতিষ্ঠা সম্ভব। ইবতেদায়ী শিক্ষকদের ওপর হামলার নিন্দা জানিয়ে তিনি ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে বলেন, দীর্ঘ ৪০ বছর ধরে ইবতেদায়ী শিক্ষকরা রাষ্ট্র কর্তৃক বৈষম্যের শিকার। বর্তমানে ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষককে বেতনের নামে সরকার ৩ হাজার ৫ টাকা ভিক্ষা দিচ্ছে। একজন সহকারী শিক্ষককে ৩ হাজার ২০০ টাকা দেওয়া হয়। সরকারের কাছে প্রশ্ন, এই টাকায় একটি পরিবার নয়, একজন ব্যক্তি চলতে পারে কিনা বিবেচনা করুন। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা যত সুযোগ-সুবিধা পায়, ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের একই সুযোগ-সুবিধার ব্যবস্থা করুন।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির বলেন, বিগত বছরগুলোতে জামায়াতে ইসলামীকে উন্মুক্ত পরিবেশে সমাজ সেবা করতে দেওয়া হয়নি। তবুও জামায়াতে ইসলামী সমাজ সেবা থেকে একদিনের জন্যও বিরত ছিল না। কেন আমাদেরকে মানুষের কাছে আসতে দেওয়া হয়নি, কেন আমরা সমাজ সেবা করতে গিয়ে হামলা-মামলা আর জেল-জুলুমের শিকার হতে হয়েছে? তার একমাত্র কারণ জামায়াতে ইসলামী সমাজের মানুষের কাছে যেতে পারলে আলোকিত সমাজ ও আলোকিত মানুষ গড়ে তুলবে। আর আলোকিত সমাজ ও আলোকিত মানুষ তৈরি হলে আওয়ামী লীগ এদেশের মানুষকে শোষণ করতে পারবে না, ভারতের আধিপত্য বিস্তারের সুযোগ থাকবে না। জামায়াতে ইসলামীর স্লোগান হচ্ছে, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আমরা বাংলাদেশে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য সৎ ও দক্ষ নেতৃত্ব সৃষ্টির কাজ করছি। জনগণ জামায়াতে ইসলামীকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দিলে, আমরা ইসলামী সমাজ ব্যবস্থার মাধ্যমে সমাজ থেকে সকল বৈষম্য দূর করে একটি কল্যাণ ও মানবিক রাষ্ট্র গঠন করতে প্রস্তুত।

ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদের সদস্য শাহীন আহমেদ খানের পরিচালনায় শীতবস্ত্র উপহার প্রদান ও বই উৎসব অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শ্যামপুর-কদমতলী জোন পরিচালক জয়নাল আবেদীন, কদমতলী দক্ষিণ থানা আমির ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, শ্যামপুর-যাত্রাবাড়ী থানা আমির মাওলানা জাকির হোসেন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

 গাজায় দুর্ভিক্ষ হচ্ছে কিনা, জানালেন জাতিসংঘ মহাসচিব

কেন্দ্র দখল করলেই ভোট বাতিল : সিইসি

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৬ নেতার পদত্যাগ

সিপিএলে সাকিবের ব্যর্থতা চলছেই, দল হারল ৮৩ রানে

কটাক্ষের শিকার আলিয়া

ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বেন গুরিয়নের ফ্লাইট স্থগিত

ওজন কমাতে চা

‘কাউকে দোষারোপ করছি না’, বিভুরঞ্জনকে নিয়ে ছেলে ও ভাই

আজ ঢাকার বাতাসে দূষণের পরিমাণ কত?

রাজধানীতে ট্রেনের বগি লাইনচ্যুত

১০

সেরা অধিনায়ক কে? অপ্রত্যাশিত নাম বলে চমকে দিলেন দ্রাবিড়

১১

মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরেক শিক্ষার্থীর মৃত্যু

১২

শাহরুখের ওপর বিরক্ত বোমান ইরানি

১৩

জেনে নিন আজকের স্বর্ণের বাজারদর

১৪

প্রীতি ম্যাচ খেলতে কবে ভারত আসছে মেসির আর্জেন্টিনা জানাল এএফএ

১৫

নতুন করে মহাবিপদে পড়তে যাচ্ছে ইরান

১৬

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

১৭

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

১৮

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারে দগ্ধ ৯

১৯

২৩ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২০
X