শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ১০:০৫ পিএম
অনলাইন সংস্করণ

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির সাক্ষাতের সময় জানা গেল

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষাতের জন্য আগামী ১৬ এপ্রিল বিএনপিকে সময় দিয়েছেন। ওইদিন দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

বুধবার (৯ এপ্রিল) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। সোমবার (৭ এপ্রিল) অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনী সুনির্দিষ্ট রোডম্যাপ ও সংস্কার ইস্যুতে আলোচনার জন্য প্রধান উপদেষ্টার কাছে সময় চেয়েছিল বিএনপি।

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকারের প্রকৃত মনোভাব যে কী, তা এখনো বুঝে উঠতে পারছে না বিএনপি। সরকারের তরফ থেকে আগামী ডিসেম্বর থেকে পরবর্তী জুনের মধ্যে নির্বাচনের যে সময়সীমার কথা বলা হয়েছে, তাতে নির্বাচন নিয়ে দলটির মধ্যে এক ধরনের ‘শঙ্কা’ কিংবা ‘ধোঁয়াশা’ রয়েই গেছে। যতই দিন যাচ্ছে, নির্বাচন নিয়ে অস্পষ্টতা বাড়ছে বলেও মনে করছে দলটি। তাই এই বিষয়ে সরকারের নীতিগত অবস্থান কী, ঠিক কবে নাগাদ তারা নির্বাচন অনুষ্ঠানের চিন্তা করছেন, সংস্কার প্রক্রিয়া এগুচ্ছে না কেন, তা স্পষ্টভাবে জানতেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে আবারো সাক্ষাতের সিদ্ধান্ত নেয় বিএনপি। ড. ইউনূসের সাথে সাক্ষাতের পরই নির্বাচনী রোডম্যাপ ইস্যুতে দলের পরবর্তী কর্মসূচি নির্ধারণ করবে বিএনপি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ড. ইউনূসের সাথে সাক্ষাৎ করতে পারে। চিকিৎসার জন্য গত রোববার (৬ এপ্রিল) সিঙ্গাপুর গেছেন মির্জা ফখরুল। ১৬ এপ্রিল তার দেশে ফেরার কথা রয়েছে।

বিএনপির নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা এর আগে বিভিন্ন সময়ে দলীয় ও জাতীয় বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তবে এবার দলের পক্ষ থেকে সাক্ষাতের যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেটি একটু ভিন্ন। বিএনপি যে এ বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চায়, সেটা প্রধান উপদেষ্টাকে সরাসরি বলবেন তারা। এরপর নির্বাচন নিয়ে সরকারের মনোভাব কী, তা স্পষ্ট হওয়ার চেষ্টা থাকবে দলটির। বিশেষ করে কবে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে, সে বিষয়ে সুনির্দিষ্টভাবে জানা-বোঝার চেষ্টা করবেন বিএনপি নেতারা।

বিএনপি চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চায়। দলটি মনে করে, নির্বাচনকেন্দ্রিক প্রয়োজনীয় সংস্কার শেষে এই সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠান সম্ভব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করার জন্য সময় চেয়েছি। উনার সাথে সাক্ষাতের পরেই আমরা এ বিষয়ে (নির্বাচনের বিষয়) কথা বলব। সাক্ষাতে আমরা প্রধান উপদেষ্টার কাছে অবশ্যই সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগে একটা রোডম্যাপ চাইব। যেটা উনি পরিষ্কারভাবে জাতির সামনে যথাযথ প্রক্রিয়ায় উপস্থাপন করেন। যাতে করে জাতির মধ্যে যে একটা অনিশ্চিত-অস্থিরতা ভাব আছে, সেটা কেটে গিয়ে রাজনীতিতে যেন স্থিতিশীলতা আসে, অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা আসে। সেগুলো লক্ষ্য রেখে আমরা বলব যে, এটা যথেষ্ট সময়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাত কলেজের শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা

রাজধানী থেকে বগুড়া শহর আ. লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছে :  এ্যানি

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবি প্রশাসনের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ

ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া

দেশের ৪০ শতাংশ নারী থাইরয়েডে আক্রান্ত!

‘এই পচা চালের ভাত কীভাবে খাব’

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন ওসি হাবিবুল্লাহ

ভেনেজুয়েলার বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে আর্জেন্টিনা

১০

গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে একমাত্র পথ সুষ্ঠু নির্বাচন : নীরব

১১

যশোরের ৪ মহাসড়কে মহাদুর্ভোগ

১২

সুদের টাকা না পেয়ে ঘরের টিন কাঠ খুঁটি খুলে নিলেন ইমাম

১৩

সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক

১৪

কিউইদের কাছে বিশ্বকাপে বাংলাদেশের শোচনীয় পরাজয়

১৫

বিএনপি আইনের শাসনে বিশ্বাসী : ব্যারিস্টার অসীম

১৬

প্রত্যেক উপদেষ্টা বিদেশি নাগরিক : রুমিন ফারহানা

১৭

বিশ্বকাপ দলে ডাক পেলেন ঢাবি ছাত্রদল নেতা

১৮

ইতিহাসের সেরা নির্বাচন হতে যাচ্ছে : প্রেস সচিব

১৯

ছুটির দিনেও জমজমাট চাকসুর নির্বাচনী প্রচার

২০
X