কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫০ পিএম
অনলাইন সংস্করণ

গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : নীরব

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তেজগাঁও শিল্পাঞ্চল থানা শাখা আয়োজিত এক মশক নিধন কর্মসূচিতে কথা বলেন সাইফুল আলম নীরব। ছবি : কালবেলা
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তেজগাঁও শিল্পাঞ্চল থানা শাখা আয়োজিত এক মশক নিধন কর্মসূচিতে কথা বলেন সাইফুল আলম নীরব। ছবি : কালবেলা

গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বাইরে থেকেও দলকে ঐক্যবদ্ধ রেখেছেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তেজগাঁও শিল্পাঞ্চল থানা শাখা আয়োজিত এক মশক নিধন কর্মসূচিতে নীরব এ কথা বলেন।

তিনি বলেন, যেভাবে শহীদ জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে দেশ গড়ার নেতৃত্ব দিয়েছিলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন; তেমনি তারেক রহমানও ৩১ দফার মাধ্যমে নতুন সমাজ গড়ে তোলার অঙ্গীকার করেছেন। ইনশাল্লাহ আমরা ধানের শীষকে আবারও সারা দেশে ছড়িয়ে দেব।

সাইফুল আলম নীরব বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের জন্য আত্মমর্যাদাশীল জাতি গড়ে তুলেছিলেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। বেগম খালেদা জিয়া ভিশন-২০৩০ ঘোষণা দিয়ে রাষ্ট্রকাঠামো ও সমাজ পরিবর্তনের ভিত্তি তৈরি করেছিলেন। আর বর্তমান সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা কর্মসূচি দিয়ে আগামী দিনের বাংলাদেশ গড়ার রূপরেখা দিয়েছেন।

নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, আগামী ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে। এমন কোনো শক্তি নেই যে নির্বাচন বন্ধ করতে পারে। বাংলাদেশের মাটিতে আর কোনো ষড়যন্ত্র হতে দেব না। বাংলাদেশের মানুষ পছন্দের প্রার্থীকে ভোট দেবে। পছন্দের মানুষকে নির্বাচিত করবে। তারেক রহমানের নেতৃত্বেই আগামী নির্বাচনে জয়ী হবে বিএনপি। বাংলাদেশের মানুষ তারেক রহমানকে চায়। এজন্য স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রতিবেশী দেশে হত্যাকারী-লুটেরা স্থান নিয়েছে। এজন্য আমরা যে যেখানেই আছি না কেন আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি আরও বলেন, আমাদের অনেক ভাই শহীদ হয়েছেন, অনেকে গুম-খুনের শিকার হয়েছেন, কেউ আহত হয়ে পড়ে আছেন। দীর্ঘ ১৬ বছরের এ দুঃসময়ে বিএনপির নেতাকর্মীরা ধৈর্য ধরে লড়াই করে যাচ্ছেন। আর সেই ঐক্যবদ্ধ সংগ্রামের কারণেই স্বৈরাচারী শাসক পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

নেতাকর্মীদের উদ্দেশে নীরব বলেন, আমাদের গৌরবময় ঐতিহ্য রক্ষা করতে হবে। ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমেই আমরা জনগণের প্রিয় দল বিএনপিকে আবারও রাষ্ট্রক্ষমতায় নিয়ে আসব এবং নতুন বাংলাদেশ গড়ে তুলব।

এ সময় তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপিসহ, অনান্য বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

৩২ বছর শিক্ষকতা শেষে রাজকীয় বিদায় শিক্ষকের

সাতক্ষীরায় মেয়াদোত্তীর্ণ মোটরযানের বিরুদ্ধে অভিযান

জাগপা সভাপতি খন্দকার লুৎফরের শারীরিক অবস্থার উন্নতি

আগামী পাঁচদিন যেসব এলাকায় হতে পারে ভারী বৃষ্টি 

জীবন সংগ্রামী শতবর্ষী বৃদ্ধার পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জের ডিসি

নির্বাচন ফেব্রুয়ারিতেই, অন্য দেশের থাবার সুযোগ যেন না থাকে : প্রধান উপদেষ্টা

নির্বাচনকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে : নার্গিস বেগম

হঠাৎ তেঁতুলিয়ার আকাশে ভেসে উঠল কাঞ্চনজঙ্ঘা!

শিবিরের বিরুদ্ধে ‘সিন্ডিকেটেড প্রোপাগান্ডা’ চালানো হচ্ছে : সাদিক কায়েম

১০

২৩২টি বিচারিক পদ সৃজনের সিদ্ধান্ত

১১

চবিতে সংঘর্ষ : জরুরি সিন্ডিকেট সভায় ১২ সিদ্ধান্ত

১২

ছুরি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে কর্মচারীকে রক্তাক্ত করল মালিকের ছেলে

১৩

ভয়াবহতার রেশ না কাটতেই ফের ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

১৪

ছাত্রশিবিরের বিরুদ্ধে অব্যাহত মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল চট্টগ্রামে

১৫

ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে ট্রলার ডুবি

১৬

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি স্বাক্ষর

১৭

বিরোধীরা আমার মৃত মাকে গালিগালাজ করেছে : মোদি

১৮

মাসোহারা দিয়ে মুক্তিযোদ্ধাদের মুখ বন্ধ করে দিয়েছিল শেখ হাসিনা : টুকু

১৯

সরকারের দৃঢ়তা স্পষ্ট না হলে নির্বাচনের শঙ্কা কাটবে না : মঞ্জু

২০
X