কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩১ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

‘আ.লীগ ফের ক্ষমতায় থাকলে ক্ষমতা চিরস্থায়ী করবে’

বাংলাদেশ : পিসফুল ট্রান্সিশন অব পাওয়ার, প্রোবলেমস অ্যান্ড প্রসপেক্টস শীর্ষক আলোচনা সভা। ছবি : কালবেলা
বাংলাদেশ : পিসফুল ট্রান্সিশন অব পাওয়ার, প্রোবলেমস অ্যান্ড প্রসপেক্টস শীর্ষক আলোচনা সভা। ছবি : কালবেলা

আওয়ামী লীগ ফের ক্ষমতায় থাকলে ক্ষমতা চিরস্থায়ী করবে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশ স্বাধীনের ৫২ বছরেও আমরা একটি শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর পন্থা প্রতিষ্ঠিত করতে পারিনি। সর্বজন স্বীকৃত যেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছিল তাও আজ বিলুপ্ত করা হয়েছে। স্বৈরাচারকে গদি থেকে সরাতে সবচাইতে বেশি গণআন্দোলনের প্রয়োজন হয়, আমরা আজ সেই কঠিন আন্দোলন সংগ্রামে আছি। আমরা অবশ্যই আন্দোলনে বিজয়ী হব ইনশাআল্লাহ।

তিনি বলেন, বাকশাল গঠনতন্ত্রের অনেক কিছুই শেখ মুজিব বাস্তবায়ন করে যেতে পারেনি। তবে বিগত কয়েক বছরে তার কন্যা তার বেশিরভাগই বাস্তবায়ন করে ফেলেছে। যদি এই সরকার কোনোভাবে আবার ক্ষমতায় আসার সুযোগ পায় তাহলে সব দলের রাজনীতি নিষিদ্ধ করে একদলের রাজনীতি চিরস্থায়ী করবে। কিন্তু বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আমরা তা হতে দিব না।

আজ শনিবার ‘বাংলাদেশ : পিসফুল ট্রান্সিশন অব পাওয়ার, প্রোবলেমস অ্যান্ড প্রসপেক্টস’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের সভাপতিত্বে এবং মহাসচিব আবদুল আউয়াল মামুনের সঞ্চালনায় গণস্বাস্থ্য কেন্দ্রের মিলনায়তনে কল্যাণ পার্টির নির্বাহী কমিটির এই আলোচনা সভা হয়।

এতে অন্যান্যের মধ্যে খ্যাতিমান ফটো সাংবাদিক শহীদুল আলম, কল্যাণ পার্টির অতিরিক্ত মহাসচিব নুরুল কবির ভুইয়া পিন্টু, আব্দুল্লাহ আল হাসান সাকিব, স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস, মিসেস ফোরকান ইব্রাহীম, অধ্যাপক আবদুল মান্নান, ভাইস চেয়ারম্যান শাহিদুর রহমান, আলী হোসাইন, মাহমুদ খানসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।

সভায় সভাপতির বক্তব্যে সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, আপনার চারপাশে চাটুকাররা আপনাকে অন্ধ করে রেখেছেন। দয়া করে চোখ খুলে জনগণের মনের কথাটা বুঝুন। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ব্যাহত করবেন না। হামলা-মামলা বন্ধ করুন। আবোল-তাবোল বলে জাতিকে ভুল বোঝানো উচিত না। দেশের মানুষকে এত বোকা ভাববেন না। এই দেশ যুদ্ধ করে শত্রুমুক্ত করা হয়েছে সুতরাং এ দেশ নিয়ে কোনো ষড়যন্ত্র সফল হবে না।

কল্যাণ পার্টির মহাসচিব বলেন, দেশ ও দেশের মানুষকে স্থায়ী শান্তি দিতে হলে দরকার সুষ্ঠু ও টেকসই পরিকল্পনা ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে তার বাস্তবায়ন। সে লক্ষ্যে কল্যাণ পার্টি নিরলস কাজ করে যাচ্ছে। এর অন্যতম পূর্বশর্ত হলো, অবাধ ও সুষ্ঠু ভোটাধিকার নিশ্চিত করা।

আব্দুল্লাহ আল হাসান সাকীব বলেন, ড. মুহাম্মদ ইউনূস জাতীর শ্রেষ্ঠ সন্তান। উনার ওপর অযথা হয়রানি আমাদের জন্য লজ্জা। আন্তর্জাতিক মহলও ড. ইউনূসকে হয়রানির নিন্দা জানাচ্ছে এটি পুরো বাংলাদেশের জন্য হতাশাজনক।

ফটো সাংবাদিক শহীদুল আলম বলেন, আমরা অনেকেই সমস্যাগুলো অনুধাবন করি কিন্তু সঠিক সময়ে সঠিক কথাগুলো আমরা তুলে ধরতে ভয় পাই। ফলে আমরা আমাদের অধিকার আদায়ে ব্যর্থ হই। আমাদের অধিকার সচেতন হতে হবে এবং নির্ভয়ে সত্য প্রকাশ করতে হবে, তবেই আমরা আমাদের গণতান্ত্রিক অধিকারসমূহ ফিরে পাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে তীব্র গ্যাস সংকটের কারণ জানাল তিতাস

দেড় কোটি টাকার সেতু যখন ভোগান্তির কারণ 

কুমিল্লায় বাসে আগুন, নিহত ৪

যশোরে এক দিনে ১০ জনের মৃত্যু

ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রী বরখাস্ত

জবি ভর্তি পরীক্ষার সার্বিক সহযোগিতায় ছাত্রদলের হেল্প ডেস্ক

তামিমকে ‘ভারতীয় দালাল’ বলে বিতর্কে বিসিবি পরিচালক

শৈত্যপ্রবাহ আর কয়দিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

হকি-কাবাডি-অ্যাথলেটিকসে সোনার পর এবার ক্রিকেট বিশ্বকাপ বাছাইয়ে জয়িতা

‘বিড়িতে সুখ টান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে’

১০

সিরিয়ায় যুদ্ধবিরতি ঘোষণা

১১

নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ-রুপা, বাজারদর জেনে নিন

১২

নিখোঁজ দুই জেলের মৃতদেহ উদ্ধার

১৩

পাকিস্তানে ৫.৮ মাত্রার ভূমিকম্প

১৪

বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আগে ভাবতে বললেন তামিম

১৫

সুপার কাপের মাদ্রিদ ডার্বি জিতে ফাইনালে রিয়াল

১৬

২ আসনে নির্বাচন স্থগিত যে কারণে

১৭

ভেনেজুয়েলার সীমান্তবর্তী এলাকায় সেনা পাঠাচ্ছে প্রতিবেশী দেশ

১৮

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমি সন্তুষ্ট না : মির্জা ফখরুল

১৯

জামায়াত প্রার্থীকে শোকজ

২০
X