কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ০৯:০৮ পিএম
অনলাইন সংস্করণ

জনগণকে আবার জাগিয়ে তুলতে হবে : মির্জা ফখরুল

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভায় কথা বলেন মির্জা ফখরুল ইসলাম। ছবি : কালবেলা
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভায় কথা বলেন মির্জা ফখরুল ইসলাম। ছবি : কালবেলা

জনগণকে আবার জাগিয়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে রাজধানীতে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেটা তিন বছরে করেছিলেন, সেই রকম একটা নির্দেশনা তৈরি করে আমরা কি এই দেশটাকে সঠিক অর্থে সামনের দিকে নিয়ে যেতে পারব না? কি পারবেন না আপনারা? পারতে হবে। বরং দরকার হলে গ্রামে-গঞ্জে, হাঁটে-ঘাটে, খালের পাড়ে, খামারে-বন্দরে গিয়ে মানুষের সঙ্গে কথা বলে মানুষকে উজ্জীবিত করতে হবে। মানুষকে জাগিয়ে তুলতে হবে আবার, এটাই হবে আমাদের কাজ।

তিনি বলেন, এখানে একজন বলেছেন- পার্টি দরকার, যে পার্টি রেভুলেশনের (বিপ্লব) লিড করবে অর্থাৎ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বিপ্লব, সেই বিপ্লবকে সফল করবে- সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আমরা দেশবাসী দৃঢ়ভাবে আশা করি যে, এই তরুণ জেনারেশন সেই বিপ্লব সফল করবে।

মির্জা ফখরুল বলেন, আমরা যদি জনগণের মন জয় করতে পারি, তাদেরকে উইন-ওভার করতে পারি, নির্বাচনে তাদেরকে আমরা যদি আমাদের পক্ষে নিয়ে আসতে পারি, তাহলে আমরা তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করতে পারব। আর যদি সরকার গঠন করতে পারি, তার প্রধান শর্ত হবে- আমাদেরকে ৩১ দফা বাস্তবায়ন করতে হবে।

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জাতীয়তাবাদী যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদল’ এই তিন সংগঠনের যৌথ উদ্যোগে ‘যুব সমাবেশের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনা’ শীর্ষক এই আলোচনা সভা হয়। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, বাংলাদেশ এক যুগ সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। আমাদের যুব সমাজ, তারুণ্যকে এগিয়ে আসতে হবে। ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা বদলিয়ে আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় এগুতে যাচ্ছি। এই কাজে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলকে বিশেষ ভূমিকা রাখতে হবে, এই উপলব্ধি আপনাদের সকলকে করতে হবে। এই তরুণদের আগামীর বাংলাদেশ গড়তে হবে। এ জন্য কীভাবে রাজনৈতিক প্রস্তুতি নিতে হবে, সে ব্যাপারে আপনারা নিজেদেরকে প্রস্তুত করেন।

ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম) এর চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপি সোচ্চার হয়েছে; অনেক অ্যাকশন নেয়া হয়েছে, অনেক নেতা-কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে কুন্ঠাবোধ করেনি। চাঁদাবাজি আর করতে দেয়া হবে না, এই হোক আন্তর্জাতিক যুব দিবসে ‘নতুন বাংলাদেশ’ এর শপথ।

স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীর সভাপতিত্বে এবং যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন, সাংবাদিক মুক্তাদির রশীদ রুমি ও শরীফুল ইসলাম খান, নাট্য নির্মাতা মাসরুর রশীদ বান্নাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাফসীর, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান ও ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ বক্তব্য রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারাগঞ্জে পৃথক অভিযানে এক লাখ টাকা অর্থদণ্ড

মনিরামপুরে সড়ক দুর্ঘটনার জামায়াত নেতা নিহত

মায়ের খোঁজ নিতে এভারকেয়ারে তারেক রহমান

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা 

ডিসেম্বরের ২৭ দিনে রেমিট্যান্স এলো ৩৩ হাজার কোটি টাকা

‘নির্বাচন বানচালের চক্রান্তে লিপ্তরাই দেশকে ১৭ বছরের জঞ্জালে ঠেলে দিতে চায়’ 

জাতীয় পার্টির (জাফর) নতুন মহাসচিব নওয়াব আলী আব্বাস 

জনগণের সরকার প্রতিষ্ঠাই মূল লক্ষ্য : আমিনুল 

উত্তরাঞ্চলে আলুর রেকর্ড, উৎপাদন এখন কৃষকদের গলার কাঁটা

পদত্যাগকারীদের বিষয়ে নাহিদের বক্তব্য

১০

দুই লঞ্চের সংঘর্ষে ৪ জন নিহতের ঘটনায় মামলা

১১

বঞ্চিত হয়েও বিএনপির নামেই মনোনয়ন কিনলেন ৫ নেতা

১২

সাবেক এমপির বিএনপি থেকে পদত্যাগ

১৩

ভোটকেন্দ্র মেরামত ও সিসি ক্যামেরা স্থাপনে ইসির নির্দেশ

১৪

৩০০ ফিটে ক্ষতিগ্রস্ত স্থানে বৃক্ষরোপণ করল অ্যাব 

১৫

সাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় আরও একজন গ্রেপ্তার

১৬

ইনকিলাব মঞ্চের সড়ক অবরোধ, কক্সবাজার মহাসড়কে অচলাবস্থা

১৭

সাতক্ষীরার চারটি আসনে জামায়াতের প্রার্থীদের মনোনয়নপত্র জমা

১৮

বন্দরের অতিরিক্ত ভারী যানবাহনে বছরে ৫০০ কোটি টাকার ক্ষতি চসিকের

১৯

প্রকাশ্য দিবালোকে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

২০
X