কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ০৩:৩৬ পিএম
আপডেট : ১৫ জুলাই ২০২৫, ০৩:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

নাহিদের অসভ্য উক্তিতে দেশের মানুষ কষ্ট পেয়েছে : ফারুক

প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে ঢাকাস্থ সেনবাগ ফোরামের উদ্যোগে এক আলোচনা সভায় কথা বলেন জয়নুল আবদিন ফারুক। ছবি : কালবেলা
প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে ঢাকাস্থ সেনবাগ ফোরামের উদ্যোগে এক আলোচনা সভায় কথা বলেন জয়নুল আবদিন ফারুক। ছবি : কালবেলা

‘মুজিববাদের চাঁদাবাজদের পাহারা দেওয়ার দল বিএনপি’- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের এ মন্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, এতে খুব কষ্ট লেগেছে, ব্যথা লেগেছে। কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক দলের নেতা যারা ক্ষমতায় যেতে চায়, সরকার গঠন করতে চায়, তাদের মুখে অসভ্য উক্তি, বাংলাদেশের মানুষ খুবই কষ্ট পেয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে ঢাকাস্থ সেনবাগ ফোরামের উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদীন ফারুক বলেন, আজকে চলমান রাজনৈতিক সংকট আওয়ামী লীগের হাতে তৈরি হয়েছিল, সেটার পরিসমাপ্তি এখনো হয়নি। ১৬ বছরে রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে, ভোটাধিকার, গণতন্ত্র, বাংলাদেশের মানুষের স্বাধীনতার জন্য আন্দোলন করে জুলাই-আগস্ট বিপ্লব সংঘটিত হলো, তখন মনে হয়েছিল, আর তো আওয়ামী লীগ নেই। আর তো দুঃশাসন এ দেশে হবে না। আর তো এ দেশে দিনের ভোট রাতে হবে না। এ দেশে আয়না ঘর হবে না। এ দেশে আর নির্যাতন হবে না। এ দেশে তার নতুন রূপে র‍্যাব গঠিত হবে না। এ দেশে তো আর অপরাধ সংঘটিত হবে না।

তিনি বলেন, আমরা আশা করেছিলাম বাংলাদেশের সব দল যারা আন্দোলন সংগ্রাম করে দেশে মানুষকে শান্তিতে রাখার জন্য, নির্বাচনের জন্য আত্মাহুতি দিয়েছিল, সে রক্তের প্রতি সম্মান জানিয়ে আমরা আবার জুলাই-আগস্টের মতো আরেকবার ঐক্য সৃষ্টি করে বাংলাদেশে একটি নির্বাচনের পথে এগিয়ে যাব।

একটি গোষ্ঠী আমাদের ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে মন্তব্য করে তিনি বলেন, বিদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কালো টাকা দিয়ে। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে দয়া করে তারেক রহমান, মির্জা ফখরুলসহ যাদের বিরুদ্ধে অপপ্রচার করছেন, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছেন এগুলো বাদ দিতে হবে। ষড়যন্ত্রকারীদের ধ্বংস করতে হলে আবার ঐক্যবদ্ধ হতে হবে।

এনসিপির আহ্বায়ক নাহিদকে উদ্দেশে তিনি বলেন, আপনারা দল গঠন করেছেন। আপনারা দেশের মানুষের কাছে যাবেন, বাংলাদেশে আগামীতে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবেন, সরকার গঠন করার চেষ্টা করবেন, আপনাদের অবদান আমি কশ্মিনকালেও কখনো অস্বীকার করি না। কিন্তু আপনারা দল গঠন করার পর কালকে যে কথাটা বললেন, মুজিববাদের চাঁদাবাজদের পাহারা দেওয়ার দল বিএনপি। এতে খুব কষ্ট লেগেছে, ব্যথা লেগেছে। কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক দলের নেতা যারা ক্ষমতায় যেতে চায়, সরকার গঠন করতে চায়, তাদের মুখে অসভ্য উক্তি, বাংলাদেশের মানুষ খুবই কষ্ট পেয়েছে।

তিনি বলেন, তারেক রহমান ১৬ বছর বিদেশে থেকেও বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে সব গণতান্ত্রিক দলকে ঐক্য করে হাসিনার বিরুদ্ধে আন্দোলনের শক্তি জুগিয়েছেন, তার বিরুদ্ধে অসভ্য উক্তি, বাংলাদেশের মানুষ কষ্ট পেয়েছে। যারা এসব অসভ্য ভাষা, অরাজনৈতিক ভাষায় একটি বৃহত্তম রাজনৈতিক দলের নেতাকে নিয়ে প্রশ্ন করেছেন, কটূক্তি করেছেন, নিজেরা ক্ষমা চেয়ে প্রত্যাহার করেন।

তিনি আরও বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সবাই মিলে একজন গ্রহণযোগ্য ব্যক্তিকে আমরা সরকারে বসিয়েছি। সে আসনটির সম্মান আমাদের রক্ষা করতে হবে, সে আসনে বসা সবাইকে আমাদের সহযোগিতা করতে হবে।

তারেক রহমানকে নিয়ে অসভ্য উক্তি বাংলাদেশের রাজনীতিকে ঘোলাটে করে তুলছে মন্তব্য করে জয়নুল আবদিন ফারুক বলেন, এই ঘোলাটে করার দায়িত্ব আপনাদের নিতে হবে। যদি আমাদের ১৬ বছরের আন্দোলন, রক্তে অর্জিত সফলতা এবং নির্বাচনে ব্যাঘাত ঘটে, এর সব দায়-দায়িত্ব আপনাদের বহন করতে হবে।

জামায়াতের উদ্দেশে সাবেক এই সংসদ সদস্য বলেন, এত জ্বালা কেন? এত অহংকার কেন? আপনাদের ইতিহাস আমরা জানি। আপনাদের ইতিহাস বাংলার মানুষ জানে। অতএব, ইতিহাস আলোচনা করতে গেলে দায়-দায়িত্ব কার ওপর যাবে, আপনারা ভালো করেই জানেন। আমরা নতুন করে বলতে চাই না। আমরা এটুকু বলতে চাই, আমাদের নেতা তারেক রহমানকে নিয়ে, আমাদের নেতা মির্জা ফখরুল ইসলামকে নিয়ে অশোভনীয় কথা থেকে বিরত থাকেন।

আয়োজক সংগঠনের সভাপতি এবিএম ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন মোজাম্মেল হোসেন সেলিমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বে শক্তিশালী পাসপোর্টের সূচকে বাংলাদেশের অবস্থান কত?

হোয়াইটওয়াশ লজ্জায় বাংলাদেশ, একশও ছুঁতে পারল না মিরাজরা

হাটহাজারীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত

জাল সনদে ১৮ বছর শিক্ষকতা, জেনেও ব্যবস্থা নেননি অধ্যক্ষ

ইলিয়াস কাঞ্চনের অসুস্থতায় শাবনূরের আবেগঘন বার্তা

যুদ্ধের উসকানি দিয়ে শান্তির প্রতীক হওয়া যায় না, ট্রাম্পকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বাবার সঙ্গে আলোর শেষ কথা—আমরা আটকে গেছি

লাইভে এসে সংসদ ভেঙে দিলেন পালিয়ে যাওয়া মাদাগাস্কারের প্রেসিডেন্ট

মিরপুরে অগ্নিকাণ্ড : দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান তারেক রহমানের

ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থীকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১০

মেসি নন, নতুনদের নিয়েই পুয়ের্তো রিকোর মুখোমুখি আর্জেন্টিনা

১১

বিএনপি কোনো দলের বিরুদ্ধে কুৎসা রটায় না : কফিল উদ্দিন 

১২

বিএনপি নেতা নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি

১৩

পিআর পদ্ধতি নিয়ে আলোচনার মধ্য দিয়ে ঐকমত্যে পৌঁছাতে হবে : পরওয়ার

১৪

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে : লায়ন ফারুক

১৫

ভারতের হারে এশিয়ান কাপ খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের

১৬

সাবেক স্ত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

১৭

পর্তুগালসহ যেসব দল আজ নিশ্চিত করতে পারে বিশ্বকাপের টিকিট!

১৮

এক দিনের ব্যবধানে দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

১৯

সুস্থ থাকতে খেলাধুলার বিকল্প নেই : মেয়র ডা. শাহাদাত

২০
X