কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫৮ পিএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

জনগণ সরকারকে আর নির্বাচনী নাটক মঞ্চস্থ করতে দেবে না : জামায়াত

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহযোগী সদস্য সম্মেলনে কথা বলছেন নেতারা। ছবি : কালবেলা
ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহযোগী সদস্য সম্মেলনে কথা বলছেন নেতারা। ছবি : কালবেলা

আওয়ামী সরকার পাতানো নির্বাচন মঞ্চস্থ করতে মরিয়া হয়ে উঠেছে। কিন্তু তাদের এ নাটক জনগণ আর মঞ্চস্থ করতে দেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।

শনিবার (২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহযোগী সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মুজিবুর রহমান বলেন, দেশে আজ গণতন্ত্র নেই, ভোট দেওয়ার সুযোগ নেই, জনগণের কথা বলার অধিকার নেই, এমনকি মানুষের জান-মালেরও কোনো নিরাপত্তা নেই। কেয়ার টেকার ব্যবস্থার মাধ্যমে দেশে সরকার পরিবর্তনের একটা নিয়ম ছিল। সেটাকে নানা ষড়যন্ত্র করে বাদ দিয়ে এখন নিজেদের দলীয় পছন্দের লোক নিয়ে আওয়ামী সরকার আরও একটি পাতানো নির্বাচন মঞ্চস্থ করতে মরিয়া হয়ে উঠেছে। যার ফলে আজকে দেশে একটা অরাজকতা, বিশৃঙ্খলা চলছে। গোটা জাতি আজ এক অন্ধকারের মধ্যে নিমজ্জিত। এ অবস্থা থেকে দেশ ও জাতিকে বাঁচাতে হলে আমাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। জনগণের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দিতে রাজপথে আসতে হবে। দেশের জনগণ এই সরকারকে আর কোনো নির্বাচনী নাটক মঞ্চস্থ করতে দিবে না। আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব এই চাওয়া পূরণে এখনই সময় কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা ও এক দফার দাবিতে রাজপথে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার। তাই ক্ষমতাসীন জালেম সরকারের বিরুদ্ধে এবং মজলুমের পক্ষে অবস্থান গ্রহণ করে নিজেদের সর্বোত্তম প্রচেষ্টা দিয়ে রাজপথের আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে।

ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় সহযোগী সদস্য সম্মেলনে বক্তব্য ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম, সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য এ এইচ এম হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ, মহানগর দক্ষিণের নায়েবে আমির যথাক্রমে আব্দুস সবুর ফকির ও অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহা. দেলাওয়ার হোসেন, কামাল হোসাইন, ড. আব্দুল মান্নান, কর্মপরিষদ সদস্য মাওলানা আবু ফাহিমসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ হওয়ার পরেও এদেশের শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ইসলামের বাইরে নিয়ে সাজানো হয়েছে। কোটি কোটি টাকা ব্যয় করে যে শিক্ষা কারিকুলাম চলছে সেখানে আল কুরআন শেখার জন্য নাম মাত্র ব্যবস্থাও রাখা হয়নি। আবার ইসলামের সামান্য কিছু বিষয় পাঠ্য বইয়ে থাকলেও সেগুলো অত্যন্ত ন্যক্কারজনকভাবে মুছে দিয়ে নিজেদের মন গড়া গল্প যুক্ত করা হয়েছে। হজরত মুহাম্মদ (সা.) এবং তার সাহাবাদের স্বর্ণালি জীবন-যাপন আজকের মুসলিম ছাত্রছাত্রীরা জানতে পারছে না। অথচ নৃত্য, গান, পৌত্তলিকতা ও পূজা এসব শিক্ষার্থীদের শিখতে বাধ্য করা হচ্ছে। আমরা আমাদের আগামী প্রজন্মকে ধ্বংস করতে দিব না। মুসলিম ঘরে জন্ম নেওয়া আমাদের ছেলে মেয়েরা নাস্তিক হয়ে বেড়ে উঠবে এটা হতে পারে না। ইসলামবিরোধী শিক্ষা বন্ধে প্রয়োজনে গণআন্দোলন গড়ে তুলে জনগণ রাস্তায় নেমে আসবে। অবিলম্বে দেশের শিক্ষাব্যবস্থা মুসলিম জনগোষ্ঠীর প্রত্যাশা অনুযায়ী প্রণয়ন করতে হবে।

মাওলানা এ টি এম মাসুম বলেন, আল্লাহর দ্বীনের কাজ, মানুষকে হেদায়াতের পথে নিয়ে আসার এ কাজ আঞ্জাম দিতে আমাদের অত্যন্ত কঠিন সবরের পরীক্ষায় পাস করতে হবে। এটা যেনতেনভাবে করা যায় না। হৃদয়ে ভালোবাসা ও ইখলাসের সাথে কাজ করে যেতে হবে। পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলন হিসেবে আল্লাহর জমিনে তারই দ্বীন কায়েমের প্রচেষ্টায় জামায়াতের সহযোগীদের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে।

হামিদুর রহমান আযাদ বলেন, জামায়াতের গণভিত্তি রচনায় তৃণমূলের সহযোগী, কর্মী জনশক্তিদের অবদান সবচেয়ে বেশি। জামায়াতে ইসলামী এদেশের সবচেয়ে সু-সংগঠিত ও সুশৃঙ্খল সংগঠন হিসেবে সর্বমহলে প্রসংশিত। সহযোগী হিসেবে আমাদের সকলকে জনগণের সাথে সম্পৃক্ত থেকে কার্যক্রম পরিচালনা করতে হবে। আমাদের নিজেদের নাজাতের জন্য এবং জনসাধারণের স্বার্থে আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

সভাপতির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, আমাদের ব্যক্তিগত জীবন এবং পারিবারিক জীবন ইসলামের জন্য সাজাতে হবে। আজকের পর থেকে আমরা সহযোগীর চেয়ে আরও অগ্রসর হয়ে কর্মী হবো। কুরআন ও হাদিসের আলোকে আমরা প্রত্যেকে খাঁটি মুমিনের বৈশিষ্ট্য অর্জনের এবং আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেদের গড়ে তোলার প্রচেষ্টা চালাব ইনশাআল্লাহ। আজকে আমদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আল্লাহর রঙে নিজের জীবন রঙিন করার। আমরা ইকামাতে দ্বীনের এ কাজকে নিজের কাজ হিসেবে নিয়ে রাজধানীতে আগামী দিনে কুরআনের বিধান বাস্তবায়নে এগিয়ে আসব। বাংলাদেশ জামায়াতে ইসলামী এদেশে একটি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাস্তা নিয়ে দুর্ভোগ, ভেঙে যাচ্ছে বিয়ে!

এটা সারপ্রাইজ হিসেবে থাকুক : তিশা

ময়মনসিংহে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা উপলক্ষে মতবিনিময় সভা

‘আমার বিয়ের দাওয়াত খাইতে চাইলে ডাকসুতে জিতান’

বিএনপির দুই নেতাকে শোকজ

বিএনপি ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান : মির্জা ফখরুল

ইশরাকের পোস্ট শেয়ার করে রাশেদ বললেন, ‘নিজেরাই বৈষম্য সৃষ্টি করছে’

প্রধান উপদেষ্টার সঙ্গে জরুরি বৈঠকে বিএনপি

ট্রাম্পের শুল্ক অবৈধ ঘোষণা মার্কিন আদালতে, এখন কী হবে?

ধুঁকতে থাকা ম্যানইউতে যাচ্ছেন আর্জেন্টিনার ‘বাজপাখি’!

১০

আমাদের সম্পর্কে ২৮০ কোটি মানুষের স্বার্থ জড়িত, জিনপিংকে মোদি

১১

‘প্রেমিকার ফোন টানা ব্যস্ত, রাগে পুরো গ্রামের বিদ্যুৎ লাইন কেটে দিলেন তরুণ’

১২

জাতীয় পার্টিকেও নিষিদ্ধ চায় জামায়াত 

১৩

ঝলমলে ফেরা সাইফের, কিন্তু সতর্কবার্তা দিলেন সালাহউদ্দিন

১৪

জমে উঠেছে জাকসু নির্বাচন, ৮ প্যানেলে লড়বেন প্রার্থীরা

১৫

হাবিবুল বশর মাইজভান্ডারী মারা গেছেন

১৬

জুলাই আন্দোলনে আহতদের রক্ত দেওয়া কর্মীদের সম্মাননা

১৭

বাকৃবিতে উপাচার্যসহ অবরুদ্ধ শিক্ষকরা

১৮

এআই যুগে কার্যকর নেতৃত্বের জন্য প্রয়োজন ৩টি অপরিহার্য দক্ষতা

১৯

ফেসবুকে ছবি পোস্ট করে প্রশ্ন ছুড়লেন মিম

২০
X