কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

‘আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির পিছনে প্রশাসনের গাফিলতি রয়েছে’

জুলাই মঞ্চের অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন আবু হানিফ। ছবি : কালবেলা
জুলাই মঞ্চের অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন আবু হানিফ। ছবি : কালবেলা

গণহত্যার বিচার, গণহত্যায় জড়িত আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গ সংগঠনগুলো নিষিদ্ধ ঘোষণা, গণহত্যায় অংশগ্রহণকারী রাজনৈতিক দলের সদস্য, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও প্রশাসনের কর্মকর্তাদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে জুলাই মঞ্চ। গত ১৮ ফেব্রুয়ারি থেকে শাহবাগে শুরু হয় এ অবস্থান কর্মসূচি।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জুলাই মঞ্চের অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য দেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

তিনি বলেন, আওয়ামী লীগ গত ১৫ বছর দেশে গুম, খুন, হত্যা চালিয়েছিল, সবশেষ জুলাই-আগস্টে দেশে গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ। এ গণহত্যায় জড়িত আওয়ামী লীগ ও তার দোসরদের বিচার করতে হবে। গণহত্যায় জড়িত থাকায় আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে হবে।

অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল অনেক বেশি, কিন্তু সরকার সে প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙে পড়েছে। প্রতিদিনই ডাকাতি-ছিনতাই হচ্ছে। এসব পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ হচ্ছে।

সরকারের নির্দেশনা থাকার পরও আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন হওয়ার পিছনে প্রশাসনের গাফিলতি রয়েছে। অন্যদিকে সম্প্রতি অনেক চিহ্নিত সন্ত্রাসী জামিন পাচ্ছে। এমনকি জুলাই গণহত্যায় জড়িত এমন আসামিও জামিন পাচ্ছে। এসবের দায়ে আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত।

অন্যদিকে সেনাবাহিনীর বিচারিক ক্ষমতা থাকার পরও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে তাদের উল্লেখযোগ্য কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। এসবের কারণে মনে হচ্ছে একটা গোষ্ঠী এক-এগারোর পাঁয়তারা করছে। বিগত এক-এগারোর অভিজ্ঞতা ভালো নয়, বাংলাদেশের মানুষ আর কোনো এক-এগারো দেখতে চায় না।

জুলাই মঞ্চের প্রতিনিধি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শাকিল মিয়া বলেন, আমরা ৭ দিন যাবত এ কর্মসূচি পালন করে আসছি। আমরা লক্ষ্য করেছি জুলাই গণহত্যার বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষেত্রে উপদেষ্টাদের আন্তরিকতার ঘাটতি দেখা যাচ্ছে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য দেখা যাচ্ছে। এমতাবস্থায় আমরা যেন জুলাই আন্দোলনে শহীদদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে পারি এজন্য আমাদের অনির্দিষ্টকালের জন্য এ কর্মসূচি।

জুলাই মঞ্চের আরেক প্রতিনিধি থোয়াই চিং মং শাক বলেন, সারা দেশে নিরাপত্তাহীনতা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম লক্ষ করা যাচ্ছে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছেন। জুলাই গণহত্যাকারীদের বিচার করতে ব্যর্থ, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন নিষিদ্ধ করতে ব্যর্থতার জন্য উপদেষ্টা পরিষদ দায়ী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে প্রবাসী বিএনপি নেতা পারভেজের প্রার্থিতা ঘোষণা

রোহিঙ্গা ক্যাম্পে ইমাম প্রশিক্ষণ দেবে তুরস্কের দিয়ানাত ফাউন্ডেশন

স্বপ্নদ্রষ্টার হাত ধরে ল্যাবএইড এআইয়ের উদ্বোধন

মতবিনিময় সভায় যুব নেতারা / জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন হতে হবে 

দুর্গাপূজা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে উদ্বেগ ঐক্য পরিষদের 

মিয়ানমারে বৌদ্ধদের উৎসবে জান্তার বিমান হামলায় নিহত ৪০

আ.লীগের কর্মী-সমর্থকদের জন্য কেঁদে কেঁদে দোয়া করলেন হাদি

তারেক রহমানের সাক্ষাৎকারে ভুল উদ্ধৃতি সংশোধনের আহ্বান টিআইবির

‘আবরারের স্মৃতিস্তম্ভ নিয়ে অনেকের গাত্রদাহ দেখেছি’

সৌন্দর্যবর্ধনে সাভার উপজেলা প্রশাসনের নানা উদ্যোগ

১০

ছেলের দায়ের করা মামলায় বাবাসহ তিনজনের মৃত্যুদণ্ড

১১

ভুয়া ফেসবুক আইডি থেকে কোরআন অবমাননা, সিএমপির জরুরি সতর্কবার্তা

১২

জাতীয়করণ নিয়ে বেসরকারি শিক্ষকদের প্রতি তারেক রহমানের বার্তা

১৩

চাঁপাইনবাবগঞ্জে ৩১ দফার লিফলেট বিতরণ

১৪

খেলা শেষ হতেই রেফারির ওপর হামলা

১৫

জোর করে পদত্যাগ করানো শিক্ষকদের জন্য সুখবর

১৬

আদালতের ‘ন্যায়কুঞ্জে’ খাবার হোটেল, প্রধান বিচারপতির নির্দেশে উচ্ছেদ

১৭

অ্যানথ্রাক্স ছড়াচ্ছে উত্তরাঞ্চলে, রংপুর-গাইবান্ধায় সরেজমিনে তদন্ত শুরু

১৮

চীন থেকে যুদ্ধবিমান কেনা প্রসঙ্গে অর্থ উপদেষ্টা / জানলে যে সব বলে দিতে হবে সেটা তো না

১৯

শেখ হাসিনা ও কামালের নির্বাচনী যোগ্যতা নিয়ে যা জানা গেল

২০
X