কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২০ পিএম
অনলাইন সংস্করণ

দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত চলছে : প্রিন্স

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড স্টেট বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি : কালবেলা
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড স্টেট বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি : কালবেলা

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স জামায়াতে ইসলামীর আমিরের জনদুর্ভোগ নিরসনে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবির সমালোচনা করে বলেছেন, নির্বাচিত সরকারের অনুপস্থিতি যেখানে নানা ষড়যন্ত্রে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত চলছে, সেখানে জনদুর্ভোগ নিরসনের ধুয়া তুলে আগে স্থানীয় সরকারের নির্বাচনের দাবি হাস্যকর ও ষড়যন্ত্রমূলক।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র সময় সন্ধ্যায় মেরিল্যান্ডের উইন্ডসর মিলের সিকিউরিটি ব্লুভার্ডে মাহফিল রেস্টুরেন্টে মেরিল্যান্ড স্টেট বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এমরান সালেহ প্রিন্সের যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে মেরিল্যান্ড স্টেট বিএনপি এ সংবর্ধনা অনুষ্ঠানের অয়োজন করে।

অনুষ্ঠানে এমরান সালেহ প্রিন্স বলেন, জনদুর্ভোগ স্থানীয় সরকার নির্বাচন দিয়ে নয়, সর্বাগ্রে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিত্বশীল সরকার নিরসন করতে পারবে। বরং জাতীয় নির্বাচন প্রলম্বিত করার সুযোগে পতিত ফ্যাসিস্ট ও আধিপত্যবাদী শক্তি অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড ঘটিয়ে জাতীয় সংকট সৃষ্টি করবে।

তিনি বলেন, একটি রাজনৈতিক দল রহস্যজনকভাবে জাতীয় সংসদ নির্বাচন প্রলম্বিত করতে আগে স্থানীয় সরকার নির্বাচনের ধুয়া তুলে সংকট আরও ঘনীভূত করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। বিদ্যমান পরিস্থিতিতে আগে স্থানীয় সরকার নির্বাচন হলে জনদুর্ভোগ আরও বড়বে, তৃণমূল পর্যায়ে বিভেদ, সংঘাত-সংঘর্ষের সৃষ্টি হবে, আওয়ামী ফ্যাসিস্ট দল ও আধিপত্যবাদী শক্তি এর সুযোগ নেবে। এতে পরিস্থিতি আরও জটিল ও কঠিন হয়ে জাতীয় সংকট আরও তীব্র হবে।

অনুষ্ঠানে তিনি বলেন, এরা গণতন্ত্র, মানবাধিকারের কথা বলে বিএনপির ছায়াতলে রাজনীতি করেছে। এখন সুযোগ বুঝে অন্য কারওর প্ররোচনায় বাস্তবতা বিবর্জিত অবান্তর কথা বলে জাতীয় ঐক্য বিনষ্ট করছে। তারা বিএনপির অগ্রযাত্রা রোধ করতে জনগণকে বিভ্রান্ত করতে অপপ্রচার ও ষড়যন্ত্র করতে গিয়ে এখন দেশ, জাতি ও গণতন্ত্রের বিরুদ্ধে ক্ষতি করছে।

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নিয়ন্ত্রণহীন দ্রব্যমূল্য, ব্যবসা-বাণিজ্যে স্থবিরতার কথা উল্লেখ করে তিনি বলেন, একমাত্র নির্বাচিত সরকারই পরে এ পরিস্থিতি থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে।

অনুষ্ঠানে তিনি ফ্যসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসী নেতাকর্মীদের অবদানের কথা স্মরণ করে বলেন, দেশের জনগণের সাথে এবার প্রবাসীরা দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে যেভাবে আন্দোলন সংগ্রাম করেছেন জাতি তা চিরদিন স্মরণ রাখবে।

মেরিল্যান্ড স্টেট বিএনপির সভাপতি শাহিদ খান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ কাজলের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে স্টেট বিএনপির প্রধান উপদেষ্টা মামুনুর রশীদ মোহন, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি নয়ন বাঙালি, সেভ বাংলাদেশের সমন্বয়কারী জাহিদ খান, ভার্জিনিয়া স্টেট বিএনপির সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, মেরিল্যান্ড স্টেট বিএনপির সাবেক সভাপতি নেসার অহমেদ প্রমুখ বক্তব্য দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন মুসলিম দেশের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেওয়ার ‍হুঁশিয়ারি ইরানের

হাইকোর্টের নির্দেশে মনোনয়ন জমা দিলেন এবি পার্টির সেই প্রার্থী

মোংলা বন্দরে বিদেশি জাহাজ আটক

হঠাৎ কথা বলতে পারছেন না শবনম ফারিয়া

গাজায় আইএসএফে বাংলাদেশের যোগদান নিয়ে আলোচনা চলছে : পররাষ্ট্র উপদেষ্টা

স্পিরিট পানে আরও দুজনের মৃত্যু

ফারহান-কেয়া জুটিতে আসছে ‘ইউ অ্যান্ড মি ফরএভার’

সাড়ে ৪ বছর পর হারানো সিংহাসন ফিরে পেলেন কোহলি

রাফসান-জেফারের ছবিতে সাফার আবেগঘন মন্তব্য

চবি উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগ চায় ছাত্রদল

১০

ইসলামপন্থার একবক্স নীতি বহাল রাখতে আলোচনা চলমান : ইসলামী আন্দোলন

১১

নতুন কর্মসূচি দিয়ে সড়ক ছাড়লেন ৭ কলেজের শিক্ষার্থীরা

১২

মানুষ আমাকে ভোট দিতে উন্মুখ হয়ে আছে : তাহেরী

১৩

মস্তিষ্কে স্ট্রোক ও কৃত্রিম শ্বাস-প্রশ্বাসে সংকটাপন্ন হুজাইফা

১৪

গোধূলিতে নতুন ‘অস্ত্র’ পেলেন গার্দিওলা

১৫

স্ত্রীর দাবিতে ইউপি সদস্যের বাড়িতে ২ নারী, ঘরে আছে আরেক বউ

১৬

অনুদানের টাকা ফেরত দিচ্ছেন তাজনূভা জাবীন

১৭

ফুরফুরে মেজাজে পরী

১৮

সর্বকালের সর্বোচ্চ দামে স্বর্ণ, রেকর্ড গড়ল রুপা

১৯

কাতারের মার্কিন ঘাঁটি ছাড়তে কর্মকর্তাদের নির্দেশনা

২০
X