কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৪ পিএম
অনলাইন সংস্করণ

নতুন দলের যুগ্ম মুখ্য-সমন্বয়ক হলেন তারিকুল ইসলাম

তারিকুল ইসলাম। ছবি : সংগৃহীত
তারিকুল ইসলাম। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (ন্যাশনাল সিটিজেন পার্টি-এনসিপি) নাম নিয়ে আত্মপ্রকাশ করেছে তরুণদের নতুন রাজনৈতিক দল। নতুন এ দলে যুগ্ম মুখ্য-সমন্বয়ক হয়েছেন তারিকুল ইসলাম।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ নিয়ে ফেসবুকে পোস্ট দেন তারিকুল ইসলাম।

পোস্টে তিনি লেখেন, গত ৮ বছরের ছাত্র রাজনীতি শেষ করে জাতীয় রাজনীতিতে প্রবেশ করলাম। গত ৮ বছরের ছাত্র রাজনীতিতে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ২ বার জেল খেটেছি, অসংখ্য মামলা-হামলার শিকার হয়েছি। সংগঠন করতে শিখেছি, ব্যবস্থাপনা শিখেছি, কঠিন সময়ে শক্ত মনোবল নিয়ে লড়াই চালিয়ে যাওয়া শিখেছি, দায়িত্বকে দায়িত্ব মনে করে, দায়িত্ব পালন করতে করতে দায়িত্বশীল হওয়া শিখেছি।

তারিকুল আরও লেখেন, শেখার জন্যই রাজনীতি করেছি এবং সামনেও করব ইনশাআল্লাহ। তরুণ হিসেবে এ ছাত্র রাজনীতির অভিজ্ঞতাকে যেন জাতীয় রাজনীতিতে কাজে লাগাতে পারি, জাতীয় রাজনীতি করতে যে ধৈর্য, প্রজ্ঞা, সহিষ্ণুতা, সাংগঠনিক বুঝাপড়া প্রয়োজন সেগুলো যেন আরও অর্জন করে একজন দক্ষ, যোগ্য, দেশপ্রেমিক রাজনীতিবিদ হতে পারি সেজন্য সবার কাছে দোয়া প্রার্থী।

শুক্রবার বিকেল ৪টা ২০ মিনিটে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে নতুন এ দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়।

পরে সন্ধ্যার দিকে দলটির আত্মপ্রকাশ হয়। জুলাইয়ের শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন মিম আক্তার দলটির নাম ঘোষণা করেন।

নতুন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন।

এ ছাড়া দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হলেন সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, যুগ্ম সদস্য সচিব হলেন সাংবাদিক জয়নাল আবেদীন শিশির। ১নং যুগ্ম আহ্বায়কের পদ দেওয়া হয়েছে নুসরাত তাবাসসুমকে ও সদস্য সচিবের পদ দেওয়া হয়েছে আখতার হোসেনকে।

সিনিয়র যুগ্ম সদস্যসচিবের পদ পেয়েছেন তাসনিম জারা ও নাহিদা সারওয়ার নিবা এবং ১নং যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল। পাশাপাশি হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সারজিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, নাসীরুদ্দীন পাটোয়ারীকে মুখ্য সমন্বয়ক এবং আব্দুল হান্নান মাসউদ যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ও নতুন দলের মুখ্য দায়িত্ব নিতে যাওয়া হাসনাত আব্দুল্লাহ বলেন, গণভবন ও সংসদ ভবনে কে যাবে, তা নির্ধারণ করবে দেশের খেটে খাওয়া জনগণ।

তিনি বলেন, গণভবনে কে যাবে সেটি নির্ধারিত হবে বাংলাদেশ থেকে, ভারত থেকে সেটি নির্ধারিত হবে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই সংসদে কে যাবে, সেটি নির্ধারণ করবে বাংলাদেশের খেটে খাওয়া জনতা। এই সংসদে কে বসবে, সেটি নির্ধারণ করবে এই ভূখণ্ডের মানুষ।

পরে, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক ও নতুন রাজনৈতিক দলের মুখ্য সমন্বয়কের দায়িত্ব নিতে যাওয়া নাসির উদ্দিন পাটোয়ারী জুলাই অভ্যুত্থান থেকে শুরু করে নতুন রাজনৈতিক দল গঠন পর্যন্ত যারা সহযোগিতা করেছেন তাদের সবার ত্যাগের মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন।

নাসির উদ্দিন বলেন, জাতীয় নাগরিক কমিটি চারশটি থানায় পৌঁছে কমিটি দিয়েছে। অবশেষে সবার সহযোগিতায় আজ ঐতিহাসিকভাবে একটি রাজনৈতিক দল গঠন করার দ্বারপ্রান্তে উপনীত হয়েছি। এই চলার পথে জুলাই অভ্যুত্থানের আত্মত্যাগকারী শিক্ষার্থী, সাধারণ মানুষ ও বিভিন্ন দলের রাজনৈতিক নেতারাসহ যারা আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ও তাদের আত্মত্যাগকে স্বীকার করছি। আগামীতে আমরা সবার ত্যাগের মূল্যায়ন করব।

এ সময় তরুণদের হাত ধরে যে নতুন রাজনৈতিক দল আসতে যাচ্ছে সে দলের কর্ণধারদের উদ্দেশ্যে নাসির বলেন, ছাত্রদের নেতৃত্বে যে দলটি আসতে যাচ্ছে, তাদের এই পথচলায় যারা পাশে এসে দাঁড়িয়েছে সবার ত্যাগের মূল্যায়ন করবেন আপনারা। বিভাজনের রাজনীতি বাদ দিয়ে আগামীতে কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান জাতীয় নাগরিক কমিটির এই নেতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

ভুলেও যে ৫ খাবারের সঙ্গে ডিম না খাওয়াই ভালো

প্রার্থিতা ফিরে পাওয়ার পর তাসনিম জারার স্ট্যাটাস

চবির এক সিন্ডিকেটে ১৫৩ নিয়োগ 

দেশবাসী তারেক রহমানের দিকে তাকিয়ে আছে : মির্জা ফখরুল

ব্র্যাকে চাকরির সুযোগ

ইলেকট্রিশিয়ান পদে নিয়োগ দিচ্ছে আড়ং

আ.লীগ নেতা তোজাম্মেল গ্রেপ্তার

আইসিসি থেকে বিসিবি কত টাকা পায়, যা জানা গেল

প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা

১০

শিবচরের খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

১১

প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল

১২

আসামি ধরতে গিয়ে হামলার শিকার, এসআই আহত

১৩

রাজধানীতে ফাস্ট ওয়াশ ঢাকা ম্যানস হাফ ম্যারাথন অনুষ্ঠিত

১৪

জকসুতে সম্পাদকীয় পদে সর্বোচ্চ ভোট পেয়েছেন শিবিরের ইব্রাহীম খলিল ‎

১৫

মাটি পরীক্ষার পর মিলল গ্যাসের অস্তিত্ব, এলাকায় চাঞ্চল্য

১৬

বিক্ষোভকারীরা ট্রাম্পকে খুশি করতে চাইছে : খামেনি 

১৭

নতুন ব্যাটিং পরামর্শক কোচ নিয়োগ দিল শ্রীলঙ্কা

১৮

এনসিপি নেতার সেই মোটরসাইকেল উদ্ধার

১৯

মুসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেপ্তার ৩

২০
X