কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ০৯:২৯ পিএম
অনলাইন সংস্করণ

গণঅভ্যুত্থানের অর্জন নষ্ট করা যাবে না : গণতন্ত্র মঞ্চ

গণতন্ত্র মঞ্চের পরিচালনা পরিষদের সভায় সংগঠনটির নেতারা। ছবি : সংগৃহীত
গণতন্ত্র মঞ্চের পরিচালনা পরিষদের সভায় সংগঠনটির নেতারা। ছবি : সংগৃহীত

গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, শিক্ষার্থী-জনতার দীর্ঘ গণসংগ্রাম-গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা দীর্ঘ সময় দেশের ক্ষমতা আঁকড়ে রাখা স্বৈরাচারকে হটিয়ে যে বাংলাদেশ পেয়েছি, তার গণতান্ত্রিক অভিযাত্রার পথ অক্ষুণ্ণ রাখতে হবে। ব্যক্তি, গোষ্ঠী বা কোটারিগত স্বার্থে কোনোভাবেই গণঅভ্যুত্থানের অর্জন নষ্ট করা যাবে না। বিভক্তি-বিভাজনের পাঁয়তারাকেও রুখে দিতে হবে।

সোমবার (৩০ জুন) দুপুরে রাজধানীর তোপখানা রোডে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের পরিচালনা পরিষদের সভায় তারা এসব কথা বলেন। মঙ্গলবার (১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে এবং ভাসানী জনশক্তি পার্টির মহাসচিব আবু ইউসুফ সেলিমের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন- রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, সাংগঠনিক সম্পাদক কবীর হাসান, সাকিব আনোয়ার, গণসংহতি আন্দোলনের সম্পাদকমন্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য মীর মোফাজ্জল হোসেন মোস্তাক, ভাসানী জনশক্তি পার্টির মুখপাত্র মো. আবদুল কাদের, প্রেসিডিয়াম সদস্য মো. আমিনুল ইসলাম সেলিম, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির কেন্দ্রীয় সদস্য কামরুল আহসান অপু।

সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রমের অগ্রগতি, নির্বাচন প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে সকলের মতামতের ভিত্তিতে গোটা রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের লক্ষ্যে ঐকমত্য প্রতিষ্ঠায় গণতন্ত্র মঞ্চ আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এই ব্যাপারে জাতীয় ঐকমত্য কমিশনের প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে আমরা এ উদ্যোগের সঙ্গে থাকছি, তাকে সহায়তা করে আসছি। আশা করি, এই জুলাই মাসের মধ্যেই আমরা ন্যূনতম ঐক্যের ভিত্তিতে জুলাই সনদ গ্রহণ করতে পারব, যা দেশের গণতান্ত্রিক উত্তরণে মাইলফলক হিসেবে ভূমিকা রাখবে।

নেতারা কুমিল্লায় সম্প্রতি একজন নারীকে নির্যাতন এবং তার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়াকে ‘চরম অপরাধ ও চূড়ান্ত বিকৃতি’ হিসেবে উল্লেখ করেন। একইসঙ্গে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে ধর্ষক এবং তার সহযোগীদের যথাযথ বিচারের আওতায় আনার দাবি জানান।

সভায় সিদ্ধান্ত হয়, জুলাই অভ্যুত্থান, অন্তর্বর্তী সরকার, নতুন বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রায় গণতন্ত্র মঞ্চের ত্যাগ, অবস্থান ও প্রত্যাশা দেশবাসীর কাছে তুলে ধরতে এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির কর্মসূচি ঘোষণা করতে ৩ জুলাই সংবাদ সম্মেলন করবে গণতন্ত্র মঞ্চ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাম কমলো ইন্টারনেটের

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা

পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা কতটা উপযোগী, ভাবার অনুরোধ তারেক রহমানের

বৈষম্যবিরোধী নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ

শাহজালালে বোয়িং বিমানে লাগেজ ট্রলির আঘাত

আখতারকে রংপুর-৪ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা

মধ্যরাতে বরখাস্ত চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার

‘একসঙ্গে সমুদ্রে নেমে তো গোসল করতে পারব না’

জুলাই যোদ্ধার তালিকায় এক ব্যক্তির নাম ২ জায়গায়

১০

বিএনপির অনুষ্ঠানে অপ্রীতিকর ঘটনায় মির্জা ফখরুলের প্রতিবাদ

১১

রাজধানীতে শ্রমজীবী মানুষের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

১২

জামায়াত-গণঅধিকার পরিষদের মতবিনিময় / নির্বাচনী জোট গঠনে একমত

১৩

উপবৃত্তির টাকা আত্মসাৎ, মাদ্রাসার সুপার কারাগারে

১৪

তারেক রহমান নেতৃত্ব না দিলে জুলাই আন্দোলন সফল হতো না : মুরাদ

১৫

চট্টগ্রাম নগরীতে ইউপিডিএফ সদস্য গ্রেপ্তার

১৬

‘প্রেমে ব্যর্থ হলে বাথরুম পরিষ্কার করি’

১৭

মেয়ের জন্য চিপস আনতে গিয়ে প্রাণ হারান মোবারক

১৮

১৯৭৩ সালের পর সবচেয়ে বড় সংকটে মার্কিন ডলার

১৯

তারেক রহমান জুলাই বিপ্লবের মূল নেতৃত্বে ছিলেন : অধ্যাপক মোর্শেদ

২০
X