কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ১০:৪২ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি কখনোই মবকে প্রশ্রয় দেয় না : আমিনুল হক

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচিতে আমিনুল হক। ছবি : কালবেলা
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচিতে আমিনুল হক। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেছেন, বিএনপি কখনোই ‘মব’ সংস্কৃতিকে প্রশ্রয় দেয় না, ভবিষ্যতেও দিবে না।

সোমবার (২৩ জুন) দুপুরে রাজধানীর খিলক্ষেতে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচির অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

আমিনুল হক বলেন, স্বৈরাচারের আজ্ঞাবহ সাবেক প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার ঘটনাকে কেন্দ্র করে কিছু ব্যক্তি মব জাস্টিস করতে চেয়েছিল, কিন্তু বিএনপি এই সংস্কৃতির ঘোর বিরোধী। আমাদের দল আইনের শাসনে বিশ্বাসী এবং সেই ধারাবাহিকতাতেই আমরা সংগ্রাম চালিয়ে যাচ্ছি।

তিনি বলেন, গ্রেফতার হওয়া দুই সাবেক প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা ও আব্দুল আউয়াল রাতের আঁধারে ভোট করে স্বৈরাচারকে ক্ষমতায় বসিয়েছিল। নাটকীয় ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে স্বৈরাচারদের এমপি বানিয়েছিল তারা।

আমিনুল হক বলেন, যারা ১৭ বছর ধরে জনগণের ভোটের অধিকার হরণ করেছে, তাদের প্রতি কোনো মায়াকান্না দেখানোর সুযোগ নেই।

তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে।

সাধারণ মানুষের ঘরে ঘরে যেতে হবে উল্লেখ করে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ‘ডোর টু ডোর’ প্রচারণার ওপর গুরুত্ব দিয়ে আমিনুল হক বলেন, বিএনপি হচ্ছে জনগণের দল, জনগণের সঙ্গে মিশে থাকা আমাদের দায়িত্ব। বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মপরিকল্পনার লিফলেটটি প্রত্যেকের ঘরে পৌঁছে দিতে হবে।

তিনি সতর্ক করে বলেন, দলের সদস্য নবায়নের ক্ষেত্রে যেন কোনো আওয়ামী লীগের লোক না ঢুকে, সেদিকে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। নতুন ভালো মানুষদের আমরা দলে স্বাগত জানাবো, তবে পুরাতন ত্যাগীদের মূল্যায়ন অবশ্যই করতে হবে।

চাঁদাবাজি ও দখলদারির বিষয়ে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, দলের ভেতরে কেউ যদি এমন কাজে জড়িত হয়, তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মো. মোস্তফা জামান। তিনি বলেন, ৫ আগস্টের পরে যারা বিএনপিতে এসেছে, তাদের একটি অংশ চাঁদাবাজি ও দখলদারিতে লিপ্ত হয়েছে। আমরা চাই, ভালো এবং আদর্শ মানুষ বিএনপিতে আসুক।

কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন, মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত), আকতার হোসেন, আতাউর রহমান চেয়ারম্যান, এম কফিল উদ্দিন আহমেদ, মুহাম্মদ আফাজ উদ্দিন, তহিরুল ইসলাম তুহিন, মহানগর উত্তর এর সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, সদস্য এজিএম শামসুল হক, আলী আকবর আলী, মোতালেব হোসেন রতন প্রমুখ।

পরে বিকেলে ভাটারায় আরেকটি সদস্য ফরম নবায়ন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমিনুল হক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শতকোটি টাকার সরকারি জমি সাড়ে ৫ লাখে হাতবদল

নারায়ণগঞ্জে দগ্ধদের সবার অবস্থা সংকটাপন্ন

নতুন ’ইনিংস’ শুরু করলেন শচীনকন্যা সারা

যেসব লক্ষণ দেখলে বুঝবেন কেউ গোপনে আপনাকে ভালোবাসে

টিকটকার ইয়াসমিন আসলে ছেলে, জেন্ডার ফাঁসের পর গ্রেপ্তার

স্বাস্থ্য খাতে অনিয়ম বরদাশত করা হবে না : উপদেষ্টা নুরজাহান 

নির্বাচনে আ.লীগের অংশগ্রহণ নিয়ে যা জানালেন সিইসি

বিয়েতে রাজি না হওয়ায় নারীকে খুন, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

আজ বেবী নাজনীনের জন্মদিন

চা দোকানের মাসিক বিদ্যুৎ বিল ৩ লাখ টাকা

১০

বাড়িতে ঢুকে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

১১

দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১২

রাগিনী এমএমএস ৩’তে যুক্ত হচ্ছেন তামান্না ভাটিয়া

১৩

পর্তুগালের তারকা ফুটবলারের সঙ্গে চুক্তি বাড়াল ম্যানসিটি

১৪

ছবিতে কী দেখছেন, উত্তরই বলে দেবে আপনি অলস না পরিশ্রমী!

১৫

এশিয়া কাপের জন্য স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশের প্রতিপক্ষ

১৬

 গাজায় দুর্ভিক্ষ হচ্ছে কি না, জানালেন জাতিসংঘ মহাসচিব

১৭

কেন্দ্র দখল করলেই ভোট বাতিল : সিইসি

১৮

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৬ নেতার পদত্যাগ

১৯

সিপিএলে সাকিবের ব্যর্থতা চলছেই, দল হারল ৮৩ রানে

২০
X