কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ মে ২০২৫, ০৮:২২ পিএম
আপডেট : ১১ মে ২০২৫, ০৯:৪২ পিএম
অনলাইন সংস্করণ

সমাজে ভারসাম্যের জন্য কোরআনের সমাজ প্রতিষ্ঠার বিকল্প নেই : নূরুল ইসলাম বুলবুল 

চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখা ইসলামী ছাত্রশিবির আয়োজিত ঐতিহাসিক কোরআন দিবসের আলোচনা সভায় কথা বলেন নূরুল ইসলাম বুলবুল। ছবি : কালবেলা
চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখা ইসলামী ছাত্রশিবির আয়োজিত ঐতিহাসিক কোরআন দিবসের আলোচনা সভায় কথা বলেন নূরুল ইসলাম বুলবুল। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, কোরআনের সমাজ প্রতিষ্ঠা হলে সমাজে অর্থনৈতিক ভারসাম্য ফিরে আসবে, বৈষম্য দূর হবে। সমাজ থেকে অন্যায়, অনাচার, ব্যভিচার, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত হবে। আলোকিত সমাজ গড়ে উঠবে।

পক্ষান্তরে সমাজে মানুষের তৈরি মতবাদে অশান্তি, অনাচার, ব্যভিচার, সন্ত্রাস, চাঁদাবাজ বিস্তার লাভ করছে। এসব অপকর্ম থেকে সমাজকে মুক্ত করতে হলে কোরআনের সমাজ প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। তাই কোরআনের সমাজ বিনির্মাণে জামায়াতে ইসলামীর নেতৃত্বে এগিয়ে আসতে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।

রোববার (১১ মে) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখা ইসলামী ছাত্রশিবির আয়োজিত ঐতিহাসিক কোরআন দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বুলবুল বলেন, অতীতে যারাই ক্ষমতায় এসেছে তারাই ভারতের তাঁবেদারি করেছে। ১৯৮৫ সালে ভারতে কোরআন অবমাননার প্রতিবাদে এরশাদ সরকার এ দেশের ধর্মপ্রাণ শান্তিপ্রিয় সাধারণ ছাত্র-জনতার ওপর গণহত্যা চালিয়েছে। শুধু ভারতকে খুশি করতেই সেদিন জনগণকে রাজপথে নামতে দেওয়া হয়নি। আলেম-ওলামাদের প্রশাসন ডেকে নিয়ে কর্মসূচি প্রত্যাহার করতে বাধ্য করা হয়। ম্যাজিস্ট্রেটের আদেশে পুলিশ-বিডিআর গুলি চালিয়ে ৮ জনকে শহীদ করে। শত শত মানুষকে আহত করে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যেতে দেওয়া হয়নি। উল্টো মামলা দিয়ে হয়রানি করা হয়েছে।

১১ মে কোরআন দিবস রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে নূরুল ইসলাম বুলবুল বলেন, ৯০ শতাংশ মুসলিমের বাংলাদেশে যারা কোরআনের অবমাননার প্রতিবাদ করতে গিয়ে শাহাদাতবরণ করেছে, তাদের স্মরণে দিনটিকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করতে হবে।

জামায়াতের এই নেতা আরও বলেন, ১১ মে কোরআন দিবস পালন বন্ধ করতে ২০১৬ সালে আওয়ামী লীগ ওইদিনই জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে ফাঁসি দিয়ে হত্যা করে। স্বৈরাচার এরশাদ, স্বৈরাচার হাসিনা পরস্পর একে-অপরের দোসর। তারা ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের ঘৃণ্য বর্বরোচিত কাজে নিয়োজিত ছিল। তারা ইসলাম ও কোরআনের চরম দুশমন। যেই কোরআনের সমাজ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর নেতাকর্মী অকাতরে জীবন দিয়েছে, সেই কোরআন সমাজ বাংলার জমিনে গড়তে হবেই হবে।

অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম। চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা ছাত্রশিবির সভাপতি মো. আব্দুল আজিজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর রাজশাহী জোনের সহকারী পরিচালক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য নজরুল ইসলাম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক নাহিদুল ইসলাম, কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভূঁইয়া, জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর আমির মাওলানা ড. কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলা আমির মাওলানা আবু যার গিফারী, নায়েবে আমীর লতিফুর রহমান ও অধ্যাপক মোখলেছুর রহমান, সেক্রেটারি অধ্যাপক আবু বক্কর সিদ্দিক, সদর উপজেলা আমির হাফেজ আব্দুল আলীম, পৌর আমির হাফেজ গোলাম রাব্বানীসহ ইসলামি ছাত্রশিবিরের দায়িত্বশীল নেতারা।

এছাড়াও দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ঐতিহাসিক কোরআন দিবস উপলক্ষে শহরের শহীদ ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত সভায় অতিথিরা অংশ নেন। তাছাড়াও গতকাল সকালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার উদ্যোগে দারিদ্র্য বিমোচনের জন্য শহরের রেহাইচর ব্রিজ সংলগ্ন বটতলায় অটোরিকশা দুটি সুবিধাভোগীদের মাঝে বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী অঞ্চল পরিচালক মো. আব্দুস সবুর, জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা আমির আবু যার গিফারী, নায়েবে আমির মোখলেছুর রহমান, সেক্রেটারি আবু বক্কর সিদ্দিক, সদর উপজেলা আমির আব্দুল আলীম, পৌর আমির গোলাম রাব্বানীসহ স্থানীয় নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৪০

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পোশাক শ্রমিকদের অবরোধ, তীব্র যানজট

স্কেলের আঘাতে শিক্ষার্থীর চোখ নষ্ট, সেই স্কুলশিক্ষক গ্রেপ্তার

কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্তকরণ উদ্বোধন  / ‘মাছ ধরা বন্ধের সময় ভিজিএফের চাল বাড়িয়ে ৪০ কেজি করা হবে’

ঢাবি শিক্ষার্থীদের জন্য চালু হলো বৈদ্যুতিক শাটল, শিক্ষার্থীদের উচ্ছ্বাস 

আশুলিয়ায় একাধিক হত্যা মামলার আসামি মাসুদ গ্রেপ্তার

গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদনে হাসিনার বিরুদ্ধে ৫ অভিযোগ

আ.লীগ, জাতীয় পার্টিসহ ১৪ দলের নিবন্ধন বাতিলের আবেদন গণঅধিকার পরিষদের

‘টুম্পার মা নয়, আমার মা-ই সবচেয়ে ভালো!’

থামছেই না পদ্মার ভাঙন

১০

অবৈধভাবে বালু উত্তোলনের সময় শ্রমিকের মৃত্যু

১১

ঢাবিতে কয়রা ছাত্রদের সংগঠন ডুসাকের নতুন কমিটি

১২

বাকশাল সিপিবির বিচার চান এনসিপি নেতা তুহিন

১৩

আইপিএলে ফিরতে চাচ্ছেন না অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা

১৪

আন্তর্জাতিক নার্স দিবস আজ

১৫

সারা দেশে শিলাবৃষ্টির পূর্বাভাস 

১৬

জরুরি বৈঠকে বসেছেন মোদি, উপস্থিত ৩ বাহিনীর প্রধান

১৭

গাজা যুদ্ধের সমাধান খুঁজছে জার্মানি

১৮

বিমানবন্দরে সোনারগাঁও আ.লীগের সহসভাপতি গ্রেপ্তার

১৯

চিকিৎসক না থাকায় ব্যাহত স্বাস্থ্যসেবা

২০
X