কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৫, ০৯:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

৬ মাসেও কোনো সংস্কার দৃশ্যমান হয়নি : আমিনুল হক 

রাজধানীর দক্ষিণখান থানার সামনে বালুর মাঠে থানা বিএনপির কর্মিসভায় কথা বলেন আমিনুল হক। ছবি : কালবেলা
রাজধানীর দক্ষিণখান থানার সামনে বালুর মাঠে থানা বিএনপির কর্মিসভায় কথা বলেন আমিনুল হক। ছবি : কালবেলা

ছয় মাসেও অন্তর্বর্তী সরকারের কোনো সংস্কার দৃশ্যমান হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আমিনুল হক।

রোববার (১৬ মার্চ) দুপুরে রাজধানীর দক্ষিণখান থানার সামনে বালুর মাঠে থানা বিএনপির কর্মিসভা ও রাষ্ট্র মেরামতের ৩১ দফার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে আমিনুল হক বলেন, আপনারা বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে যে সংস্কারের কথা বলছেন, এখনো পর্যন্ত কোনো সংস্কার জাতির সামনে দৃশ্যমান নেই। কারণ, এখনো বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে পতিত স্বৈরাচার শেখ হাসিনার দোসররা বহাল তবিয়তে বসে আছে। সেই স্বৈরাচারদের রেখে আপনারা কীভাবে সংস্কারের কথা বলেন? আগে স্বৈরাচারের নির্মূল করেন, অপসারণ করেন। এরপর পর্যায়ক্রমে সংস্কার করেন। এমনিতেই বাংলাদেশ স্বৈরাচারমুক্ত হয়ে যাবে।

তিনি বলেন, এখন পর্যন্ত আপনারা যারা সংস্কারের নামে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছেন- আপনাদের মাথায় কী ঘুরছে আমরা জানি না, বুঝতেছি না। কিন্তু বাংলাদেশের জনগণ আপনাদেরকে বুঝতে বেশিদিন সময় দেবে না। কারণ, আপনারা যদি ক্ষমতার মোহে সংস্কারের নামে নির্বাচন পিছিয়ে দেওয়ার অপচেষ্টা করেন, বাংলাদেশের জনগণ এটা কখনোই মেনে নেবে না।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, বাংলাদেশের জনগণ এই বছরের ভিতরেই একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। সেই নির্বাচনের প্রস্তুতি নেন। বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাকে সামনে রেখে আপনারা দ্রুত সময়ের ভিতরে একটা নির্বাচন দেন এবং সেই নির্বাচিত সরকার বাংলাদেশের সকল অবকাঠামো, রাষ্ট্রীয় কাঠামো মেরামতের মাধ্যমে পরিপূর্ণ সংস্কার করবে।

তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনাসহ তার অবৈধ মন্ত্রী-এমপিরা যারা বিদেশে পালিয়ে গেছে এবং দেশের ভিতরে যারা পালিয়ে বেড়াচ্ছে, তাদেরকে আইনের আওতায় এনে বিচার করতে হবে। কারণ, বাংলাদেশে কোনো স্বৈরাচারের স্থান হতে পারে না। বাংলাদেশ থেকে আমরা পরিপূর্ণভাবে স্বৈরাচারমুক্ত করব।

আমিনুল হক বলেন, বাংলাদেশে পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে দ্রুত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। সেই সুষ্ঠু নির্বাচনে এ দেশের মানুষ নিরপেক্ষ, স্বচ্ছ ও সুন্দরভাবে তার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত করবে। জনগণের সরকারই একমাত্র দেশে পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে, দেশকে স্বৈরাচারমুক্ত করতে এবং এ দেশের জনগণের দাবি আদায় করতে পারবে।

এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখার মাধ্যমেই একটি সুন্দর-সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

দক্ষিণখান থানা বিএনপির আহবায়ক হেলাল তালুকদারের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম বাবলুর সঞ্চালনায় কর্মশালায় আরও বক্তব্য দেন- ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মো. মোস্তফা জামান, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, গাজী রেজওয়ান উল হোসেন রিয়াজ, হাজী মো. ইউসুফ, আফাজ উদ্দিন, মাহাবুব আলম মন্টু প্রমুখ। এরপরে আমিনুল হক উত্তরা ও খিলক্ষেত এলাকার ৫টি স্পটে ইফতারসামগ্রী বিতরণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কড়াইল বস্তির আগুনে দেড় হাজার ঘর পুড়েছে : ফায়ার সার্ভিস

হাতিয়ায় যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

বিএনপি নেতা বদরুজ্জামান মিন্টু চিরনিদ্রায় শায়িত

ঢাকা-১৩ আসনে ধানের শীষের সমর্থনে যুবদলের গণমিছিল

নতুন জোটের ঘোষণা দিল এনসিপি

কড়াইল বস্তিতে আগুন, তারেক রহমানের সমবেদনা

কড়াইল বস্তিতে আগুনের ঘটনায় প্রধান উপদেষ্টার উদ্বেগ ও সমবেদনা 

গণভোট অধ্যাদেশ জারি করে গেজেট প্রকাশ

জেসিআই ঢাকা ইউনাইটেডের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মাসউদ

কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

১০

চীনা দূতাবাস কর্মকর্তার সঙ্গে চৌদ্দগ্রাম জামায়াত নেতাদের মতবিনিময়

১১

নুরুদ্দিন আহম্মেদ অপুর সঙ্গে সেলফি তুলতে মুখিয়ে যুবসমাজ

১২

অগ্রণী ব্যাংকের লকারে শেখ হাসিনার ৮৩২ ভরি স্বর্ণ

১৩

শুভর বুকে ঐশী, প্রেম নাকি সিনেমার প্রচারণা?

১৪

৭০৮ সরকারি কলেজকে চার ক্যাটাগরিতে ভাগ

১৫

ইউএস বাংলার সাময়িকীর কনটেন্ট তৈরি করবে অ্যানেক্স কমিউনিকেশনস

১৬

সাদিয়া আয়মানের সমুদ্র বিলাশ

১৭

পৌরসভার পরিত্যক্ত ভবনে মিলল নারীর মরদেহ 

১৮

কড়াইলের আগুন নিয়ন্ত্রণে না আসার কারণ জানাল ফায়ার সার্ভিস

১৯

প্রশাসনের ৭ কর্মকর্তার পদোন্নতি

২০
X