শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ মার্চ ২০২৫, ০৯:৪২ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের নেতৃত্বে ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ে আমরা প্রস্তুত : নীরব

ওয়ার্ড বিএনপি আয়োজিত ইফতার বিতরণ। ছবি : কালবেলা
ওয়ার্ড বিএনপি আয়োজিত ইফতার বিতরণ। ছবি : কালবেলা

বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র-চক্রান্ত চলছে উল্লেখ করে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সব চক্রান্তের বিরুদ্ধে লড়াই করতে আমরা প্রস্তুত। জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বিশ্বাসী সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তা না হলে পুনরায় ফ্যাসিবাদীরা প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করবে।

শুক্রবার (২১ মার্চ) রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা ৫নং ইউনিট সমিতি বাজার ২৫নং ওয়ার্ড বিএনপি আয়োজিত ইফতার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নীরব বলেন, দেশকে অস্থিতিশীল করার যে কোনো চক্রান্ত ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। নির্বাচন ছাড়া স্থিতিশীলতা আসবে না। সংস্কার চলমান প্রক্রিয়া। সংস্কারের জন্য নির্বাচন বিলম্বিত করা যাবে না। সাত মাসেও সংস্কার কেন আলোর মুখ দেখেনি, তা অন্তর্বর্তী সরকার ও তাদের নিয়ন্ত্রণকারীদের বলতে হবে।

বিএনপির এই নেতা বলেন, সংস্কারের নামে নির্বাচনকে দীর্ঘায়িত করার কোনো সুযোগ নেই। সংস্কার ও নির্বাচন আপন গতিতে চলা উচিত। একটির জন্য আরেকটিকে থামিয়ে রাখা যাবে না।

তিনি বলেন, দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা জনগণের দাবি। তাই অবাধ, নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনে অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে হবে।

এ সময় দলের নেতাকর্মীদের সতর্ক ও সজাগ থাকা বিশেষ করে বিএনপির বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানান নীরব। তিনি বলেন, বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একত্রিত হয়ে জনগণকে সাথে নিয়ে তাদের বিরুদ্ধে লড়াই ও যুদ্ধ করতে তারা প্রস্তুত এবং তারা সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করবেন।

অন্তর্বর্তী সরকারের কাছে তিনি শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানান। নীরব বলেন, বাংলাদেশের মাটিতে বসে যারা ভারতের দালালি করছে, শেখ হাসিনার দালালি করছে, তাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।

নেতাকর্মীদের সতর্ক করে সাইফুল আলম নীরব বলেন, বিএনপির নাম ব্যবহার করে যারা অপকর্ম করবে, তাদের বিএনপি আশ্রয়-প্রশ্রয় দেয়নি, দিচ্ছেও না এবং ভবিষ্যতেও দেবে না। তাদের অবস্থান বিএনপিতে হবে না, যারা অপকর্ম করছে। তাদের বিরুদ্ধে শুধু সাংগঠনিক ব্যবস্থাই নয়, আইনগত ব্যবস্থাও নেওয়া হচ্ছে। সে যত ত্যাগী নেতাই হোক না কেন, অপকর্ম করলে তার ছাড় নেই।

অনুষ্ঠানে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ৫নং ইউনিট সমিতি বাজার ২৫নং ওয়ার্ড বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে রংপুর অচল করে দিতে বাধ্য হবো’

নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না : লায়ন ফারুক

ট্রেনে কাটা পড়ে যুবকের পা বিচ্ছিন্ন

বৃহত্তর মিরপুরে সম্মিলিত খতমে নবুওয়ত ওলামা সম্মেলন অনুষ্ঠিত

দেশ বাঁচাতে হলে বিএনপির বিকল্প নেই : টুকু

গোলটেবিল বৈঠকে বক্তারা / বস্তিবাসী ও শহীদ পরিবারের ন্যায্য দাবি মেনে নিন

মা-মেয়েকে গলা কেটে হত্যা

রাজধানীতে ১৭ ছাত্র সংগঠনের সঙ্গে জাগপা ছাত্রলীগের বৈঠক

হাত-মুখ বেঁধে শিশুকে ধর্ষণ, যুবককে খুঁজছে পুলিশ

এনসিটিবির নামে ‘নকল’ ছাপাখানা, আটক ৫ 

১০

পচা চাল ক্রয়, বাচ্চু মিয়াকে বাধ্যতামূলক অবসর

১১

শহিদুল আলমসহ নৌবহর থেকে আটক ব্যক্তিদের কারাগারে বন্দি

১২

পা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন আইসক্রিম বিক্রেতা রফিকুল

১৩

গুণগত শিক্ষা ও স্বাস্থ্যসেবা তারেক রহমানের অঙ্গীকার : সাঈদ

১৪

চাকসু নির্বাচনের প্রচারে এগিয়ে ছাত্রদলের প্যানেল

১৫

জনপ্রশাসনের এপিডি এরফানুল হককে বদলি

১৬

কর্ণফুলীর তীরে নতুন আশা

১৭

চাকসু নির্বাচনে আরও তিন প্যানেলের ইশতেহার ঘোষণা

১৮

সিলেট বিমানবন্দরে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু, থানায় মামলা

১৯

বৃষ্টি আর কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

২০
X