

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য অধ্যাপক ড. এএসএম গোলাম হাফিজ কেনেডি।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রক্ষিত শোক বইতে তিনি স্বাক্ষর করেন।
দেশের সার্বিক উন্নয়নে খালেদা জিয়ার অসামান্য অবদানের কথা স্মরণ করে অধ্যাপক গোলাম হাফিজ কেনেডি বলেন, ‘একজন মহীয়সী নারী এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে হারিয়ে গোটা জাতি শোকে মূহ্যমান।’
তিনি আরও বলেন, ‘বেগম খালেদা জিয়া তার জীবদ্দশায় প্রতিটি জাতীয় নির্বাচনে প্রতিটি আসনে বিজয়ী হয়ে যেমন ইতিহাস গড়েছেন, তেমনি মৃত্যুর পরেও লক্ষ কোটি মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন এবং গড়লেন নতুন আরেক ইতিহাস।’
মন্তব্য করুন