বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির কার্যক্রম জোরদার করার তাগিদ দেওয়া হয়েছে। এ বিষয়ে পর্যালোচনা করার জন্য রোববার (১৭ আগস্ট) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির আহবায়ক অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
সভায় উপস্থিত ছিলেন যথাক্রমে বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মুহম্মদ মুনির হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশীদ হাবিব, হাসান মামুন, কাজী রফিক, বজলুর করিম চৌধুরী আবেদ, ওমর ফারুক সাফিন, আকরামুল হাসান মিন্টু, কাজী রওনকুল ইসলাম শ্রাবন, তারিকুল আলম তেনজিং এবং জেলা সমূহের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম তদারকির জন্য গঠিত টিম প্রধান ও সদস্যবৃন্দ।
সভায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মূসূচির কার্যক্রম গতিশীল করার জন্য গঠিত টিম সমূহকে বিশেষ নির্দেশনা প্রদান করা হয়।
মন্তব্য করুন