চাঁদা দাবিসহ অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগের ভিত্তিতে বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাজী খায়রুজ্জামান শিপনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি।
বুধবার (২১ মে) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এর আগে, গাজীপুর জেলা বিএনপির অধীনে সব ইউনিট কমিটিগুলোকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) বিএনপির গাজীপুর জেলা শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে পোস্ট করা হয়।
এতে বলা হয়, ‘গাজীপুর জেলা বিএনপির অধীনস্থ সব ইউনিট কমিটিগুলোকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।’
এর আগে, গত ৩ মে খুলনা মহানগর জাতীয়তাবাদী মহিলা দলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয়তাবাদী মহিলা দল খুলনা মহানগর শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত করা হয়েছে। কিন্তু প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্তির কোনো কারণ উল্লেখ করা হয়নি।
মন্তব্য করুন