কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

খেলাধুলাই পারে জাতিকে এক কাতারে আনতে : আমিনুল হক 

আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনালের অনুষ্ঠানে আমিনুল হক। ছবি : কালবেলা
আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনালের অনুষ্ঠানে আমিনুল হক। ছবি : কালবেলা

বিএনপি কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক বলেছেন, খেলাধুলাই পারে একটি জাতিকে এক কাতারে আনতে। তিনি বলেন, খেলাধুলার বিষয়টি এমন একটি জায়গা- যেখানে দল-মত নির্বিশেষে একটি জাতিকে এক কাতারে নিয়ে আসা যায়।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর পল্লবীতে মিরপুর ১২ নম্বর ডি-ব্লক ঈদগাহ মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, একটি সুন্দর সমাজ ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার পাশাপাশি আমরা চাই বাংলাদেশের মানুষের সামাজিক কার্যক্রমের সাথে খেলাধুলাকে অত্যন্ত গুরুত্ব দিতে।

এ সময় তিনি আরও বলেন, সেই গুরুত্বকে বহন করেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের যুবসমাজ ও তরুণ প্রজন্মের কথা চিন্তা করেই খেলাধুলাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, তারেক রহমানের নির্দেশেই আমরা ইতোমধ্যে বিভাগীয় পর্যায়ে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট শেষ করেছি। আরাফাত রহমান কোকো ফুটবল বা ক্রিকেট টুর্নামেন্ট ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টসহ যুবসমাজকে মাদকমুক্ত রাখতে একাধিক টুর্নামেন্ট চলমান রেখেছি। এই টুর্নামেন্টগুলোর মাধ্যমেই আমরা বাংলাদেশকে একটি সুস্থ সমাজ ও সুস্থ জাতি হিসেবে গড়ে তুলতে চাই।

তিনি বলেন, বিগত ১৭ বছরে আওয়ামী ফ্যাসিবাদের শাসনামলে তারা যুবসমাজকে খেলাধুলা থেকে দূরে রেখেছিল। সেই সময়ে আওয়ামী স্বৈরাচাররা শুধু একটি জিনিস দেখেছে- কীভাবে জোর করে ক্ষমতায় থাকা যায়।

গত ১৭ বছরে স্বৈরাচার আওয়ামী সরকার যা করেছে বিএনপি তার উল্টোটা করতে চায় উল্লেখ করে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটেও দল-মত নির্বিশেষে এ দেশের কল্যাণের জন্য এ দেশের জনগণের উন্নয়নের জন্য আমরা সবাই বাংলাদেশি হিসেবে কাজ করব। বাংলাদেশি হিসেবে এ দেশের জনগণের কল্যাণ করব। এ দেশের উন্নয়ন করব। তাহলেই আমরা সবাই একটি জাতিতে পরিণত হতে পারব।

এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএমএ রাজ্জাক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু, মহানগর বিএনপি সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা, ইব্রাহিম খলিল, পল্লবী থানা বিএনপি ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হুসাইন খান, যুগ্ম আহ্বায়ক মোকছেদুর রহমান আবির, আনিছুর রহমান, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর মামুন, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, মহিলাদের নেত্রী লাইলী বেগম, লাকী রহমান, সৈয়দা পলিসহ অনেকে।

ফাইনালে পল্লবী থানার ৩নং ওয়ার্ডের ২০০ রানের জবাবে ২নং ওয়ার্ড ২০১ রান করে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেয়।

পরে বিকেলে গাজীপুরে আরাফাত রহমান কোকো স্মরণে এক ভলিবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম বেপারী ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা যুবদল যুগ্ম আহ্বায়ক মো. শোভন আহমেদ।

এ সময় শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি মো. শাহজাহান কবির, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মহানগর সদস্য ইব্রাহিম খলিল প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের বিশেষ ভাতা দেওয়া হবে : সালাহউদ্দিন আহমদ

এক ওভারে পাঁচ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন ইন্দোনেশিয়ার পেসার

বিএনপির কাছে যে আবেদন জানালেন জমিয়ত সভাপতি

যেসব খাবার থেকে কোলন ক্যানসারের ঝুঁকি বাড়ে, জানাল গবেষণা

আজকে থেকে যাই হোক, আমি শাড়ি পরে রোমান্টিক ছবি দিব : চমক

রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

এক মুসলিম দেশে বিপুল অস্ত্র সরবরাহের চুক্তি করল পাকিস্তান

নওগাঁয় প্রস্তুত ১৫০ বাস, ঢাকায় যাবে বিএনপির ২০ হাজার নেতাকর্মী 

একনেকে ৪৬ হাজার ৪১৯ কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন

১০

রিয়ালের বেঞ্চ ছেড়ে ফরাসি চ্যালেঞ্জ নেওয়ার পথে এনড্রিক

১১

আ.লীগ নেতা বাঘা গ্রেপ্তার

১২

সাত দেশে নতুন কমিটি ঘোষণা স্বেচ্ছাসেবক দলের

১৩

মুরগি কিনতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল আইয়ুবের

১৪

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ

১৫

শেষ দুই অ্যাশেজ টেস্টে খেলবেন না কামিন্স

১৬

বিশেষ ট্রেন বরাদ্দ না পাওয়ায় রেলপথ অবরোধ

১৭

দেয়ালে পিঠ ঠেকে গেলে যে ৪ আমল বেশি বেশি করবেন

১৮

ক্রিসমাসের হলিউড

১৯

সরাসরি নিয়োগে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করে গেজেট প্রকাশ

২০
X