কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ মে ২০২৫, ০১:৫৬ এএম
অনলাইন সংস্করণ

‘সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর আস্থা কমলে দেশ সংকটে পড়বে’ 

চট্টগ্রামের লালদিঘী ময়দানে এবি পার্টি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে কথা বলেন মজিবুর রহমান মঞ্জু। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের লালদিঘী ময়দানে এবি পার্টি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে কথা বলেন মজিবুর রহমান মঞ্জু। ছবি : সংগৃহীত

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র-জনতা এবং ফ‍্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ‍্যকার সংঘাত ও ভুল বোঝাবুঝি জাতিকে ক্রমশ হতাশ করছে। অন্তর্বর্তী সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর আস্থা কমলে দেশ মহা সংকটে পড়বে। সংস্কার, খুনীদের বিচার ও অবাধ সুষ্ঠু নির্বাচন সবই তখন অনিশ্চিত হয়ে পড়বে।

শুক্রবার (১৬ মে) বিকেল ৪টায় চট্টগ্রামের লালদিঘী ময়দানে এবি পার্টি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঞ্জু বলেন, সকলের সমর্থনে অন্তর্বর্তীকালীন সরকার যাত্রা শুরু করলেও ক্রমশ গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র-জনতা ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের দূরত্ব তৈরি হয়েছে। সংস্কার ও নির্বাচন নিয়ে দুটি পক্ষ তৈরি হয়ে গেছে। কার কত অবদান সে নিয়েও শুরু হয়েছে দ্বন্দ্ব ও একে অপরকে হেয় প্রতিপন্ন করার প্রতিযোগিতা।

তিনি বলেন, ফ‍্যাসিবাদকে পরাজিত করার পর সকল পক্ষের ঐক‍্য সুসংহত করাতো দূরের কথা সে ঐক‍্য ধরে রাখার জন‍্যও সরকার কোনো চেষ্টা করেনি। এর ফলে আজ সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর আস্থা কমে যাচ্ছে। নানা সন্দেহ-সংশয়ের জন্ম নিচ্ছে। এ অনাস্থা মহা সংকটের জন্ম দিচ্ছে।

সকল পক্ষকে জিদ ও হটকারিতা পরিহার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ কথা ভুলে যাবেন না পরাজিত ফ‍্যাসিবাদের পক্ষে নির্লজ্জ অবস্থান নিয়েছে প্রতিবেশী আগ্রাসী রাষ্ট্র ভারত। চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা সমস‍্যার আশু সমাধান, বন্দর ও মানবিক করিডোর নিয়ে সকলের ঐকমত্যে সিদ্ধান্ত গ্রহণের দাবি জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, এবি পার্টির নতুন প্রজন্মের রাজনীতি হচ্ছে সেবা ও সমস্যা সমাধানের রাজনীতি, যেটার মানে হলো জনগণের ভোগান্তি দূর করবার চেষ্টা চালিয়ে যাওয়া। চট্টগ্রামের সমস্যা সমাধানের রাজনীতি মানে হলো অনাবাদী জমিকে আবাদ করা, উন্নয়নের নামে যে লুটপাট হয়েছে তা বন্ধ করা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে পরিচালনা করা যাতে জনগনের টাকা লুটপাট না হয়, বন্যার পানিতে জলাবদ্ধতায় যেন লাখ লাখ নাগরিক কষ্ট না পায়, চট্রগ্রামের বিশাল প্রবাসী জনগোষ্ঠী ও তাদের পরিবারদের নিরাপত্তা নিশ্চিত করা, গণহত্যা থেকে পালিয়ে আসা রোহিঙ্গা জনগোষ্টিকে নিরাপত্তার সাথে আরাকানে ফিরে পাঠাবার ব্যবস্থা করা, ইয়াবা ও ফেনসিডিল সহ মাদকের কবল থেকে যুবসমাজকে রক্ষা করা।

তিনি বলেন, দেশের অর্থনৈতিক রাজধানী/বাণিজ‍্য নগরীকে নতুন করে ঢেলে সাজাতে হবে- যার অংশ হিসেবে বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে। পাহাড়, সবুজ সমতল আর সমুদ্রকে ঘিরে আমাদের বিশাল পর্যটন শিল্প গড়ে তুলে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করা সম্ভব। সেন্টমার্টিনের পরিবেশ রক্ষা করতে গিয়ে সেখানকার হাজার হাজার স্থানীয় জনগণ ও তাদের অর্থনীতিকে পথে বসিয়ে দেওয়া হয়েছে। সমুদ্রকে ঘিরে যে বিশাল আধুনিক মৎস্য শিল্প গড়ে তুলবার সুযোগ ছিল তা আমরা দেখতে পাচ্ছি না, জাহাজ ভাঙ্গা ও নতুন জাহাজ নির্মাণ শিল্পকে আমলাতান্ত্রিক জটিলতায় ধ্বংস করে দেওয়া হচ্ছে, অথচ সেটার মাধ‍্যমে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হওয়া সম্ভব। দেশ ও জনগণের অধিকার সমুন্নত রেখেই প্রচেষ্টা চালিয়ে যাওয়াটাই হচ্ছে এবি পার্টির রাজনীতি।

এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম ফারুকের সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর যুব পার্টি আহ্বায়ক আব্দুর রহমান মনির এর সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান লে. কর্নেল মো. দিদারুল আলম (অব.) ও লে. কর্নেল হেলাল উদ্দীন (অব.), যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, এফসিএ, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, বিদ‍্যুৎ, জ্বালানি ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ আবুল কাশেম, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আশরাফ মাহমুদ রুমেল, সহ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী চৌধুরী, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল, চট্টগ্রাম উত্তর জেলা সমন্বয়ক ন. ম. জিয়াউল হক চৌধুরী, এবি যুব পার্টির কেন্দ্রীয় সদস্য সচিব হাদিউজ্জামান খোকন, চট্টগ্রাম মহানগর যুগ্ম সদস্য সচিব ইঞ্জিনিয়ার জায়েদ হাসান চৌধুরী ও শহীদুল ইসলাম (বাবুল), কেন্দ্রীয় কমিটির সদস্য আতাউর রহমান নুর, বোরহান উদ্দিন ও মোরশেদ চৌধুরী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

শনিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৭ মে : আজকের নামাজের সময়সূচি

বাঞ্ছারামপুরে আম পাড়া নিয়ে সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ৮

চকরিয়ায় অটোরিকশা-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বিসিএস ট্যাক্সেস অ্যাসোসিয়েশন অবৈধ ও বিলুপ্ত ঘোষণা

স্বাস্থ্য পরামর্শ / ঘন ঘন খিঁচুনি মৃগী রোগের লক্ষণ

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৫

উত্তেজনাপূর্ণ শেষ ২.৫০ মিনিট কী আলোচনা করেছেন পাইলট-এটিসি

‘সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর আস্থা কমলে দেশ সংকটে পড়বে’ 

১০

প্রায় ২৬ ঘণ্টা ডিবি কার্যালয়ে ছিলাম, বললেন জবি শিক্ষার্থী

১১

‘জীবনের চাকা আপনার হাতে’- আফজাল হোসেনের বইয়ের মোড়ক উন্মোচন 

১২

ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ‘সচিবালয় অভিমুখে লংমার্চ’ শনিবার

১৩

ঢাকায় চলবে বৈদ্যুতিক বাস : উপদেষ্টা আসিফ

১৪

ধানমন্ডিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

১৫

‘বিচার বিভাগের সংস্কার ছাড়া রাষ্ট্রের সার্বিক উন্নয়ন অসম্পূর্ণ থেকে যাবে’

১৬

বৃষ্টিতে ভিজে বিজয় উল্লাস জবি শিক্ষার্থীদের

১৭

রাণীশংকৈল ধর্মগড় সীমান্তে অবৈধ পারাপারে যুবক আটক 

১৮

হাসিনাকে দেশে ফিরিয়ে বিচার নিশ্চিতের দাবি যুবদল নেতা শহিদুলের

১৯

মিয়ানমারে নিযুক্ত প্রতিরক্ষা উপদেষ্টা আফতাবকে প্রত্যাহারের নির্দেশ

২০
X