দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপির প্রধান অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, বাংলাদেশের মানুষ একটি জিনিসই চায়, সেটা হচ্ছে- এই সরকারের পতন। জনগণ আর এই সরকারকে ক্ষমতায় দেখতে চায় না।
শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কালো পতাকা মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন টুকু।
যুবদল সভাপতি বলেন, জনবিচ্ছিন্ন এই সরকার ক্ষমতায় টিকে থাকতে আমাদের নেতাকর্মীদের ওপর অন্যায়-অবিচার-অত্যাচার করছে, গ্রেপ্তার করছে। কিন্তু এসব করে কোনো কাজ হবে না, আন্দোলন চলবেই। চলমান জনসম্পৃক্ত আন্দোলনেই এই সরকারের পতন ঘটবে।
তিনি বলেন, আমরা ভোটাধিকার ও গণতন্ত্র ফিরে পাওয়ার লড়াই করছি। আজকে আমাদের লড়াই ভোটের অধিকারের লড়াই, গণতন্ত্রের অধিকার প্রতিষ্ঠার লড়াই। যতদিন পর্যন্ত দাবি আদায় না হবে, ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আন্দোলনের মাধ্যমেই সরকারের পতন ঘটাতে হবে, এর কোনো বিকল্প নেই।
নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে টুকু বলেন, আসুন সবাই ঐক্যবদ্ধ হই। এই সরকারকে পদত্যাগে বাধ্য করতে যে আন্দোলন চলছে এই আন্দোলন আরও জোরদার করতে রাজপথে নেমে আসি। দেশের এই অবস্থার একমাত্র সমাধান রাজপথেই হবে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় উপস্থিত ছিলেন- দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুবদলের নুরুল ইসলাম নয়ন, জাকির সিদ্দিকী, জাকির হোসেন নান্নু, কামরুজ্জামান দুলাল, জাভেদ হাসান স্বাধীন, মিয়া মোহাম্মদ রাসেল, করিম সরকার, গিয়াস উদ্দীন মামুনসহ মহানগর দক্ষিণ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতারা।
মন্তব্য করুন