কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ০৮:১৯ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ০৯:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

সরকারি দলের নেতারা গণআতঙ্ক তৈরি করছেন : সাইফুল হক

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। পুরোনো ছবি
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। পুরোনো ছবি

সরকারি দলের নেতারা বিরোধী দলের আন্দোলন নিয়ে পরিকল্পিতভাবে গণআতঙ্ক তৈরি করছেন বলে অভিযোগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

রোববার (২৭ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে রাজনৈতিক পরিষদের সভায় ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এক বক্তব্যের জবাবে এ অভিযোগ করেন তিনি।

বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগকে এক রাতের মধ্যে শেষ করে দেবে- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই বক্তব্যকে ‘চরম দায়িত্বহীন, উস্কানিমূলক ও আতংক সৃষ্টির প্রয়াস’ হিসাবে উল্লেখ করেন সাইফুল হক। তিনি বলেন, নিজেদের শঙ্কা ও উৎকণ্ঠাকে তারা পরিকল্পিতভাবে গণআতঙ্ক হিসেবে ছড়িয়ে দেবার চেষ্টা করছেন। এর মধ্য দিয়ে সরকারি দলের সাধারণ সম্পাদক বিরোধী দলসমূহের আন্দোলন সম্পর্কে জনগণের মধ্যে ভুলবার্তা দেওয়ারও প্রয়াস নিয়েছেন।

তিনি বলেন, সরকারি দলের নেতৃবৃন্দ বেসামাল হয়ে ধারাবাহিকভাবে স্ববিরোধী কথা বলছেন। একদিকে তারা বলছেন- আওয়ামী লীগ এত শক্তিশালী যে তাদের হারানোর ক্ষমতা কারও নেই, আবার বলছেন বিরোধীরা ক্ষমতায় আসলে এক রাতেই আওয়ামী লীগ শেষ হয়ে যাবে। এসব তাদের চরম বেসামাল অবস্থা ও অস্থিরতার বহিঃপ্রকাশ।

তিনি আরও বলেন, সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের শরিকেরা প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি করছে না। বিরোধী দলসমূহ এবার মানুষের ভোটের অধিকার নিশ্চিত করে দেশকে গণতান্ত্রিক অভিযাত্রার পথে নিয়ে যেতে সরকার এবং গোটা অগণতান্ত্রিক ব্যবস্থা পরিবর্তনের ইতিবাচক এজেন্ডা নিয়েই রাজপথে শামিল রয়েছে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই সাধারণ সম্পাদক বলেন, দম্ভ ও জেদ পরিহার করে নির্বাচনের আগে পদত্যাগ এবং নির্বাচনকালীন নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার পথ খুলে দিয়ে শান্তিপূর্ণভাবে সরকার ও সরকারি দল নির্বাচনকেন্দ্রিক সংকট থেকে বেরিয়ে আসতে পারে। ঐতিহ্যবাহী রাজনৈতিক দল হিসাবে সরকারি দল এই প্রজ্ঞার পরিচয় দিলে দেশ ও দেশের জনগণ সমূহ বিপর্যয় থেকে রক্ষা পেতে পারে।

সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন- পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, মীর মোফাজ্জল হোসেন মোশতাক ও মাহমুদ হোসেন।

সভায় গৃহীত এক প্রস্তাবে দেশের সব গণতান্ত্রিক, প্রগতিশীল ও দেশপ্রেমিক রাজনৈতিক দল ও সামাজিক শক্তিকে যুগপৎ ধারায় আরও ঐক্যবদ্ধভাবে রাজপথের আন্দোলন এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

থানা ব্যারাকে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি যুবক নিহত

প্রশাসন আমাদের কথায় উঠবে-বসবে গ্রেপ্তার করবে : শাহজাহান চৌধুরী

মারা গেলেন বরেণ্য চলচ্চিত্র নির্মাতা শেখ নজরুল ইসলাম

আপনি কি জানেন, কেন তালার নিচে ছোট্ট ছিদ্র থাকে?

কর্তব্যরত পুলিশ সদস্যের আকস্মিক মৃত্যু

‘নেপাল ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন রাবির সাবেক শিক্ষার্থী

পূর্বাচলে প্লট দুর্নীতি : শেখ হাসিনাসহ ১২ জনের রায় ২৭ নভেম্বর

২৪ ঘণ্টায় ৯১ ভূমিকম্প

গুমের দুই মামলায় অভিযোগ গঠনের শুনানি ৩ ও ৭ ডিসেম্বর

১০

ছেলেটাকে খুব ছুঁয়ে দেখতে মন চায়: মাহিয়া মাহি

১১

হাওর থেকে যুবকের মরদেহ উদ্ধার

১২

আসবাবের যেসব রং ঘরকে সুন্দর ও আরামদায়ক দেখাবে

১৩

বাউল শিল্পী আবুল সরকারের ফাঁসির দাবিতে বিক্ষোভ

১৪

বড় জয়ে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

১৫

রাত হলেই শিশুপার্কটি হয়ে ওঠে মাদকের আড্ডাখানা

১৬

অপেক্ষা বাড়ছে বাংলাদেশের, দরকার ২ উইকেট

১৭

আয়ারল্যান্ড সিরিজে থাকছেন না তাসকিন, বদলি কে

১৮

নদীগর্ভে বিলীন সড়ক, ৩ জেলার যোগাযোগে দুর্ভোগ

১৯

অসৎ লোককে নির্বাচিত করলে কপালে ভোগান্তিই আসবে : দুদক চেয়ারম্যান

২০
X