কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৯ পিএম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

গণঅভ্যুত্থান কোনো একক সংগঠনের কৃতিত্ব নয় : শরীফউদ্দিন জুয়েল

রামপুরা থানার অন্তর্গত ২৩নং ওয়ার্ড যুবদলের কর্মিসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শরীফ উদ্দিন জুয়েল। ছবি : কালবেলা
রামপুরা থানার অন্তর্গত ২৩নং ওয়ার্ড যুবদলের কর্মিসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শরীফ উদ্দিন জুয়েল। ছবি : কালবেলা

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান কোনো একক সংগঠনের কৃতিত্ব নয় বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের আহবায়ক শরীফ উদ্দিন জুয়েল। তিনি বলেছেন, এ অভ্যুত্থান বাংলাদেশের আপামর জনগণের অংশগ্রহণের মাধ্যমে সফল হয়েছে।

রোববার (০৯ ফেব্রুয়ারি) রাজধানীর রামপুরা থানার অন্তর্গত ২৩নং ওয়ার্ড যুবদলের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে জুয়েল এ কথা বলেন।

ঢাকা মহানগর উত্তর যুবদলের এই আহবায়ক বলেন, বিগত ১৭ বছর ধরে বাংলাদেশের মুক্তিকামী জনতা ফ্যাসিস্ট মাফিয়া হাসিনা সরকারে বিরুদ্ধে আন্দোলন চালিয়ে গেছে এবং অবশেষে গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। এই আন্দোলনের রূপকার এবং মাস্টারমাইন্ড একমাত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

জুয়েল বলেন, একটি স্বার্থান্বেষী মহল আমাদের জাতীয় ঐক্য বিনষ্ট করার চেষ্টা করছে; তাদের সফল হতে দেওয়া হবে না। অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, আমরা আপনাদের এখন পর্যন্ত সমর্থন দিয়ে যাচ্ছি। আপনারা জনগণের ভোটাধিকার নিশ্চিত করার মাধ্যমে একটা সফল ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করেন।

শরীফ উদ্দিন জুয়েল বলেন, বাংলাদেশের মালিক এই দেশের জনগণ। সুতরাং জনগণই ঠিক করবে তাদের প্রতিনিধি কারা হবে এবং একমাত্র জনগণের ভোটাধিকারের মাধ্যমেই এটা সম্ভব। আর জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরাই জনগণের জন্য প্রয়োজনীয় সংস্কার করার অধিকার রাখে। তিনি অন্তর্বর্তী সরকারকে অতিদ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার আহবান জানান।

তিনি বলেন, যুবদলে হাইব্রিড ও অনুপ্রবেশকারীদের আশ্রয়-প্রশ্রয় নেই, কখনো দেওয়াও হবে না। যারা আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, রাজপথে ছিল, হামলা-মামলার শিকার হয়েছে, সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারাই যুবদলের প্রকৃত কর্মী; একমাত্র তারাই ভবিষ্যতে যুবদলের নেতৃত্বে আসার যোগ্যতা রাখবে। তিনি বলেন, আন্দোলনের সময় যারা নেতৃত্বে ছিল, তারা চাঁদাবাজি-দখলবাজিতে জড়িত না। যারা ঘাপটি মেরে ছিল, যারা আওয়ামী লীগের সাথে সমঝোতা করে চলেছে, তারাই চাঁদাবাজি-দখলবাজিতে জড়িত।

কর্মিসভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা নিয়ে বিশদ আলোচনা করেন এই যুবদল নেতা। তিনি যুবদলের নেতাকর্মীদের জনগণের পাশে থেকে জনকল্যাণমুখী কাজে অংশগ্রহণ করার নির্দেশনা প্রদান করেন। সেই সাথে তিনি হুঁশিয়ার করে দিয়ে বলেন, যাদের কারণে জনদুর্ভোগ এর সৃষ্টি হয় কিংবা জনগণের আস্থা বিনষ্ট হবে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে; সে যত ত্যাগী নেতাই হোক।

২৩ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক রতন মিয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব নাঈম ইসলাম নানুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্রঋণবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি এম এ কাইয়ুম। এ ছাড়া আরও বক্তব্য রাখেন-ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহবায়ক তসলিম আহসান মাসুম, আবুল হাসান টিটু, তানভীর আহমেদ ইকরাম, শামীম আহমেদ, শামীম আহমদ ও জুলহাস আহমেদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোস্টাল ব্যালট নিয়ে বিতর্কে বিএনপি ক্ষতিগ্রস্ত : সালাহউদ্দিন

জুবিনের মৃত্যুর কারণ জানাল সিঙ্গাপুর পুলিশ

জোটের জরুরি বৈঠক, যে কারণে নেই ইসলামী আন্দোলন

মিরসরাইয়ে কাভার্ডভ্যানে আগুন

ইরানের পক্ষে কঠোর অবস্থান সৌদি আরবের

রাবির ভর্তি পরীক্ষা শুরু শুক্রবার

জামায়াত কার্যালয়ে জোটের জরুরি বৈঠক, নেই ইসলামী আন্দোলনের নেতারা

জাল দলিল সরবরাহকারী চক্রের সদস্যকে ধরিয়ে দিলেন সাব-রেজিস্ট্রার

বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের সংবাদ সম্মেলন

পটুয়াখালীতে বিএনপির ৪ ইউনিটের কমিটি স্থগিত

১০

সাময়িক বন্ধের পর আকাশসীমা আবার খুলে দিল ইরান

১১

১১ দলীয় সমঝোতা নিয়ে ইসলামী আন্দোলনের নতুন বার্তা

১২

১২ ফেব্রুয়ারিই পাবনার দুটি আসনে নির্বাচন

১৩

তুমি শুধু পরিবারের না, বাংলাদেশের গর্ব : তারেক রহমান

১৪

চরম জনবল সংকটে আশাশুনি হাসপাতাল

১৫

ইরানে নতুন হামলা হলে যুক্তরাষ্ট্র যেসব অস্ত্র ব্যবহার করতে পারে

১৬

অনিশ্চয়তায় বিপিএলের সূচনা, সময়মতো শুরু হচ্ছে না দিনের প্রথম ম্যাচ

১৭

ফের অবরোধ ঢাকার তিন স্থান

১৮

পাকিস্তান–বংশোদ্ভূতদের পর এবার ভিসা সংকটে ইংল্যান্ডের দুই ক্রিকেটার

১৯

সম্পত্তির দৌড়ে দিশার চেয়ে কতটা পিছিয়ে প্রেমিক তালবিন্দর!

২০
X