কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ মে ২০২৫, ০৯:০৩ পিএম
অনলাইন সংস্করণ

নতুন বাংলাদেশ গড়ার প্রধান কারিগর শ্রমিকরা : শিমুল বিশ্বাস

রাজধানীর শেরেবাংলা নগরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস। ছবি : কালবেলা
রাজধানীর শেরেবাংলা নগরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস। ছবি : কালবেলা

শ্রমিকরাই নতুন বাংলাদেশ গড়ার প্রধান কারিগর বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস।

শুক্রবার (২ মে) সকালে শ্রমিক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শিমুল বিশ্বাস বলেন, অতীতে বহু আন্দোলন-সংগ্রাম হয়েছে, যেখানে শ্রমজীবী মানুষ সর্বোচ্চ ত্যাগ স্বীকার করলেও রাষ্ট্রীয়ভাবে তাদের অধিকার স্বীকৃত হয়নি। শ্রমিক শ্রেণি সভ্যতার কারিগর, তারা সমাজে শুধু নিজেদের দাবির জন্য আন্দোলন করে না, নিজেদের শোষণ-বঞ্চনা থেকে মুক্ত করে না, সমাজের সব শোষিত-বঞ্চিত মানুষকেও মুক্ত করে। ২৪-এর জুলাই গণঅভ্যুত্থানে অনেক শ্রমজীবী মানুষের প্রাণ গেছে। ১৯৭১-এর স্বাধীনতা, পঁচাত্তরের ৭ নভেম্বর, নব্বইয়ের ছাত্র-গণআন্দোলন এবং চব্বিশের রক্তাক্ত পরিবর্তনের পর মানুষ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। সেই নতুন বাংলাদেশ গড়ার প্রধান কারিগর হবে শ্রমিকরা।

তিনি বলেন, ১৯৭৮ সালে জিয়াউর রহমান প্রথম শ্রমিকদের সমাবেশে উপস্থিত হয়ে ঘোষণা দিয়েছিলেন, তিনি একজন শ্রমিক। বাংলাদেশের ইতিহাসে শহীদ জিয়া ছিলেন একজন প্রকৃত শ্রমিকবান্ধব নেতা। আমরা তাকে বাংলাদেশের শ্রেষ্ঠ শ্রমিক হিসেবে ঘোষণা করেছি। ১৯৯১ সালে খালেদা জিয়া শ্রমিক দলের কর্মসূচিতে যোগ দিয়ে নিজেকে শ্রমিকের সহধর্মিণী হিসেবে পরিচয় দিয়ে গর্ববোধ করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব সময় শ্রমিকদের নিয়ে চিন্তা করেন, তাদের দুঃখ-দুর্দশার কথা ভাবেন। শ্রমিকদের উন্নয়নে তার কর্মপরিকল্পনা রয়েছে।

শ্রমিক দলের এই প্রধান সমন্বয়ক বলেন, জনগণ বেগম খালেদা জিয়াকে ন্যায়, নিরাপত্তা ও আস্থার প্রতীক মনে করে। তিনি অবিসংবাদিত নেত্রী। শত নির্যাতন, জুলুম, অত্যাচারের পরও তিনি নেতাকর্মীদের প্রতিশোধপরায়ণ না হওয়ার নির্দেশনা দিয়েছেন। এর মধ্য দিয়ে তিনি ফের তার মহানুভবতার পরিচয় দিয়েছেন।

এক প্রশ্নের জবাবে শিমুল বিশ্বাস বলেন, বেগম খালেদা জিয়া চলতি সপ্তাহের মধ্যে দেশে আসবেন। তার সঙ্গে পরিবারের কয়েকজন সদস্য থাকবেন।

এ সময় শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জুসহ কেন্দ্রীয় এবং মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় ২ শতাধিক সাংবাদিক নিহত, জাতিসংঘের সতর্কতা জারি

সৌদি আরব পৌঁছেছেন ১৭৬৯৪ হজযাত্রী

বুটেক্সের হলে থামেনি চুরির ঘটনা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

ছুটির দিনেও ঢাকার বাতাস 'অস্বাস্থ্যকর'

সিলেট হয়ে ঢাকায় ফিরবেন খালেদা জিয়া

কাতার গেলেন সেনাপ্রধান

সংবিধান বানায় শাসকরা, গঠনতন্ত্র জনগণ : ফরহাদ মজহার

সৌদি আরবকে ভয়ংকর এআইএম-১২০ দিচ্ছে যুক্তরাষ্ট্র

কাশ্মীর ইস্যুতে জাতিসংঘে যেতে পারে পাকিস্তান

ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে

১০

গাজায় আরও বড় সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

১১

স্থবির পরমাণু আলোচনা, কী বলছে ইরান

১২

সিরিয়ায় একযোগে ব্যাপক বিমান হামলা চালাল ইসরায়েল

১৩

সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন হেফাজতের নেতাকর্মীরা

১৪

রাবিতে স্ক্যাবিসের প্রকোপ, আক্রান্ত ২০০ শিক্ষার্থী

১৫

নাটোরে ১৮ বছরের না হওয়া কাজ ৬ মাসের মধ্যে করব : দুলু

১৬

০৩ মে : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

শনিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৮

০৩ মে : টিভিতে আজকের খেলা

১৯

০৩ মে : আজকের নামাজের সময়সূচি

২০
X