কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩, ০৭:৪৬ পিএম
অনলাইন সংস্করণ
প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ

মামুনুল হকসহ বন্দি আলেমদের মুক্তি না দিলে কঠোর কর্মসূচি

প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের পূর্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে নেতারা। ছবি : কালবেলা
প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের পূর্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে নেতারা। ছবি : কালবেলা

হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা আল্লামা মামুনুল হকসহ কারাবন্দি আলেমদের মুক্তি না দিলে দেশের পরিস্থিতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন শায়খুল হাদিস পরিষদের প্রধান পৃষ্ঠপোষক ও বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক। তিনি বলেন, আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে কারাবন্দি আলেমদের মুক্তি এবং আলেম-উলামা ও তৌহিদি জনতার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছি। সরকার যদি দাবি মেনে না নেয় তাহলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

রোববার (২০ আগস্ট) কেন্দ্র ঘোষিত সারা দেশে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচির অংশ হিসেবে ঢাকা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের পূর্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

শায়খুল হাদিস পরিষদের সভাপতি মাওলানা তাফাজ্জুল হক আজিজের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা হাসান জুনাইদের পরিচালনায় বক্তব্য দেন পরিষদের সহসভাপতি মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা আবুল হাসনাত জালালি, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলুর রহমান।

শায়খুল হাদিস পরিষদের সভাপতি মাওলানা তাফাজ্জুল হক আজিজ বলেন, প্রধানমন্ত্রী বিভিন্ন প্রোগ্রামে বলেছেন, উনি ইসলাম ও আলেম ওলামাদের খেদমত করেন। একদিকে উনি আলেম ওলামাদের প্রতি নিজেকে শ্রদ্ধাশীল দাবি করেন অপরদিকে আলেমদের দীর্ঘদিন অন্যায়ভাবে কারাগারে বন্দি রাখছেন।

তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, আপনি সত্যবাদী হলে, দ্রুত সময়ের মধ্যে মাওলানা মামুনুল হকসহ কারাবন্দি আলেমদের মুক্তি দিন ও তাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করুন।

মাওলানা আতাউল্লাহ আমিন বলেন, সরকারের একটি মহল আলেম ওলামাদের অপবাদ দিয়ে দীর্ঘদিন ধরে কারাগারে বন্দি করে রেখেছেন। আমরা সরকারকে বলতে চাই, মাওলানা মামুনুল হকসহ আলেমদের মুক্তি ছাড়া অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচনের জন্য অপরিহার্য। তাই আলেম ওলামাদের দ্রুত মুক্তি দিন।

ঢাকার সমাবেশে আরও উপস্থিত ছিলেন শায়খুল হাদিস পরিষদের নেতা মুফতি শফিকুল ইসলাম, মাওলানা এহসানুল হক, মাওলানা আব্দুল মুমিন, মাওলানা শামছুল আলম, মাওলানা শরীফ হুসাইন, মাওলানা আল আবিদ শাকির, মাওলানা মাসনুন মুহিব্বুল্লাহ, মাওলানা নেয়ামতুল্লাহ আমিন, মাওলানা মুবাশ্বির আহমাদ, মাওলানা মুর্শিদুল আলম সিদ্দিকী, মাওলানা আনোয়ার হুসাইন রাজি, মাওলানা সাইফুল্লাহ, ঢাকা জেলা দক্ষিণের সমন্বয়ক মাওলানা আব্দুল্লাহ আশরাফ, মিজানুর রহমান প্রমুখ।

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, রংপুর, কুমিল্লা, নরসিংদী, গাজীপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, রাজবাড়ী, গোপালগঞ্জ, মুন্সীগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, জামালপুর, নেত্রকোনা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, ভোলা, বগুড়াসহ দেশের প্রায় সব জেলায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি

বাংলাদেশের ম্যাচ ঘিরে অচলাবস্থা, নতুন যে বিকল্প ভাবছে আইসিসি

জামায়াত প্রার্থীর আপিল নামঞ্জুর, অংশ নিতে পারবেন না নির্বাচনে

সীমান্তে গুলি ছুড়ে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

বিকেলে ঢাকায় পৌঁছাবেন নতুন মার্কিন রাষ্ট্রদূত

বিএনপির যেসব ‘বিদ্রোহী’ প্রার্থী তারেক রহমানের নির্দেশে সরে দাঁড়ালেন

আইনজীবী আলিফ হত্যার পলাতক আসামি গণেশ গ্রেপ্তার

হৃতিকের জন্মদিনে ব্যতিক্রমী পুনর্মিলন 

ইরানের নেতারা ফোন করেছেন, তারা বৈঠকে বসতে চায় : ট্রাম্প

ইরানের বিরুদ্ধে শক্তিশালী বিকল্প বিবেচনা করছে মার্কিন সেনাবাহিনী : ট্রাম্প

১০

বায়ুদূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান কত

১১

আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১২

ভোট এলেই প্রতিশ্রুতি, হয় না সমাধান

১৩

সন্তানের প্রতি নিঃস্বার্থ ভালোবাসার গল্প নিয়ে ছোট্ট সিনেমা ‘মা মনি’

১৪

জামায়াত আমিরের সঙ্গে যে আলোচনা হলো চীনা রাষ্ট্রদূতের

১৫

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

১৬

শীতেও স্বাস্থ্যকর ও উজ্জ্বল ত্বক পেতে যা খাবেন

১৭

বনশ্রীতে স্কুলছাত্রী খুনের ঘটনায় রেস্তোরাঁ কর্মী গ্রেপ্তার

১৮

ইয়াবা সেবনকালে ঢাকা কলেজের ২ শিক্ষার্থী আটক

১৯

ফিলিস্তিনিদের জোর করে ভিনদেশে সরানোর পরিকল্পনা

২০
X