কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুন ২০২৩, ০৩:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ফের ভোটে কারচুপি করতে প্রশাসন সাজাচ্ছে সরকার : মির্জা ফখরুল

সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : কালবেলা
সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : কালবেলা

নির্বাচনে আবারও কারচুপি করতে সরকার এখন থেকেই প্রশাসন সাজাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ওরা (আওয়ামী লীগ) নির্বাচন কিন্তু শুরু করে দিয়েছে। আরেকটি নির্বাচন। রিগিং করতে হবে, সব কিছু নিয়ন্ত্রণ করতে হবে … শুরু করে দিয়েছে। কয়েকটা পত্রিকায় রিপোর্ট বেরিয়েছে, পুলিশের ব্যাপক রদবদল, ব্যাপক পদোন্নতি…। গতকাল যে কাজটি করা হয়েছে সচিবদেরও রদবদল অর্থাৎ প্রশাসনের পরিবর্তন আনা হয়েছে। একটাই উদ্দেশ্যে নির্বাচনকে সামনে রেখে তারা তাদের মতো করে সব কিছু সাজিয়ে তু্লছে।

আজীবন ক্ষমতায় থাকার এহেন পরিকল্পনা করে অতীতে ‘ফেরাউন চেয়েছিল, নমরুদও চেয়েছিল, এরশাদ সাহেবও চেয়েছিল’ উল্লেখ করে তারা পারেনি বলে সরকারের কঠোর সমালোচনা করেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন, এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে এখন একটাই পথ, একটাই রাস্তা। রাস্তায় নেমে এ সরকারের বিরুদ্ধে আন্দোলনকে জোরদার-বেগবান করতে হবে। গতকাল আমার যেটা মনে হয়েছে, (চট্টগ্রাম তারুণ্যের সমাবেশ) সমুদ্রের সেই উত্তাল তরঙ্গের মতো ঝড়-তরঙ্গ সৃষ্টি করে সেটাকে ভেঙে দিতে হবে। সবাইকে উঠে দাঁড়াতে হবে। তাহলেই সংবাদপত্রের স্বাধীনতা, মানুষের স্বাধীনতা, ভোটের স্বাধীনতা, যে কারণে আমরা যুদ্ধ করেছি… সত্যিকার অর্থে যে গণতান্ত্রিক রাষ্ট্র, একটা মুক্ত সমাজ তৈরি করা। আসুন সেই লক্ষ্যে আমরা সবাই অতি দ্রুত যার যেখানে আছে সেখানে অবস্থান নিয়ে সেই কাজটা পালন করি। গণমাধ্যমকে নিয়ন্ত্রণে সরকার ‘ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট’ প্রয়োগ করছে সংবাদপত্র ও ভিন্নমতকে দমন করছে বলে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগের যে বডি কেমেস্ট্রি সেই বডি কেমেস্ট্রিতে তারা কখনোই ভিন্নমত সহ্য করতে পারে না। আপনি কোথাও যাবেন, কীভাবে চিনবেন আওয়ামী লীগকে? দেখবেন যে জোরে জোরে কথা বলছে, টেবিলটা তাপড়াচ্ছে—বুঝবেন সেটাই আওয়ামী লীগ করে….। আপনি পুলিশের কাছে যাবেন সেখানে অভিযোগ লেখাতে পারবেন না, আপনি কোর্টে যাবেন সেখানেও আপনি কোথাও বিচার পাবেন না। এ জন্য এ সরকারকে সরাতে হবে, সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে ‘সংবাদপত্রের কালো দিবস’ উপলক্ষে এ আলোচনা সভা হয়। ১৯৭৫ সালের ১৬ জুন চারটি পত্রিকা রেখে বাকিগুলো বন্ধ করে দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। এ জন্য সাংবাদিকদের একটি অংশ দিনটিকে কালো দিবস হিসেবে পালন করে আসছে। জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফোরামের আহ্বায়ক মোশাররফ হোসেন ঠাকুরের সভাপতিত্বে ও সদস্য সচিব জাহাঙ্গীর শিকদারের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাংবাদিক নেতা এম এ আজিজ, মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, সদস্য গনি চৌধুরী চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় জামায়াতের দুই কিলোমিটারব্যাপী মানববন্ধন

স্বামী-স্ত্রীর মধ্যে কে আগে ঝগড়া শুরু করেন? যা বলছে গবেষণা

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া

অর্থপাচার মামলা / মার্কিন নাগরিক এনায়েত করিমের জামিন নামঞ্জুর 

রাকসু নির্বাচন পর্যবেক্ষণে থাকবে ১০ সদস্যের কমিটি

উচ্চ আদালতকেও সংস্কার করতে হবে : আসিফ নজরুল

যবিপ্রবির রিজেন্ট বোর্ড সভা বানচাল চেষ্টার অভিযোগ

এক ও দুই টাকার কয়েন নিয়ে নতুন নির্দেশনা

নির্বাচন কমিশনের ‘দায়িত্বহীনতার’ জবাব দেওয়া উচিত : ছাত্রদলের ভিপি প্রার্থী

১০

রিপনের মা-বাবাকে নিয়ে যা বললেন অভিনেত্রী চমক

১১

বিএনপিতে যোগ দিলেন জামায়াতের ৩০ নেতাকর্মী

১২

মানুষের জীবনমান উন্নয়নের সব কিছুই ৩১ দফায় রয়েছে : কফিল উদ্দিন

১৩

খুব দ্রুতই পাস হচ্ছে জকসু আইন 

১৪

দেশে দক্ষমানব সম্পদ উন্নয়নে তাকামোল প্রকল্পের সফলতা

১৫

স্থায়ী কমিটিতে যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল বিএনপি

১৬

ভেজাল কয়েকশ বস্তা টিএসপি সার ধ্বংস

১৭

ঢাকা-১৩ আসনে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী ববি হাজ্জাজ

১৮

টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল আরও দুই দেশ

১৯

আমি আয়নাঘরে ছিলাম : আমির হামজা

২০
X