কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

রমজানে মানুষের দুর্দশা লাঘবে ব্যবস্থা নিন : শেখ বাবলু

রামপুরা-বাড্ডা-ভাটারা এলাকার জনগণের ৬ দফা দাবিতে গণমিছিল। ছবি : কালবেলা
রামপুরা-বাড্ডা-ভাটারা এলাকার জনগণের ৬ দফা দাবিতে গণমিছিল। ছবি : কালবেলা

রমজানে মানুষের দুর্দশা লাঘবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর রামপুরায় আফতাব নগরে ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে এক গণসমাবেশে তিনি এ আহ্বান জানান। রামপুরা-বাড্ডা-ভাটারা এলাকার জনগণের ৬ দফা দাবিতে বনশ্রী ডি-ব্লক মেইন রোড থেকে একটি গণমিছিল শেষে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

রফিকুল ইসলাম বাবলু বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের শাসনকাল ছয় মাস অতিবাহিত হলেও তারা নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। যেসব ব্যবসায়ী সিন্ডিকেট গঠন করে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি এবং একচেটিয়া বাজার নিয়ন্ত্রণ করছে, সরকার দীর্ঘ ছয় মাসেও তাদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের বাজার সংশ্লিষ্ট উপদেষ্টাদের এক একজনের বক্তব্য এক এক রকম, অনেকটা শাক দিয়ে মাছ ঢাকার মতো। সরকারকে পবিত্র রমজান মাস উপলক্ষে সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে অবিলম্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

ভাসানী অনুসারী পরিষদের এই আহ্বায়ক বলেন, বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক। প্রকাশ্য দিবালোকে চাঁদাবাজি, ছিনতাই, খুন এখন নিত্যনৈমিত্তিক ঘটনা। জনগণের জীবনের নিরাপত্তা নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে অন্তর্বর্তী সরকারের সদিচ্ছা থাকলেও সমন্বয়হীনতা, শ্লথগতি ও দূরদর্শিতার অভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না। তিনি অবিলম্বে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

নতুন রাজনৈতিক দল গঠন করায় তরুণ-যুবকদের অভিনন্দন জানিয়ে শেখ বাবলু বলেন, ৫২-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে ২০২৪-এর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছাত্ররাই মুখ্য ভূমিকা পালন করেছে। দেশে শক্তিশালী গণতন্ত্রের জন্য বহু দল ও মতের প্রয়োজন। তরুণ-যুবকরাই আগামী দিনে দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।

তিনি রামপুরা-বাড্ডা ও ভাটারা এলাকায় এ ধরনের গণমিছিল ও সমাবেশ আয়োজন করার জন্য ভাসানী অনুসারী পরিষদের নেতাদেরসহ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং এলাকার উন্নয়নের লক্ষ্যে তাদের ৬ দফা দাবির প্রতি সমর্থন জানান। ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর সমন্বয়ক মো. আরিফুর রহমানের সভাপতিত্বে এবং পরিষদের নেতা অধ্যাপক হারুন-অর-রশিদের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন- দলের অন্যতম নেতা মো. আব্দুল কাদের, যুগ্ম আহ্বায়ক বাবুল বিশ্বাস, জামিল আহমেদ, নারীনেত্রী সোনিয়া আক্তার প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আগামী নির্বাচনে ইসলামপন্থিদের ভোটের বাক্স হবে একটাই’

লঙ্কানদের বিপক্ষে ফাইফারের পর যা বললেন তানভীর

হবিগঞ্জে ছাত্রলীগের দুই নেতা আটক

আঘাত, লাল কার্ড, বিদায়—সব পেছনে ফেলে সেমিতে পিএসজি

৬ জুলাই / বিক্ষোভে উত্তাল দেশ, ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা

নারী দলের জন্য গভীর রাতে অভিনব সংবর্ধনার আয়োজন

পুরোনো খেলায় নতুন প্লেয়ার হতে আসিনি, খেলার নিয়ম বদলাতে এসেছি: নাহিদ ইসলাম

ক্যান্সার আক্রান্ত জিসানের চিকিৎসার খোঁজ নিলেন তারেক রহমান

সিরিয়ার নতুন জাতীয় প্রতীক ‘সোনালী ঈগল’, অর্থ কী ও কেন?

‘বিআইটি মডেল’ বাস্তবায়ন দাবিতে উত্তাল ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ

১০

প্রতিদ্বন্দ্বিতামূলক উৎসবমুখর নিরপেক্ষ নির্বাচন চায় বিএনপি : প্রিন্স

১১

তপশিল ঘোষণার পর জোট বিষয়ে সিদ্ধান্ত হবে : ফারুক

১২

কুমিল্লায় ৩ খুনের নেতৃত্বে ছিলেন চেয়ারম্যান-মেম্বার

১৩

চালের দাম নিয়ে সুখবর দিলেন খাদ্য উপদেষ্টা

১৪

আন্তর্জাতিক ইসলামি সংগঠনের প্রতিনিধির সঙ্গে ছাত্রশিবিরের সভা

১৫

প্রধান উপদেষ্টা নির্বাচনের ঘোষণা দিয়েছেন : ধর্ম উপদেষ্টা

১৬

বিচার ও সংস্কারকে নির্বাচনের মুখোমুখি না করার আহ্বান সাকির

১৭

বিএনপির সদস্য সংগ্রহ অনুষ্ঠানে হামলা

১৮

আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি

১৯

ব্লাকমেইল করে সাংবাদিকের কাছে চাঁদা দাবি

২০
X