বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম বলেছেন, ‘দেশে দ্রুত সময়ের মধ্য নির্বাচিত সরকার না এলে একটা অর্থনৈতিক বিপর্যয় চলে আসতে পারে বলে আশঙ্কা রয়েছে।’
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডিতে যানজটমুক্ত নগরীর লক্ষ্যে ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন ও অনুমোদনহীন, ফিটনেসবিহীন যান চলাচল বন্ধের দাবিতে এক মানবন্ধনে তিনি এসব কথা বলেন।
নাসির উদ্দিন আহমেদ অসীম বলেন, ‘দেশে অতিসত্বর নির্বাচিত সরকার না এলে অর্থনীতির যে অব্যবস্থাপনা আছে সেখানে একটা বিপর্যয় চলে আসবে। আপনারা দেখছেন, দেশে বিদেশিরা বিনিয়োগ করছে না। কারণ তারা এখন নিরাপদ বোধ করছেন না। অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি, একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের পরিসমাপ্তি ঘটানো। সেই নির্বাচনে বিএনপি যদি রাষ্ট্র গঠনের সুযোগ পায় তাহলে নাগরিকের সব চাহিদা পূরণে কাজ করা হবে।’
নাগরিক দুর্ভোগের বিষয়ে তিনি বলেন, ‘রাস্তায় হাজার গাড়ি আছে, কিন্তু বেশিরভাগ গাড়ির ফিটনেস নেই, নতুন রাস্তাঘাট হচ্ছে না, অবৈধ গাড়ি বন্ধ হচ্ছে না, পুরোনো রাস্তা সংস্কার হচ্ছে না। এমন দুর্ভোগের মাঝেও আমরা যারা ট্যাক্স দিই কিন্তু সে পরিমাণ নাগরিক সেবা পাচ্ছি না। এখন থেকে নাগরিক সেবা না পেলে সব ট্যাক্স দেওয়া বন্ধ করে দেব। জনগণের টাকায় রাষ্ট্র চলবে। কিন্তু সেখানে নাগরিক দুর্ভোগ কমছে না। এমন ব্যবস্থায় রাষ্ট্র চলতে পারে না।’
ব্যারিস্টার অসীম বলেন, ‘আজ থেকে চার বছর আগে যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। এই রাষ্ট্রের সংস্কার গণতান্ত্রিক ভিত্তি, আইনের শাসন, দুর্নীতিমুক্ত সমাজ গঠন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও বিচার বিভাগ সংস্কারের কথা বলেছেন তারেক রহমান।’
তিনি আরও বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফাকে সম্প্রসারণ করে রাষ্ট্র সংস্কারে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। আমরা দেখেছি, সংস্কারের ঐকমত্য কমিশনে অনেক কথা বলছে। কিন্তু জনগণের কল্যাণের জন্য কেউ কথা বলছে না। রাষ্ট্রের আমূল সংস্কারের কথা কেউ বলছে না। সবাই কীভাবে ক্ষমতায় যাবে, সেই কথা বলছে। কেউ পিআরের কথা বলেছে। আপনি ঢাকায় রাজনীতি করবেন, এমপি হবে আরেক জায়গায়। তখন কেউ জনগণের পেছনে থাকবে না, নেতাদের পেছনে দৌড়াবে। এই ধরনের হঠকারী সিদ্ধান্ত কেউ নেবেন না।’
মানববন্ধনে ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি কাজী মাসুদের সঞ্চালনায় কলাবাগান থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কিবরিয়া লাকী, হাজারীবাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. রেজা ফয়সাল, ধানমন্ডি থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক, আবু নাসের লিটন, যুগ্ম আহ্বায়ক, মো. দিলা, ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক আমির হুসেন বক্তব্য দেন।
মন্তব্য করুন