রাজধানীর ভাষানটেক এলাকায় আবুলের (বিআরপি) বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ইফতার বিতরণ করছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ।
শনিবার (০৮ মার্চ) বিকেলে এই ইফতার বিতরণ করেন তিনি।
এ সময় রমজান মাসব্যাপী ক্ষতিগ্রস্ত পরিবারদের ইফতার ও সেহরি দেওয়ার ঘোষণা দেন সাজ্জাদুল মিরাজ।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৮ মার্চ) ঢাকার ভাষানটেক এলাকায় আবুলের (বিআরপি) বস্তিতে আগুন লাগে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্মকর্তা তালহা জুবায়ের জানান, বেলা ১১টা ৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তারপর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ১১টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
মন্তব্য করুন