কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৯ পিএম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

গণঅভ্যুত্থান কোনো একক সংগঠনের কৃতিত্ব নয় : শরীফউদ্দিন জুয়েল

রামপুরা থানার অন্তর্গত ২৩নং ওয়ার্ড যুবদলের কর্মিসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শরীফ উদ্দিন জুয়েল। ছবি : কালবেলা
রামপুরা থানার অন্তর্গত ২৩নং ওয়ার্ড যুবদলের কর্মিসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শরীফ উদ্দিন জুয়েল। ছবি : কালবেলা

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান কোনো একক সংগঠনের কৃতিত্ব নয় বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের আহবায়ক শরীফ উদ্দিন জুয়েল। তিনি বলেছেন, এ অভ্যুত্থান বাংলাদেশের আপামর জনগণের অংশগ্রহণের মাধ্যমে সফল হয়েছে।

রোববার (০৯ ফেব্রুয়ারি) রাজধানীর রামপুরা থানার অন্তর্গত ২৩নং ওয়ার্ড যুবদলের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে জুয়েল এ কথা বলেন।

ঢাকা মহানগর উত্তর যুবদলের এই আহবায়ক বলেন, বিগত ১৭ বছর ধরে বাংলাদেশের মুক্তিকামী জনতা ফ্যাসিস্ট মাফিয়া হাসিনা সরকারে বিরুদ্ধে আন্দোলন চালিয়ে গেছে এবং অবশেষে গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। এই আন্দোলনের রূপকার এবং মাস্টারমাইন্ড একমাত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

জুয়েল বলেন, একটি স্বার্থান্বেষী মহল আমাদের জাতীয় ঐক্য বিনষ্ট করার চেষ্টা করছে; তাদের সফল হতে দেওয়া হবে না। অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, আমরা আপনাদের এখন পর্যন্ত সমর্থন দিয়ে যাচ্ছি। আপনারা জনগণের ভোটাধিকার নিশ্চিত করার মাধ্যমে একটা সফল ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করেন।

শরীফ উদ্দিন জুয়েল বলেন, বাংলাদেশের মালিক এই দেশের জনগণ। সুতরাং জনগণই ঠিক করবে তাদের প্রতিনিধি কারা হবে এবং একমাত্র জনগণের ভোটাধিকারের মাধ্যমেই এটা সম্ভব। আর জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরাই জনগণের জন্য প্রয়োজনীয় সংস্কার করার অধিকার রাখে। তিনি অন্তর্বর্তী সরকারকে অতিদ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার আহবান জানান।

তিনি বলেন, যুবদলে হাইব্রিড ও অনুপ্রবেশকারীদের আশ্রয়-প্রশ্রয় নেই, কখনো দেওয়াও হবে না। যারা আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, রাজপথে ছিল, হামলা-মামলার শিকার হয়েছে, সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারাই যুবদলের প্রকৃত কর্মী; একমাত্র তারাই ভবিষ্যতে যুবদলের নেতৃত্বে আসার যোগ্যতা রাখবে। তিনি বলেন, আন্দোলনের সময় যারা নেতৃত্বে ছিল, তারা চাঁদাবাজি-দখলবাজিতে জড়িত না। যারা ঘাপটি মেরে ছিল, যারা আওয়ামী লীগের সাথে সমঝোতা করে চলেছে, তারাই চাঁদাবাজি-দখলবাজিতে জড়িত।

কর্মিসভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা নিয়ে বিশদ আলোচনা করেন এই যুবদল নেতা। তিনি যুবদলের নেতাকর্মীদের জনগণের পাশে থেকে জনকল্যাণমুখী কাজে অংশগ্রহণ করার নির্দেশনা প্রদান করেন। সেই সাথে তিনি হুঁশিয়ার করে দিয়ে বলেন, যাদের কারণে জনদুর্ভোগ এর সৃষ্টি হয় কিংবা জনগণের আস্থা বিনষ্ট হবে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে; সে যত ত্যাগী নেতাই হোক।

২৩ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক রতন মিয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব নাঈম ইসলাম নানুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্রঋণবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি এম এ কাইয়ুম। এ ছাড়া আরও বক্তব্য রাখেন-ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহবায়ক তসলিম আহসান মাসুম, আবুল হাসান টিটু, তানভীর আহমেদ ইকরাম, শামীম আহমেদ, শামীম আহমদ ও জুলহাস আহমেদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটকে এই চর্চাটা খুব কম হয় : সজীব

বিকাশ ব্যবসায়ীর গলায় ছুরি ধরে টাকা ছিনতাই, আটক ৩

‘এনসিপি কোনো এক ব্যক্তির নিয়ন্ত্রণাধীন দল নয়’

ভৈরবে ইউপি চেয়ারম্যান রিপন গ্রেপ্তার

ভবনসহ সেই সম্পত্তি দখলের ঘটনায় গ্রেপ্তার ৪১ 

আদালতের ঘোষণায় যে প্রতিক্রিয়া জানালেন ইশরাক

ঢাকাসহ ৪ শহরে ‘স্বাধীনতা কনসার্ট’ করবে বিএনপি 

 ঐকমত্য কমিশনে প্রস্তাব জমা দিল ১২ দলীয় জোট

ঈদের ছুটিতে বাড়ি ফেরা হলো না বাবা-মেয়ের

পারিবারিক কলহ, দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ফাঁস নিলেন স্বামী

১০

হরিণের ৫০ কেজি মাংস উদ্ধার, নৌকা ফেলে পালাল শিকারিরা

১১

ইশরাককে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা

১২

আরএফএল গ্রুপে চাকরি, পাবেন গাড়িসহ অন্যান্য সুবিধা

১৩

নববর্ষ উপলক্ষে জবিতে হবে বৈশাখী মেলা

১৪

যুক্তরাষ্ট্রের কাছ থেকে সুদে আসলে সব আদায় করছে রাশিয়া

১৫

‘চাঁনখারপুলে গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে’

১৬

ঈদ রাঙাতে এলো ‘ঈদ আনন্দ’ 

১৭

টিপু আলমের গল্পে ঈদের নাটক ‘লন্ডনী জামাই’

১৮

জেলেশূন্য মেঘনার অভয়াশ্রম

১৯

তিন দিনে বিটিভিতে গাইবে ১৩ ব্যান্ড

২০
X