কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

রমজানে মানুষের দুর্দশা লাঘবে ব্যবস্থা নিন : শেখ বাবলু

রামপুরা-বাড্ডা-ভাটারা এলাকার জনগণের ৬ দফা দাবিতে গণমিছিল। ছবি : কালবেলা
রামপুরা-বাড্ডা-ভাটারা এলাকার জনগণের ৬ দফা দাবিতে গণমিছিল। ছবি : কালবেলা

রমজানে মানুষের দুর্দশা লাঘবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর রামপুরায় আফতাব নগরে ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে এক গণসমাবেশে তিনি এ আহ্বান জানান। রামপুরা-বাড্ডা-ভাটারা এলাকার জনগণের ৬ দফা দাবিতে বনশ্রী ডি-ব্লক মেইন রোড থেকে একটি গণমিছিল শেষে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

রফিকুল ইসলাম বাবলু বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের শাসনকাল ছয় মাস অতিবাহিত হলেও তারা নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। যেসব ব্যবসায়ী সিন্ডিকেট গঠন করে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি এবং একচেটিয়া বাজার নিয়ন্ত্রণ করছে, সরকার দীর্ঘ ছয় মাসেও তাদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের বাজার সংশ্লিষ্ট উপদেষ্টাদের এক একজনের বক্তব্য এক এক রকম, অনেকটা শাক দিয়ে মাছ ঢাকার মতো। সরকারকে পবিত্র রমজান মাস উপলক্ষে সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে অবিলম্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

ভাসানী অনুসারী পরিষদের এই আহ্বায়ক বলেন, বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক। প্রকাশ্য দিবালোকে চাঁদাবাজি, ছিনতাই, খুন এখন নিত্যনৈমিত্তিক ঘটনা। জনগণের জীবনের নিরাপত্তা নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে অন্তর্বর্তী সরকারের সদিচ্ছা থাকলেও সমন্বয়হীনতা, শ্লথগতি ও দূরদর্শিতার অভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না। তিনি অবিলম্বে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

নতুন রাজনৈতিক দল গঠন করায় তরুণ-যুবকদের অভিনন্দন জানিয়ে শেখ বাবলু বলেন, ৫২-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে ২০২৪-এর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছাত্ররাই মুখ্য ভূমিকা পালন করেছে। দেশে শক্তিশালী গণতন্ত্রের জন্য বহু দল ও মতের প্রয়োজন। তরুণ-যুবকরাই আগামী দিনে দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।

তিনি রামপুরা-বাড্ডা ও ভাটারা এলাকায় এ ধরনের গণমিছিল ও সমাবেশ আয়োজন করার জন্য ভাসানী অনুসারী পরিষদের নেতাদেরসহ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং এলাকার উন্নয়নের লক্ষ্যে তাদের ৬ দফা দাবির প্রতি সমর্থন জানান। ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর সমন্বয়ক মো. আরিফুর রহমানের সভাপতিত্বে এবং পরিষদের নেতা অধ্যাপক হারুন-অর-রশিদের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন- দলের অন্যতম নেতা মো. আব্দুল কাদের, যুগ্ম আহ্বায়ক বাবুল বিশ্বাস, জামিল আহমেদ, নারীনেত্রী সোনিয়া আক্তার প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

চট্টগ্রামে সাংবাদিকদের সতর্কবার্তা / ‘সাংবাদিকরা চুপ থাকলে সমাজ অন্ধকারে ডুবে যাবে’

অবৈধ কার্যক্রম প্রতিরোধে সিলেট জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ : পুলিশ সুপার

বগুড়ায় সাহিত্য উৎসব শুক্রবার, অংশ নিবে দুই শতাধিক কবি

বিমানবন্দরে যাত্রী হয়রানি রোধে নতুন নির্দেশনা

জুলাই শহীদদের স্মরণে জবিতে গ্রিন ভয়েসের বৃক্ষরোপণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন

মার্কিন বিনিয়োগকৃত প্রতিষ্ঠানে রুশ হামলা

মালয়েশিয়ার পর চীন সফরে যাবেন নাহিদ

৩১ দফাই হচ্ছে আমাদের জাতীয় সনদ : সুব্রত চৌধুরী

টিসিবির নিয়ন্ত্রণ হারানো ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

১০

ইতালির প্রধানমন্ত্রীর ঢাকা সফর বাতিল

১১

জেলেনস্কির টার্গেট তুরস্ক, অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড

১২

শিক্ষকের ওপর হামলা, ক্লাস বর্জন করে বিক্ষোভ

১৩

‘আপনাকে গভীরভাবে অনুভব করি প্রতি পদে পদে’

১৪

এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে প্রচার, শিক্ষা বোর্ডের বক্তব্য

১৫

হাসারাঙ্গাকে ছাড়াই শ্রীলঙ্কা দল ঘোষণা

১৬

ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের টাকা নিয়ে উধাও সমাজসেবা কর্মকর্তা

১৭

সিলেটে সাদাপাথর লুট / গোয়েন্দা প্রতিবেদনের সঙ্গে স্থানীয় প্রশাসনের দ্বিমত

১৮

আমাদের আদর্শগত শত্রু বিজেপি, বললেন থালাপতি বিজয়

১৯

৩৮ বছরের শিক্ষকতা শেষে অশ্রুসিক্ত ভালোবাসায় প্রধান শিক্ষককে বিদায়

২০
X